মগের মুল্লুক

কবিতাটা লিখেছিলাম অনেকদিন পূর্বে । বর্তমান পরিস্থিতির সাথে ব্যপক মিল যায় বলে দিলাম ।

নির্বিচারে মরছে মানুষ এ দেশের পথে পথে
হরতাল অবরোধে,
দিকে দিকে শুধু বিশৃংখলা আইন মানেনা কেউ
সংঘাত আর সংগ্রামে আজ উঠেছে মরণ ঢেউ
শাসকগোষ্ঠী মত্ত হয়েছে নতুন খেলাতে মেতে
ওরা চায় শুধু ধোকাবাজি করে ক্ষমতার রশি পেতে
হায় হায় শুধু করি
এসব তামাশা বুঝতে না পেরে আমরা জনতা মরি
এখানে অবুঝ জনতার চোখে ওরা দিয়ে যায় ধূলা
এখানে শাসক মদ গিলে যায়, জনতারা গেলে মূলা ।

১,০৮২ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “মগের মুল্লুক”

  1. দিবস (২০০২-২০০৮)
    কবিতাটা লিখেছিলাম অনেকদিন পূর্বে । বর্তমান পরিস্থিতির সাথে ব্যপক মিল যায় বলে দিলাম ।

    আসলে শুধু বর্তমান না, সবসময়কার অবস্থার সাথেই মিলে যায়। লেখা সুন্দর হইছে 🙂


    হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি

    জবাব দিন
  2. টিটো মোস্তাফিজ

    আমিও পুরোনো লেখা কপি করে মন্তব্য ঝাড়লাম-
    প্রত্যয় বিচিত্রা
    আজব ভক্ত
    মিশরের রাজা ২য় টলেমীর ঐতিহাসিক নাম ছিল ফিলাডেফাস যার অর্থ ভ্রাতৃভক্ত।তিনি এমনই ভ্রাতৃভক্ত ছিলেন যে নিজের হাতেই তাঁর আপন দুই ভাইকে হত্যা করেছিলেন। মিশরের আরেক রাজা ৪র্থ টলেমীর ঐতিহাসিক নাম ছিল ফিলাপেটর।নামটির অর্থ পিতৃভক্ত।ইনি তাঁর পিতাকে হত্যা করেছিলেন নিজ হাতে।এই দুই মিশরীয় রাজা এভাবেই তাদেঁর ভক্তির চরম নিদর্শন দেখিয়েছিলেন।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।