মন ভালো নেই
– কবি রোমিও
মন ভালো নেই
মন ভালো নেই মোর
তাই স্মৃতিতে ডুব দেই
সহজে কাটেনা ঘোর।
মন ভালো নেই
মন ভালো নেই মোর
তাই নাম জপে যাই
নাম জপ করি তোর।
মন ভালো নেই
মন ভালো নেই মোর
তাই রাত জেগে রই
জেগে জেগে দেখি রাত হচ্ছে স্নিগ্ধ ভোর
মন ভালো নেই
মন ভালো নেই মোর
তাই কোন কাজেই স্পৃহা নেই
অলস কাটাই অষ্ট প্রহর।
মন ভালো নেই
মন ভালো নেই মোর।
শানে নুযুলঃ অনেক বছর আগে মাথায় একটা পোকা মাঝে মাঝেই কামড় দিত, সইতে না পেরে কবিতা লিখতে বসে যেতাম। জানি কবিতা গুলো পাঠ যোগ্য নয়, তবু পোষ্ট করলাম।
বি.দ্র. কবি রোমিও আমার ছদ্ম নাম। রোমিও তো সে সময়ের একজন মহান প্রেমিক ছিলেন যে সময়ে প্রেমে এতো প্রতারনা ছিলনা প্রেমের জন্য মানুষ জীবন দিতেও পারতো,আমার ধারনা রোমিও এ সময়ে থাকলে প্রেমে প্রতারনার শিকার হতো, আর ছেকা খেয়ে কবি হয়ে যেত। তাই রোমিও এখন প্রেমিক নয় কবি।
একটাও কমেন্টস নাই............ :just: :thumbdown:
সারোয়ার
রোমিওরে নিয়ে আমার একটা ডাউট আছে, পোলায় রোজালিন নামের এক সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, সেই অবস্থায় এক পার্টিতে জুলিয়েটকে দেখে তার প্রেম নতুন ঠিকানায় যায়। কে জানে জুলিয়েটের সাথে কাহিনি পুরো জমে ওঠার আগে যদি অন্য কোন সুন্দরী রোমিওর চোখে পড়ে যেত তাহলে কি হইত ;)) ;))
(অরিজিনাল রোমিও জুলিয়েট পড়া হয় নি, কিশোর কালে এক অনুবাদ আর গল্প হিসেবে পাঠ্য ছিল, এটা সেই সময়ের মনভাব।)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
;)) চিন্তার বিষয়। থ্যাংক আল্লাহ, দে আর অল ডেড নাউ। আমি ইংলিশ লিটারেচার এ পড়ছি, বাট দুঃখজনক, আমার ও অরিজিনাল টেক্সট পড়া হয়নি। একচুয়ালি আমার কোন টেক্সট ই ভালো করে পড়া হয়নি। কারণঃ I'll start studying Tomorrow. (সম্পাদিত)
সারোয়ার
আমাদের ভার্সিটির ক্যাডেট বড় ভাই, সাগর ভাই। ঝকক-র ক্যাডেটরা ভালো চিনতে পারবে। ভাইয়ার মনে হয় এই ব্লগের সাথে যোগাযোগ নাই। তো, যা বলতে চেয়েছি..... একদিন উনার একটা বইয়ের শেষে মন্তব্য দেখলাম...
“আগে অনেক কিছুই পারতাম... এখন আর পারি না। আবার মন দিয়ে পড়তে হবে।”
হা হা হা, মনে হয় তাহার আর মন দিয়ে পড়া সম্ভব হয়ে উঠে নাই। তবে ডায়ালগ খানা I’ll start studying Tomorrow পড়ে মনে পড়ে গেল।
আসলেই সেই Tomorrow কোন দিনই আসে না। আমরা শুধু :dreamy: স্বপ্ন দেখি কাজ করি না।
(সম্পাদিত)
সারোয়ার
পড়েছি।
ছন্দে একটু গোলমেলে ঠেকেছে। তবে পড়তে খারাপ লাগেনি। :thumbup:
ভালো লিখতে পারি না, কিন্তু তবু লিখতে ভালো লাগে। এটা নিছক একটা খেলা। সাহিত্যে খেলা। খেলতে খেলতে একদিন ভালো কিছু সৃষ্টি হবে।
ছন্দ, আর আমার কবিতার ছন্দের ব্যাপারে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, একটা কী (key) লাইন বা লিডিং লাইন থাকে যেটা বার বার পুনরাবৃত্তি হতে থাকে। ওই লাইনটাই কবিতার মুল ভাবটাকে জোরালো ভাবে টানার চেষ্টা করে।
আর বেশীর ভাগ ক্ষেএে এক লাইন পর পর অন্তমিল থাকে।
যেমনঃ
১। জীবনটা উথাল পাথাল সমুদ্র
কখনো প্রবল বর্ষন কখনো খর রৌদ্র
জীবনটা উথাল পাথাল সমুদ্র
কখনো বৃহৎ বিশাল কখনো ক্ষুদ্র
জীবনটা উথাল পাথাল সমুদ্র
-কবি রোমিও
২। সকালটা ঘুমেই কাটে
রাএি নিদ্রাহীন
দুপুরটা অলস কাটে
জীবন স্বপ্নহীন।
-কবি রোমিও
সারোয়ার
:gulli: :gulti: :gulli2: :bash: :khekz:
সারোয়ার