কিছু বিব্রতকর মুহুর্ত

১। ডিনার এ হেভি ভাব নিয়ে জুনিয়ার দের সামনে এসে জুনিয়ার দের মুচকি হাসি দেখে আবিস্কার করা যে প্যান্ট এর চেইন খোলা……
২। প্রিফেক্ট রা ডাইনিং এ ঢুকে ইংলিশ এ শাউট করতে গিয়ে মাঝ পথে খেই হারিয়ে ফেলা……
৩। টয়লেট এ বসে হাগু করতে গিয়ে পাশ এর টয়লেট থেকে ভেসে আসা কন্ঠঃ “আই, কে রে ভাই……গন্ধ……ইশ” পানি ঢাল ”
৪। সকালে বড় ভাই কে ডাক তে গিয়ে উনা কে উলঙ্গ অবস্থায় দেখতে পাওয়া……
৫। নামাযে থেকে ফিরে দেখতে পাওয়া পায়জামার ঐখানে ছেড়া আর মনে করার চেস্টা করা যে পেছনে কে ছিল?
৬। অতি উতসাহি হয়ে জুনিয়ার কে বাস্কেট বল খেলা শেখাতে গিয়ে এক টি বাস্কেট ও না হওয়া…
৭। মাইল টেস্টের শুরুতে টয়লেট খোজ়া…

১,৮৩৩ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “কিছু বিব্রতকর মুহুর্ত”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তানভীর ভাইজান,আমারে চিনছেন নি বস?ওই যে সাকিব ভাই সারাদিন যেই লম্বা পুলাডারে পাঙ্গাইতো আমি সেই মাসরুফ-আরেফাত ভাইয়ের লকার পার্টনার 😀 ব্লগে আপনেরে দেইকখা আমি আর কবীর ভাই দুই বিরিক্ষ বড়ই শান্তি পাইলাম-আরো অক্সিজেন দিতে পারুম 😛

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)
    নামাযে থেকে ফিরে দেখতে পাওয়া পায়জামার ঐখানে ছেড়া আর মনে করার চেস্টা করা যে পেছনে কে ছিল

    তানভীড় ...... ছি ছি, তোরা মসজিদেও ...... আস্তাগফিরুল্লাহ ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।