( প্রথমেই বলে নিচ্ছি এই গল্পের পুরোটাই কল্পনাপ্রসূত । এ ধরনের চরিত্র বা ঘটনা বাস্তবে ছিল না ।)
আমার এক ফ্রেন্ডের নিক নাম ছিল – পর্যায়ক্রমে মধূসুদন রবীন্দ্রনাথ এবং সবশেষে নজরুল । আজ সেই নিক নামগুলো হবার পেছনের ঘটনা বর্ণনা করব ।
যখন তার নাম মধূসুদন হলঃ
সেদিন কলেজে নতুন জুনিওর এসেছে । আমরা ক্লাশ এইটে । অর্থাৎ আমরা সিনিওর হয়েছি । নতুন জুনিওর এলে কলেজের ব্যস্ততা বেড়ে যায় । সদ্যই সিনিওর হবার কারণে আমাদের ব্যাস্ততা আরো একধাপ বেশি । সকল ব্যস্ততা শেষ করে
রাতে যখন ঘুমাতে যাব তখন আমার পাশের বেডের ফ্রেন্ড বলল দোস্ত আমি শেষ ।
ক্যান কি হইল ?
একটা জুনিওরকে আমার খুব ভাল লাগছে ।
ভাল লাগছে মানে । কি কইতে চাস ?
একটা জুনিওরকে আমার খুব মনে ধরছে ।
ভং ধরস । এবার বাসায় যাইয়া একটা গালফ্রেন্ড জুটায়া নিস । ভাল লাগা ঠিক হয়ে যাইব ।
না দোস্ত , আমি সিরিয়াস ।
ওই তুই চুপ করতো ।
না দোস্ত ওকে ছাড়া আমি বাচব না । দেখ মাইকেল মধূসুদনের কথাই ধর । উনি ওনার এক বন্ধুর প্রেমে পাগল হইছিলেন । সেইখানে আমি না হয় জুনিওরের প্রেমে পড়ছি ।…………………(রাতভর আরো অনেক কথা)
অনেক বলেও ওকে আমরা ঠিক করতে পারলাম না । এরপর কিছুদিন যেখানে সেখানে ওদেরকে পাওয়া গেল গল্পরত অবস্থায় । কিন্তু তার এই প্রেম বেশিদিন টিকল না । একদিন জুনিওরটার সাথে গল্প করতে গিয়ে ধরা পড়ল হাউস
প্রিফেক্টের হাতে । হাউস প্রিফেক্ট ঐ জুনিওরটাকে দিয়ে ওর কান ধরিয়ে সারা হাউস ঘুরালেন । সেই সাথে প্রেমের ভূতটাও নেমে গেল ওর মাথা থেকে । কিন্তু সেই দিন থেকে ওর নাম হয়ে গেল মধূসুদন ।
যখন ওর নাম রবীন্দ্রনাথ হলঃ
এস এস সির ছুটিতে নতুন প্রেমে পড়ল আমার সেই ফ্রেন্ড । ছুটি শেষ করে কলেজে ফিরেছি । তখনো সে আমার রুমমেট । রাতে বিছানায় শুয়ে গল্প করছি । হঠাৎ ও বলল দোস্ত একটা ঘটনা ঘটছে ।
কি ঘটনা দোস্ত ।
প্রেমে পড়ছি ।
তাই নাকি । কার প্রেমে পড়লি ? এবার ছেলে না মেয়ে ।
মেয়ে দোস্ত ।
কি করে ?
হাউসওয়াইফ ।
হাউসওয়াইফ ! মানে । পরকীয়া করিস নাকি ?
আমার দুঃসম্পর্কের ভাবী হয় । আমার চেয়ে দুই বছরের বড় ।
তুইতো লুইচ একটা । এ জীবনে আর ভাল হইলি না ।
দোস্ত এবার আমি সিরিয়াস । ওনাকে ছাড়া আমি বাচব না ।
শোন , এইসব অসুস্থ চিন্তা বাদ দে ।
দেখ দোস্ত , রবীন্দ্রনাথ কিন্তু তার ভাবীর প্রেমে পড়ছিল । আর আমি আমার ভাবীর প্রেমে পড়লেই দোষ ।
তো আমাদের রবি ঠাকুর আপনি আপনার ভাবীর হাত টাত ধরেছেন ?
