ক্লাসের সময় চুপটি করে
তোমার দিকে তাকাই
ছাদে তুমি হাঁটতে গেলে
মোড়ের টোঙে চা খাই
না পেয়ে ওই হাতটি হাতে
গাছটা ধরে ঝাকাই,
ভীষণ রাগে ক্রুদ্ধ হয়ে
লোহার গ্রীলটা বাকাই
বুঝলে না তো আমার এ প্রেম
চিনলে শুধু টাকাই,
মেরিকাতে চলে গেলে
হৃদয় রেখে ফাঁকাই।
ক্লাসের সময় চুপটি করে
তোমার দিকে তাকাই
ছাদে তুমি হাঁটতে গেলে
মোড়ের টোঙে চা খাই
না পেয়ে ওই হাতটি হাতে
গাছটা ধরে ঝাকাই,
ভীষণ রাগে ক্রুদ্ধ হয়ে
লোহার গ্রীলটা বাকাই
বুঝলে না তো আমার এ প্রেম
চিনলে শুধু টাকাই,
মেরিকাতে চলে গেলে
হৃদয় রেখে ফাঁকাই।
🙂
ওরে মামা, জটিল হইসে। :)) :)) :)) :)) বাস্তব অভিজ্ঞতাথেকে লেখা নাকি? ;)) ;)) ;))
=((
ব্যাপক হইছে। 😀
মেরিকাতে গ্যাছেগা যখন তখন খালি ট্যাকা না ডলারও চিঞ্ছিলো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কি দরকার ছিল রে ভাই গাছটা ধরে ঝাকানোর :duel: :duel:
গাছ ধরে ঝাঁকানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি x-(
তাইলে অন্যকিছু ধরে ঝাঁকানোর অনুরোধ করছি। 😀
অন্যকিছু ঝাঁকালে আবার অন্য কিছু বাঁকানোর প্রস্তাব আসবে।
পোলাপানের আব্দারের শেষ নাই।
গাছ ধরে ঝাকালে তো উপর থেকে টুপটাপ :just: ফ্রেন্ড পড়ার কথা ;;;
:shy: :shy:
x-( x-( 😡 😡 😡 😡 😡 :duel: :duel: :duel:
আহারে... 😛
😀
:boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:clap: :clap:
=)) =))
R@fee
অসাধারন। অনেকদিন পর দারুন একটা পড়া দিলাম। ৫ তারা। :boss: :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
ফেসবুকে শেয়ার করলাম।
চ্যারিটি বিগিনস এট হোম
:shy: :shy: :shy:
ওই বেডা ... শরম পাইলি কিয়ের লাইগ্যা? :-/
চ্যারিটি বিগিনস এট হোম
"মেরিকাতে চলে গেলে
হৃদয় রেখে ফাঁকাই।"
তানভীর ভাই,এইভাবে আপ্নেরে ছ্যাকা দি্লো? :(( :(( :(( :(( :((
কি আর করবেন ভাই? মন খারাপ করে থাইকেন না।
:clap: :clap: :clap: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
মজা লাগসে কবিতাটা :clap:
জটিল কবিতা.... :thumbup:
জটিল :thumbup: :thumbup:
দোস্ত তুই দেখি সুপারম্যান... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কমেন্টশিল্পী জুনাদা অন ফায়ার! =))
কমেন্টশিল্পী জুনাদা অন ফায়ার! =))
আহারে!! 😡