২১ নভেম্বর ২০০২: ‘লাকি স্যাভেন’ বিবাহ বার্ষিকী!

‘এর পরের বার আমাদের জন্য হবে লাকি স্যাভেন।’ পরবর্তী বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে মনের আনন্দে হায়দার তার স্ত্রীকে এ কথাটি বলেছিল। খুব দ্রুত তাদের ৬ টি বছর কেটে যায়। ২০০৩ সালে এক গেট-টুগ্যাদারে প্রথম বারের মতো আমরা অধিকাংশই তাদের দেখতে পাই। তখনো তাদের দাম্পত্য জীবনের এক বছরও হয় নি। আমাদের মাঝে যেহেতু প্রথম তারই বিয়ে হয়, তাই প্রথম দিকে তাদের খুব স্ট্রাগল করতে হয়েছিলো।

Rumi-Rona-Satisfaction
সুখী দম্পতি রুমি ও রণা

২০০৫ তাদের জীবনে অন্যতম স্মরণীয় ম্যারেজ ডে। রাঙ্গামাটির লেকে নৌকায় ট্রলারে ভ্রমণের মাধ্যমে দিনটি খুব আনন্দে কাটায়। বেশ কিছু ছবি তোলা হয়েছিলো। আপাতত আজ আর বেশি কিছু লিখলাম না।

Rumi-Rona-Close
সুখী দম্পতি হায়দার ও প্রেরণা

১,৮০৮ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “২১ নভেম্বর ২০০২: ‘লাকি স্যাভেন’ বিবাহ বার্ষিকী!”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।