হ্যা ।
আর কিছু করেন নাই তো ।
না ।
ভাল । কিন্তু তরে তো আবার বিশ্বাস নাই ।………………………………………(রাতভর আরো অনেক কথা)
আমার ফ্রেন্ডের এই প্রেমটাও বেশিদিন চলেনি । পরের ছুটিতে সে ভাবীর হাত ধরে গল্প করার সময় হাতে নাতে ধরা পড়ে এবং ঐ বাড়ির দরজা ওর জন্য চিরতরে বন্ধ হয়ে যায় । ওর প্রেম চলে যায় এবং সেই সাথে মধূসুদন নামটা পরিবর্তন হয়ে নাম হয় রবীন্দ্রনাথ ।
যখন ওর নাম নজরুল হলঃ
আমাদের এক হিন্দু স্যার ছিলেন । তার মেয়ে ছিল আমাদের সমবয়সী । কলেজের কোন এক ফাংশনে স্যারের মেয়েকে দেখে আবারো পাগল হল আমার সেই ফ্রেন্ড । দুর্ভাগ্যক্রমে টুয়েলভেও সে আমার রুমমেট । বরাবরের মতই রাতে ঘুমাতে
যাবার সময় বলল দোস্ত আমি শেষ ।
ক্যান দোস্ত ?
অমুক স্যারের মেয়েটাকে খুব ভাল লাগছে ।
তার মানে আবার প্রেমে পড়ছস ।
হ্যা দোস্ত , এবার আমি সত্যি সত্যি খুব সিরিয়াস । ওর জন্য আমি সব করতে রাজি আছি ।
ভন্ডামি ছাড় । ওরা যে হিন্দু এইটা জানস ।
জানবো না ক্যান । তাতে কি হইছে । আমাদের কাজী নজরুল ইসলাম কি হিন্দু মেয়ে বিয়ে করে নাই ?
আচ্ছা তুই ঐ মেয়েকে বিয়ে করিস ।…………………………………………………………..(রাতভর আরো অনেক কথা )
স্যারকে পাম দিয়ে স্যারের বাসার নাম্বার পেয়েছিল সে । এবং আশ্চর্যজনকভাবে মেয়েটার সাথে ফ্রেন্ডশীপো করেছিল কিছুদিনের মধ্যেই । কিন্তু সেই সময়ই স্যার বদলি হয়ে চলে যান এবং সম্ভবত মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে ফেলেন ।
এরপর যতবারই আমার ফ্রেন্ড কল দিত , ওপাশ থেকে শোনা যেত সংযোগ দেয়া সম্ভব নয় । এভাবেই তার এই প্রেমটারো ইতি ঘটে । শুধু ওর রবীন্দ্রনাথ নামটা চেঞ্জ হয়ে নতুন নাম হয় কাজী নজরুল ।
🙂
:bash: :bash: :bash: =)) =)) =)) :bash: :bash: :bash:
ভাব ও ভাষার অভাব
তুমি পাবনার??????
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =)) :khekz: :khekz:
=)) =)) =)) =))
এই প্রশ্নটা আজকের দিনের সেরা প্রশ্নের নমিনেশনের জন্য দাবী জানাই 😀
:gulli2: :goragori: :khekz:
আপনার সাথে আমিও একমত ।
আমি কি পাবনার ? 🙁
না তুই পিসিসি 😀
=)) =)) =)) =)) =)) =))
তুমি পাবনার?????? ~x(
জাতি ইতোমধ্যে এই প্রশ্নের উত্তর জানে,আব্দুল্লাহ ভাই 🙂
ঝাতি আজ বিভ্রান্ত !
ভাইরে এইটা কি দিলি দোস্ত দারুণ অসাধারণ =)) :pira: :khekz:
তোর গল্প গুলা দারুণ আরো কয়েকটা লেখ তাইলে একটা ইবুক বের কইরা বেচুম :khekz: :goragori:
=)) =)) =)) =)) =)) =)) =))
ব্যাপক পোস্ট! =)) =))
তোমার রুমমেট দেখি বিশ্বপ্রেমিক। সময়ের সাথে সাথে তার ভালোবাসার আন্দাজও বদলায়। 😛 😛
এইটা কিন্তু কাল্পনিক রুমমেট । আমার আসল রুমমেটো প্রেমিক (জনৈক ম্যাডামের প্রতি) ছিল তবে তার
কাহিনী লিখলে আমারে :gulli2: :gulli: :chup:
aloa 😀 😀
প্রেমিক রুমমেটের কাহিনী শুনতে মঞ্চায়-তবে আমি তো জানি পিসিসির নাকি ম্যাডামদের প্রতি কুনো আগ্রহ নাই যত আগ্রহ খালি...... :-B
=)) =)) :))
=)) :clap: =)) :clap: =)) :clap:
:)) :)) =)) =)) :goragori: :goragori: :pira: :pira:
আবার জিগস ।
ভাইয়ারা ............আমি কিন্তু খাসা পিসিসিয়ান ।
:chup: :duel:
খাসা মানে কি.... :-/ :-B .
