শরিফউদ্দিন স্যার-৭ টা
নুরুল হক স্যার- ২ টা
রাখাল স্যার-১টা
দেবব্রত মল্লিক স্যার-২টা
এডজুটেন্ট মামুন আল মাহমুদ স্যার-২টা
এতদিন পরে এসে এই কয়টার কথাই মনে আছে।ডায়েরীতে সবগুলার কথা তারিখ সহ লেখা ছিল। কিন্তু ঐটা আপাতত নিঁখোজ আছে।পরে মনে পড়লে যোগ করবো।
আর এমন কেউ কি আছে যে আমার চড় খাবার রেকর্ড ভাংগার জন্য হুমকি স্বরুপ??
কমেন্টস দিয়ে আওয়াজ দে…
আমিও এরকম একটা লিস্ট করছিলাম। ডায়রিতেই। তবে এতগুলা হবেনা। আমার জীবনে খাওয়া বেস্ট চড় হল জহির স্টাফের চড়। দুই হাত দিয়ে একসঙ্গে গালে চড়ে। বাম গালে ডান হাত আর ডান গালে বাম হাত। উভয়ের সম্মিলনে কি ভয়ংকর পরিস্থিতি তৈরী হত তা বলে বোঝানো যাবেনা। চড় খাওয়ার পর প্রায় এক মিনিট আমি তেমন কিছুই বুঝে উঠতে পারিনি। আসলেই চড় খেলাম কি-না বলাই ছিল দুষ্কর।
ami khaisilam shob cheye best chor adj. sir er kase.
prothomta etoi jore marsilo j second ta marse ki marenai bujhte parinai....
sharifuddin mane chemistry er akhio se goli mare...uni chor marto ajib to...obosho amra jokhon silam unara notun ashsilo shobai..major mamun er to amra first batch tatei jei poriman jalaise..tui to beta chor kheye record kore felsish..amra to mone hoi sir kom senior der haate beshi chor khaisi...mojar bepar akhon kisui mone nai...valo thakish shobai..
হা হা হা... আমি একটু গান্ধা টাইপের সিলাম তো... এই জন্যে সিনিয়র এর চে স্যারের কাছে বেশি ধরা খাইসি 😀
tui beta chintai korish na..ami chor na khaileo..nurul haque r major mamun er shuvechai ak class 11 ei duniar ed kheye gesi...tao abar shob kimvut shob karone..aknbar mr nuru amake ed dilo coz bed cover proper silona..than socks black silo na...bikale notice ei shob coz dekhe hashbo na kadbo bujhtam na...
মঞ্জুর মোর্শেদ স্যারের চড় খাইছিলাম ক্লাস এইটে, আর সব কিছু ভুললে এইটা ভুলবনা। ওরে বাবা কি সে চড়, তিন ডেস্ক দূরে গিয়া পড়ছিলাম প্রথম চড়ে। ২য় চড়ে আবার আগের জায়গায় চলে আসছি।
আমি কিছু করি নাই। স্যার এমনি এমনি চড় মারছে। পড়ে স্যার এটা বুঝতে পারছে, কিন্তু কঠিন লোক, বুঝতেই দেয় নাই সে "সরি"।
এইটার মজা অবশ্য পড়ে পাইছি। পড়ে দোষ করে ধরা পড়লেও কিছু বলতেন না আমাকে। ইংরেজী পড়াতেন, এক্স-আর্মি ছিলেন, জিয়াউর রহমান মারা যাবার পরে ওনাকে ক্যাডেট কলেজে পাঠিয়ে দিয়েছিল আর্মি থেকে। (শুনা কথা অবশ্য)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দেবব্রত মল্লিক( চারু ও কারু)অরফে ডিম কি চড় মারাও শিখসে নাকি? সিলেট ক্যাডেট কলেজে এই লোকটা স্যার এর মিনিমাম রেস্পেক্ট ও পাইতো না।
শরিফ উদ্দিন (রসায়ন) অরফে দবির অরফে ভুত চোখ টিপ দিতে দিতে চড়াইতো
প্রথম চড়টা মনে হয় খাইছিলাম আজাদ স্যারের হাতে। 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আল্লারে, ম্যাথসের আঁজাঁদ স্যার????? উনারে আমরা ছক্কা আজাদ বইলা ডাকতাম-উনার এক একটা চড় ক্রিকেটে সিক্সের মত ছিলো কিনা... :((
ওঁ তোঁ আমাদের কলেজে বাঁগ নামে পরিচিত ছিল :)) :)) :)) ক্লাস ১২ এ বলবিদ্যায় বাঘ ও হরিনের ম্যাথ্স ছিল না, উনি সেইটা করাইত ! বাঁগ নাকি হরিনের ফাছা খামচে ধরেছিল................... :)) :)) :)) 😀 😀 😕 😕 😕
মাহমুদ
ক্লাস নাইনে-জাহিদ স্যার(বর্তমানে আরসিসি,গণিত) উতপাদকে বিশ্লেষণ করাইতেছেন। প্রশ্নমালা ৩ দশমিক ১ এর ১ নাম্বারটা করানোর পর ৭ নাম্বারএ চলে গেলেন।আমি জিগাইলাম-স্যার মাঝের গুলান?
স্যার একটু বদমেজাজী ছিনেন।আমারে চেয়ারের উপর দাড় করালেন।তারপর দুই হাতে চড়ানো স্টার্ট করলেন।আমার মনে আছে প্রথম তিনটা।ডান গালের দুইটা আর বাম গালের একটা।পরের গুলা মনে নাই।পরে শুনছি সাতটা।কারণ স্যার ৭ নাম্বারটা করাচ্ছিনেন তাই।ভাগ্যিস শেষটা করান নাই।কারণ ওখানে নাকি ৩৩ টা অংক ছিল। :tuski: :awesome:
কোন সভ্য দেশ হইলে শিশু-কিশোর নিপীড়নের দায়ে ক্যাডেট কলেজের অনেক স্যারের জেল হইতো।আমারো হইত,কিন্তু বয়েস কমের কারণে জুভেনাইল আদালতে পার পায়া যাইতাম।
Rabby sir- 22
Shahadat sir - 2
Sanaullah sir- 1
কেমিস্ট্রি র আরিফ সরকার সার এর লাত্থি :((