অতঃপর আজ

রক্ত বদলে কিনেছিলাম সূর্য

অথচ আজ দেখি যত্রতত্র
ক্ষমতালোভী বৃদ্ধ কিছু পুষ্টিহীন বীর্য
অশিক্ষায় কুশিক্ষায় কুসংস্কার
অথচ আজ দেখি যত্রতত্র
বটগাছও চায় নোবেল কিংবা অস্কার ।

সূর্যের দিকে তাকিয়ে সূর্যমুখী,
কয়,
হায়রে সোনার দেশ
আর কতকাল থাকবি পোড়া মুখী  ।।

 

দেশে চলেছে  আত্মহনন
ছিল নয়মাস  গর্ভেধারন

লজ্জায় ঘৃণায় অভাব অনটন
চল্লিশ বছর পরেও
আজো
দুর্ভাগা জাতি নির্দ্বিধায় করছে কারাবরন।।

অতঃপর আজ
জলের খোঁজে জলাধার
আঁধারের খোঁজে অন্ধকার
বৃষ্টির খোঁজে নদী
অর্ধ নগ্ন  জাতি
ডাঙ্গার খোঁজে অদ্যাবধি।।

৮২০ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “অতঃপর আজ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।