সংখ্যা হিসেবে ১২’র প্রভাব বিষয়ক আলোচনা

১।
১২ সংখ্যাটার সাথে আমার যোগাযোগ খুব ভাল। ১২ বছর বয়সে ১২ মে ক্যাডেট কলেজে থেকে যাওয়ার পর থেকে বিভিন্নভাবে ১২ সংখ্যাটা ঘুরে ফিরে আসে। নাকি আমি খুঁজে খুঁজে নিয়ে আসি সেটাও ভাববার বিষয়। তবে এটা ঠিক, আমার ক্ষেত্রে ১২ একটি টিপিকাল খেলোয়ারি সংখ্যা। আমার জীবনে ১২’র খেলাধুলার শেষ নেই। উদাহরণে ব্যাপারটা পরিস্কার হবে। নেদারল্যান্ডসে প্রথম যে বাসায় ছিলাম, সেটার ঠিকানা ছিল এডেলইউসস্ত্রাত-১২।

আমার ফ্লোরের ইমিডিয়েট নিচে যে ভদ্রমহিলা থাকতেন, তিনি একা মানুষ। দুই বিলাই( বিড়াল) নিয়ে তার সুখের সংসার। তিনি দ্বিতীয় সপ্তাহেই আমার দরজার কড়া নাড়িয়ে জানিয়ে দিয়ে যান, আমার এইদিকটা থেকে প্রায়ই ধুপধাপ শব্দ হয়, এটা করা যাবে না। তার কিংবা তার বিলাইয়ের কার যে ঘুমের ব্যাঘাত হয়, সেটা আর জানা হয়ে ওঠেনি। কিন্তু মহিলা দীর্ঘ চারমাস আমাকে পা টিপে টিপে হাঁটিয়ে ছেড়েছেন। কিছু হলেই দরজায় এসে কড়া নাড়েতেন। উইকেন্ডের রাতেও আমার বাসা অন্য সব বাড়ির চেয়ে নীরব থাকতো। আমি বুঝে গিয়েছিলাম, ১২ সংখ্যার প্রভাবে আমার জীবনটা হয়তো বেশ কয়মাস নেহাৎ নিস্তরঙ্গহীন হয়ে যাবে। হয়েছিলও তাই। সংখ্যা হিসেবে ১২’র পর্যাপ্ত ক্ষমতা।

২।
স্কুলে যে মেয়েটা মাথায় দুই বেণী করে আসতো, আর আমি টপ করেই আট বছর বয়সে যার প্রেমে পড়ে গিয়ে একটা পাকনামি করে ফেলেছিলাম, গত বছরে ফেব্রুয়ারির দিকে শুনি, সেই মেয়েটা হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। ১২ ফেব্রুয়ারি তার বউভাত/বরভাত কিছু একটা। ১২’র প্রভাবে আবার চমকিত হলাম। কাছাকাছি ১৪’র মত এমন একটা মারদাঙ্গা তারিখ থাকতে কেনইবা ১২ সংখ্যাকে বেছে নিয়ে মেয়েটা এই অকাজ করলো, সেটা খুঁজতে গিয়ে আবিস্কার করলাম, নাহ দোষতো মেয়েটার না। দোষ তো ১২’র। এই ১২ই যত নেগেটিভ এটেনশনের কারখানা।

যাই হোক, ১২কে নিয়ে একপেশেভাবে শুধুই খারাপ খারাপ গল্পগুলো করা ঠিক হচ্ছে না। আমার জীবনের অনেক সুখস্মৃতি আর অর্জনেও ১২ জড়িয়ে আছে। কিন্তু বিশেষ যে প্রসঙ্গে আজকে এই ১২ প্রসঙ্গের অবতারণা, সেটাতে আসি।

আজ ১২ জুন। যে লোকটার আজ জন্মদিন,তাকে কি কারণে ভাল পাই জানিনা। হতে পারে তার লেখার জন্য, হতে পারে আমার আর তার দুইজনরেই প্রিয় দল আর্জেন্টিনা-সে জন্য। এটাও হতে হতে পারে উনি একজন ভাল খেলোয়াড় সে জন্য।(খেলোয়াড় একটি পজেটিভ শব্দ)।