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz:
উত্তরটা রাতে দেব । 😛
ক্যান রাতে কি তোমাার সাথে তোমার রুমমেটের দেখা হবে?? ;;; ;;; ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাইয়া পিসিসির এটিচুড তো রাতেই প্রকাশ পায় ।
আইহাই এই পোলা দেখি এক্কেরে ড্যাম কেয়ার-ওই শোভোইন্না,একটু রইয়া সইয়া বাপ! 😡
ভাইয়া যখন বলছেন তাইলে আমি নিশ্চুপ । একেবার রাইখা ঢাইকা বলব ।
ওরে এত অবিডিয়েন্সি তো আবার সন্দেহজনক রে 😛
খাসী -> খাসা
=)) =)) =))
এই লেখাটা বিয়াপুক ভাল্লাগছে। একটা গান মনে পড়লোঃ
"পুলা তো নয় একটা আগুনেরই গুলা"
মমতাজ রক্করে।
ভালোই বানিয়েছ গল্প। পড়েই মনে হচ্ছিল সত্য নয়
ধন্যবাদ ভাইয়া ।
গল্পেই কলেজ এর পরিচয়................................................
ব্যাপক শোভন চালায় যা। =)) =)) =)) =)) =)) =)) =)) =))
মেহরানের কমেন্টের পরথম অংশটারেও সপ্তাহের সেরা মন্তব্যের নমিনেশন দেওইয়া যাইতে পারে :-B
এক্কেরে থ্রি-ইন-ওয়ান? বিয়াপোক আনন্দ পাইলাম। =)) =)) =)) :khekz: :khekz: :khekz: এক্কেরে গুল্লি লিখা। :gulli2: :gulli2: :gulli2: হাসতে হাসতে :just: :pira: =)) =))
যত হাসি তত কান্না
বলে গেছেন রামসন্না ।
=)) =)) =)) =))
তবে বেশি বেশি হাসুন । হাসলে আয়ু বাড়ে ।
হায়রে :chup: ণিসিসি :thumbdown:
তাহলে ঘটনা সত্যি ~x(
কোন ঘটনা ভাইয়া । একটু খোলাসা করলে ভাল হয় ।
**পিসিসি
=)) ভাল ছিল ।
এই পোষ্টে কলেজ ট্যাগ করার কোন প্রয়োজনই ছিল না... :-B ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz:
সবাই অসম্প্রদায়িক শুধু জুনায়েদ ভাই ছাড়া ।
সরি ,সবাই সাম্প্রদায়িক শুধু জুনায়েদ ভাই ছাড়া ।
ভাইয়ার দাবী মন্দ না ।
বৃক্ষ তোর নাম কি , ফলে পরিচয় ।
কোথায় কমেন্ট করতে চাইলাম আর কোথায় কমেন্ট হইল । এইটা মাসরুফ ভাইয়ের দাবীর
উত্তরে লিখেছি ।
মধূসুদন পিসিসির কোন ব্যাচ ...
ঝাতি ঝানতে ছায় ... :-B
ঝাতিকে বলে দিন 'পিসিসির সব ব্যাচেই মধূসুদন আছে' ।
=)) =)) =))
শোভন,তুই আসলেই একটা মাল =)) =)) =)) =))
কি মাল ভাই । কাচা মাল না সরেস মাল ।
তুমি এক্টা জিনিসরে ভাই!
কিন্তু তুমি ক্যাডারে ভাই :-/
কচুপাতা খান মুখ থেইকা এইবার তো সরাইবেন/বা/বি :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি একটা জিনিস । কি জিনিস ভাই ?
কচুপাতা ভাই তো আমার কলেজের । ক্যান যে কচুপাতা দিয়া মুখ ঢেকে
রাখছেন ।এইবার পাতা সরান ।