(সিসিবির বিবাহযোগ্য বড় ভাইদের উৎসর্গ করে ব্লগে আমার প্রথম কবিতা)
হালছাড়া জীবনের ইতি টেনে আজ
হঠাৎ গিয়েছি থেমে ভেংগে ফেলে লাজ ,
বসে আছি আজ তাই কারো মুখোমুখি
দেড় হাত ঘোমটার ফাকে দিয়ে উকি
অবাক বিষ্ময়ে
চেয়ে আছি যুগ যুগ চোখ ক্ষয়ে ক্ষয়ে ।
অনেক জমানো কথা সুখ দুখ হাসি
ভাগাভাগি হয়ে যায় , স্বপ্নের বাশি
অবিরত বেজে যায় , নয় শুধু শুধু
গল্পের শেষ নেই , বুক মরু ধূ ধু
হয়নাকো , কেন জানি মুখে খই ফোটে
আজকে কথার যেন ফুলঝুরি ছোটে ।
আজকে জীবনে এক নতুনের দোলা
ভুল সুখে ছেদ টানে , মন যেন ভোলা
মানুষের নিষ্পাপ জীবনের গানে
পুরো হয়ে আসে শুধু হৃদয়ের টানে
জীবনের অভিধানে এনে দেয় সুখ
চলবার পথে এক সঙ্গীর মুখ ।
ধীরে ধীরে রাত বাড়ে ,হাত রেখে হাতে
তবুও থমকে আছি শুধু এই রাতে
বয়সের মোড় ঘোরে নতুন এক বাকে
সেও তো আমার মত চোখ চেয়ে থাকে
নতুন খুশিতে আজ ভরে ওঠে বুক
শুরু হয় জীবনের নতুন অসুখ ।
কি বলেন কাইইয়ূম ভাই :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাঙ্কু শোভন শেষ পর্যন্ত আমারে নিয়ে আগাম কিছু লিখলি। নে তোরেও এক কাপ :teacup: ।
কবিতা ভালো হইছে, কি বলেন কাইয়ুম ভাই, মাহমুদ ভাই? :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চায়ের জন্য ধন্যবাদ ভাইয়া। তবে চায়ে চিনি কম হইছে । আমি আবার চায়ে চিনি বেশি খাই ।
চা না খেয়ে শরবত খেলেই পার ।
কিন্তু বাসর ঘরের কাহিনী তুই জানলি কেম্নে? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
প্র্যাকটিক্যাল নলেজ না থাকলেও থিওরিটিক্যাল নলেজতো সবারই থাকে । কি বলেন ভাইয়া ? 😛
কি বলেন কাইয়ূম ভাই??? :grr: :grr:
সবাই কাইয়ূম ভাইরে দেখায় , কাহিনী কি ? ভাইয়া কি লাইনে দাড়াইছেন ।
;)) ;)) ;))
তোমার "বাসর" পড়ে জসীমউদ্দীনের "কবর" এর কথা মনে পড়ল। ভালোই লেখো তো তুমি!
ধন্যবাদ ভাইয়া ।
এককালে অনেক কবিতা লিখেছি তবে এখন আর লেখা হয় না ।
নাহ্! এই পোলা দেখি অনেক পেকে গেছে।
কবিতাটা অনেক ভালো হয়েছে। :thumbup:
প্রথম লাইনটা পড়ে আমার এক হাউস প্রীফেক্টের কথা মনে পড়ে গেল । অনেক কাল আগে তিনি আমাকে
এই ডায়লগটা দিয়েছিলেন ।
দ্বীতিয় লাইনটার জন্য ধন্যবাদ ।
নাহ্! পোলা অনেক পেকে গেছে।
এই কবিতাটা দেখি অনেক ভালো হয়েছে। :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নাহ্! পোলাটা অনেক ভালো হয়ে গেছে।
এই কবিতাটা দেখি অনেক পেকেছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নাহ্! পোলাটা দেখি কবিতা হয়ে গেছে।
এই ভালোটা দেখি অনেক পেকেছে... :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
হ্! পাকা পোলার অনেক ভালো কবিতা :thumbup: হযে গ্যাছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পাকা পোলা = ভাল কবিতা
তাও ভালো পেকে গিয়েছি । পেকে গিয়ে ঝরে পড়িনি ।
পাকলেও লেখে ভাল। ;;;
ধন্যবাদ ভাইয়া ।
পাকলেও ভাল লেখি । 😀
:clap: :clap:
তালির জন্য ধন্যবাদ ।
কবিতা আমি বরাবরই কম বুঝি 🙁
কিন্তু পড়তে ভালই লাগে B-)
দোস্ত পইরা খুবই ভাল লাগলো 🙂
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
শুধু পড়েই শেষ । একটু কল্পনার জগতেও প্রবেশ করিস । :)) :)) :))
ভাল। 🙂
কাইয়ুম কিছু একটা বল 😉
এই অসুখের চিকিৎসা কি? :-/ ব্লগের বিবাহিত ডাক্তারদের কাছে জানতে চাই...
এই অসুখের কোন চিকিৎসা আজো আবিষ্কার হয় নাই । :))
একটু কল্পনাও করলাম :shy:
কল্পনায় কি দেখলেন একটু শেয়ার কইরেন ।