প্রিয় কামরুল ভাই, শুভ জন্মদিন। আমি জানি, আমার মত আপানার জীবনেও ১২ সংখ্যার প্রভাব টুকটাক কাজ করে। দোয়া করি, ১২ সংখ্যার প্রভাব আপনার জীবনে তুমুল আলোড়ন তুলুক। যে নাটকটা আপনি বানাবেন, সেখানে নায়িকার দল অফুরন্ত প্রানশক্তিতে ১২ মিনিট ধরে নাচানাচি করার শক্তি পাক।

দিন কয়েক আগে, কারা যেন নতুন একটা টার্ম আবিস্কার করে ফেলেছে-‘সুত্রে পড়ে যাওয়া’। নতুন যারা বিয়ে করছে, তারা সবাই একটা সুত্রে পড়ে যাচ্ছে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্য এই সুত্র খাটে না। আপনার জন্মদিনে প্রধান দোয়া একটাই। আপনি দ্রুততম সময়ে সুত্রে পড়ে যান।

আর হ্যাঁ, জন্মদিন উপলক্ষে কেউ একজন আপনাকে ভালোবেসে কিছু ছবি পাঠিয়েছে। সেগুলো পোস্টে অ্যাড করে দিলাম।

ছবি-১, কামরুল ভাই যখন অন ডিউটিতে

আজ পাশা খেলবো রে শ্যাম।

ছবি-২

১,০৮৫ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “সংখ্যা হিসেবে ১২’র প্রভাব বিষয়ক আলোচনা”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ডেঞ্জার ম্যানের বাংলা কি "শ্রীদেবীকে পাকড়াও" হইবো?

    যাউজ্ঞা, পোস্টে আমোদ পাইলাম, বুইড়ারে শুভ জন্মদিন জানাইলাম।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    =)) =)) =))
    পোস্টার দুইটা কার করা ? পাশবিক হইসে 😀

    হ্যাপী বাড্ডে কাম্রুল ভাই। আমাদের নিয়া তো তিন প্রহরের বিল দেখার বেইল নাই আর। ভাবীরে লইয়াই যান


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    শুভ জন্মদিন কাম তাজ ভাই :party:

    পোস্টার দুইটা সিরাম হইছে :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

    শাওন, তোরে ধন্যবাদ দিচ্ছি না। অতি ভালোবাসার/স্নেহের মানুষদের কিছু লিখে সে ভালোবাসা কিংবা স্নেহ বোঝানো যায় না। আমিও তাই সেই চেষ্টা করছি না। সামনা-সামনি কখনো দেখা হয়নি, কিন্তু তারপরেও মনে হয় আমরা কত যুগের চেনা, ব্রাদার ফ্রম এনাদার মাদার 😀
    ভালো থাকিস, পোস্টার দুইটা মারাত্মক হইছে। কিন্তু রকিবরেও ধন্যবাদ দিচ্ছি না, ও বুঝে নেবে।

    অফিসে দৌড়ের উপরে থাকায় পোস্টটা সকালে দেখিনি বলে লজ্জিত।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন কামরুল। :party:

    অফিসে আইস্যা ল্যাপটপটা অন করতেই স্কাইপ ব্যাটা জানান দিচ্ছিল কিছু একটা বার্তা অপেক্ষায় আছে! খুইল্যা দেখি কামরুলের জন্মদিন। অফিসে পোলাপাইন কেকে কাটলো। কামরুলরে খাওয়াইলো!! আর আমিও 'বস' হিসাবে হ্যাপি বাড্ডে কইলাম।

    কামরুল, এইখানে কিন্তু বড়ভাইয়ের শুভকামনা আছে।

    রেজা শাওন পেলাডা তো রক করে দেখতাছি! ধন্যবাদ তোমারে চসৎকার পোস্টের জন্য আর চাওয়ালারে পোস্টারের জন্য। :thumbup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    পোস্টার দুইটা দারুণ হইসে।
    কামরলকে দেরীতে জন্মদিনের শুভেচ্ছা।
    আশা করছি ১২ জন নায়িকা নিয়ে বেশ পোয়াবারো টাইম কাটবে ওর।
    পোলাডাকে সিসিবিতে বড়ই মিস করি। জন্মদিনের হ্যাঙওভার কাটিয়ে একটা লেখা দাও কামরুল।
    শাওন, তোমাকে ধন্যবাদ আরো একটা মারদাঙ্গা পোস্ট দেয়ার জন্য।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।