মোল্লা নাসিরুদ্দিনের গল্প- উপদেশমূলক

অন্যের প্রতি অন্ধত্বের চেয়ে নিজের প্রতি অন্ধত্ব অনেক বেশী খারাপ। আপনি যা ভাবছেন সেটা যে সঠিক এমনটা ভাববেন না।

মোল্লা নাসিরুদ্দিনের একটি গল্প পড়ুন।

শিকারে বেরিয়ে পথে প্রথমেই মোল্লা নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন আর বললেন-
‘লোকটা অপয়া। আজ আমার শিকার পণ্ড হল। ওকে চাবকে হটিয়ে দাও।’

রাজার হুকুম তামিল হল এবং মোল্লাকে যথারীতি চাবকানো হল।ঐ দিকে রাজার  শিকার হল জবরদস্ত।

প্রাসাদে ফিরে রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন আর বললেন-
‘ভুল হয়ে গেছে নাসিরুদ্দিন। আমি ভেবেছিলাম তুমি অপয়া। এখন দেখছি তা নয়, আজ আমি ছাব্বিশটা হরিন শিকার করেছি।’

নাসিরুদ্দিন খুশীতে লাফ দিয়ে উঠল আর বলল-
‘আপনি ভেবেছিলেন আমি অপয়া? অথচ আমায় দেখে আজ আপনি ছাব্বিশটা হরিন মারলেন, আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম। অপয়া যে কে, এবার বুঝলেন।’

আপনি কি বুঝলেন? 😀

১,৪৩৭ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “মোল্লা নাসিরুদ্দিনের গল্প- উপদেশমূলক”

  1. সামিউল(২০০৪-১০)

    ভাল্লাগছে ভাই...
    আজকালকার রাজারাও এর ব্যতিক্রম নয়।
    খালি পার্থক্য এই যে, এখন মোল্লার মত কিছু বললে ঘাড়ে গর্দানটা থাকে না ।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।