অক্ষরগুলো ফিকে হওয়া থেকে
বাঁচাতে পারেনি কোন হিমাগার,
সময়ের ট্রানজিসনে কালো থেকে ধূসর-
ধূসর থেকে ধূসরতর।
মাঝের সময়ে হারিয়েছে তুলি
অক্ষর জমাট বাঁধতে না পারলেও
জমাট বেঁধেছে রঙ
ইচ্ছেও হারিয়ে ফেলেছে রঙ তুলির কবি।
নিজের অজান্তে যে অক্ষর লেখা হয়েছিল
ফিকে হচ্ছিল একেবারে প্রত্যক্ষে।
ফিকে হতে হতে আজ অপরিচিত প্রায় সে অক্ষর;
সে অক্ষর – যাকে ভালবাসা বলে জানি।
১৪.০২.২০১৭
অনেক সুন্দর হইছে সুশান্ত ... খুব ভাল লেগেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া ?
অক্ষরের শরীর জুড়ে জমছে রঙ
ইচ্ছে অনিচ্ছের সাত রাজ্যের ঢঙ
~ ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া। ?