সবইতো সরলরেখা ছিল
অথচ প্রতিনিয়ত কত কি ভাবি ;
চারদিকে অসভ্যতার মাত্রা বেড়েই চলেছে
মাঝে মাঝে নিজেকেও অসভ্য বোধ হয়
কখনো কখনো মনে হয় আমি বোধ হয় মানুষ নই।
মানুষ হলে
শকুনের যৌনাঙ্গ খুবলে খাওয়ার গল্প
কিভাবে এতো নিরুত্তাপ হয়ে শুনি ?
মসজিদ মন্দির আর গির্জায় একাকার সমাজ
তারপরেও প্রশ্ন জাগে
প্রভাতে কেন দেখি শিরোনাম
হিংস্র পিশাচ মানুষ যম
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে প্রকৃতির সবচেয়ে সুন্দরতম ।
আমি
এই আমি চোখে জল নিয়ে বলি
আমিতো কবিতা ভালবাসতাম
শাশ্বত প্রেমের কবিতা;
সেতো কোন দুঃস্বপ্ন নয়
অথচ আজ দুঃস্বপ্নের মাঝেই বেঁচে আছি
আর প্রতিনিয়ত কতো কি ভাবি ।
ভাই সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ ভাই।