রোদেলা দুপুরে
মনের ভিতরে
বৃষ্টিতে শ্রাবণ
বিষণ্ণতায় অবগাহন…।
তুমি আর আমি
অন্ধকার কামী
নিস্তব্দতার মাঝে
হারাবো এই সাঁঝে…।
১৯ টি মন্তব্য : “শিরোনামহীন #১”
মন্তব্য করুন
রোদেলা দুপুরে
মনের ভিতরে
বৃষ্টিতে শ্রাবণ
বিষণ্ণতায় অবগাহন…।
তুমি আর আমি
অন্ধকার কামী
নিস্তব্দতার মাঝে
হারাবো এই সাঁঝে…।
১০টা :frontroll: এক্ষুণি!! জুনিয়ররা উল্টা ঘোরো.....
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই ১০ টা দিলাম ।। (সম্পাদিত)
😀
সম্পাদনা করারা আগের মন্তব্যটুকু দেখে ফেলেছিলাম। ঠিকইধরসো, সানাভাই খুবই রাগী মানুষ। :)) =)) =))
নবাগতদের সিনিয়ররা একটু পাঙ্গা দিয়ে ব্লগে স্বাগত জানায়-- এটাই সিসিবির কালচার।তা তুমি নিজেই এখানে যে পরিমাণ সিনিয়র, তোমারে :frontroll: দিতে বলার লোক তো বেশি নাই, প্রিন্সিপাল সানা ভাই ছাড়া। অবশ্য আমিও আছি।
কোন হাউজে ছিলা তুমি? মনে করতে পারছিনা তোমার চেহারা। আমাকে কি মনে পড়ছে তোমার?
লেখা ভালো লেগেছে। সিসিবিতে স্বাগতম।
বড় ভাইরে বাটে পড়তে দেখে খুব ভাল লাগল... 😀
জিয়া হায়দার ভাই, সিসিবিতে স্বাগতম... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই জুনায়েদ ধন্যবাদ......।। :)) 😀
(সম্পাদিত)
সালাম নূপুর ভাই :boss: , আমি আপনাকে ভালো করেই চিনি। আমি ফজলুল হক হাউসের। আপনি অনেক চিকনচাকন সুন্দর চাহনির মানুষ ছিলেন। আপনার নিশ্চয়ই মনে থাকতে পারে আপনাদের তত্ত্বাবধানে আমাদের প্রথম কালচারাল প্রোগ্রাম হিরণ্য-হইমন্তিকা খুব ভালো হয়েছিলো। আমাদের মাহমুদ , দাউদ, মাসুদ কিংবা আজিজ কাউকে কাউকে নিশ্চয়ই মনে থাকতে পারে আপনার। আপনাদের সময় আমরা চ্যাম্পিয়ন হয়ে খুবই মজা করেছিলাম। আপনাদের প্রত্যেক ভাইকেই কম বেশী মনে আছে।
ধন্যবাদ, সানা ভাই এর রাগ সম্পর্কে জানানোর জন্য x-( । আমি কোন কবি কিংবা লেখক নই তবে একটু আদটু মন খারাপ থাকলে ডাইরি লিখি। :((
আরে তুমি ফজলুল হক হাউসের?এখানে যাদের নাম করলে তোমাদের ব্যাচের, তাদের প্রত্যেককে মনে পড়েছে, শুধু তোমাকে কিছুতেই মনে করতে পারছিনা। দেখলে নিশ্চয়ই চিনে ফেলবো।তোমাদের জমজমাট প্রথম কালচারাল প্রোগ্রামের কথা একটু একটু মনে পড়ছে এখন। তোমাদের ব্যাচের প্রত্যেকেই খুব মেধাবী ছিলে এটা আমার স্পষ্ট মনে আছে। সেবারের হাউস চ্যাম্পিয়ন হবার পেছনে তোমাদের অনেক অবদান ছিলো।
এখানে (সিসিবিতে) বেশ কয়েকজন সিরিয়াস লিখিয়ে থাকলেও বেশীর ভাগই অ্যামেচার।লিখতে থাকো হাত খুলে।
নূপুর: আমার সম্পর্কে এই ধারণা দিলা!! সিসিবির পোলাপাইন আমারে কখনো রাগতে দেখছে........... 🙁
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হা হা হা... ধন্যবাদ সানা ভাই অভয় দেয়ার জন্য...।।
সানা ভাই,
অবশ্যই ভুল ধারণা দিলাম। 😀
সিসিবির এই নতুন সদস্যটাকে একটু ভয় দেখালাম আর কি। 😛
জিয়া ভাইকেও সম্পা ছাড়ল না? সম্পা আপনাকে কি দিত, জিয়া ভাই???? 😛
You cannot hangout with negative people and expect a positive life.
:(( :(( :((
ভাল, ভাল লিখা-
চালিয়ে যাও :clap:
ধন্যবাদ রাব্বি ভাই...।
ভালো হইসে দোস্ত 🙂
আমি ধন্য তোর ভালো লাগা শুনে...।। 😀 :shy:
কত সাধারন, অথচ কত গভীর। আমি হয়ত অনেক কবিতা বোদ্ধা নই, কিন্তু আমার কাছে এই রকম কবিতাগুল খুব ভালো লাগে। খুব সুন্দর, জিয়া ভাই।
You cannot hangout with negative people and expect a positive life.
অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য.........।।
কাঠ খোট্টা দুপুরটা এরকমই ছিল............।।