আমার কথা ছাড়ুন,
আপনি অনেক বিখ্যাত হয়েছেন শুনে খুশী হলাম,
তবে ভাবছি, কোন একদিন আপনিও কি আমার মত মাটি হবেন?
এত এত মানুষকে টপকে এতো উপরে উঠেছেন,
এত এত মানুষের ভালোবাসা আপনার জন্য,
এসব কি একটুও কন্সিডার করা হবে না, ভাবতে কষ্ট হচ্ছে।
আপনার জন্য কি একটু বিশেষ ব্যবস্থা করা যেতো না?
এ ধরুন, মাটি না হয়ে অন্য কোন মহামূল্যবান খনিজ হবেন।
তারপর, একদিন আপনার ভালবাসারা আপনাকে মাটি খুঁড়ে তুলে আনবেন।
সেদিন আপনাকে শুধু বিখ্যাত নয় সার্থক সার্টিফিকেটটাও দেয়া যেতে পারে।
৮ টি মন্তব্য : “আমার কথা ছাড়ুন”
মন্তব্য করুন
:clap: :clap: :clap: :clap: :clap: :clap:
কত্তদিন পরে এলে! তোমার আগমনে সিসিবি ঝলমলিয়ে উঠলো দেখি!
ওয়েলকাম ব্যাক, কবি। কী সুন্দর করেই না তুমি লিখতে পারো তুমি!
আমাদের সাথেই থেকো।
আপু কি যে বল ? খুশী হয়েছি তোমার কমেন্ট পড়ে। সবসময়ে আছি।
এ ধরুন, মাটি না হয়ে অন্য কোন মহামূল্যবান খনিজ হবেন - বাহ! অভিনব ভাবনা!
ধন্যবাদ ভাই। খুশী হয়েছি কমেন্ট দেখে ।
ভাল লেগেছে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ পারভেজ ভাই। খুশী হয়েছি ।
এ লেখাটা ফেসবুকে পড়ে শুধু মুগ্ধই হইনি, চুপ করে একটু ভাবতে বাধ্য হয়েছিলাম।
কেমন আছ জিয়া?
ভাল লেগেছে কবিতাটি। ভাবতেও হয়েছে।
আমার বন্ধুয়া বিহনে