সিসিবিতে আনাগনা বহুদিনের। দেড় বছরের মত তো হবেই। করছি করবো করতে করতে আর সদস্য হওয়া হয় নাই। ব্যক্তিগত কিছু সমস্যাও ছিলো। এর মাঝে কতো কিছুই ঘটে গিয়েছে, ২৫ ফেব্রুয়ারী আর আরো কতো কতো কিছু। ঘটে গিয়েছে আমার জীবনেও অনেক কিছু। কিন্তু সব কিছুর মাঝেও সিসিবি ছিলো আমার এক পরম আশ্রয়। সদস্য না হয়েও সকল হাসি আনন্দ আর কষ্টের সময় গুলোতে অনুভব করেছি একাত্মতা। কখনো না দেখে কখনো কথা না বলেও অনেক অনেক আপন হয়ে গিয়েছে এখানের সকল মানুষ, বড় ছোটো সবাই। কারো প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছে মাথা, কাউকে নিয়ে হয়েছে গর্ব, কারো কাছে পেয়েছি অনাবিল আনন্দ। গর্ব হয়েছে ভাগ্যবান মনে হয়েছে নিজেকে ক্যাডেট হতে পেরে। জীবনের যেই মোড়ে আজ দাঁড়িয়ে আমি সেইখানে থেকে নিশ্চিত ভাবেই বলতে পারি আমার জীবনের সবচাইতে বড় অর্জন ওইটিই। লেখক নই তাই এতো ভালো ভালো লেখার মাঝে নিজের কিছু লিখার সাহস করি নাই প্রথমে। পরে ভাবলাম, কি আছে জীবনে, দিয়েই দেই। আমার অনুভুতিটুকু জানানো দিয়ে হচছে কথা। লেখার মান নাহয় খারাপই হল। আর বাকি সবার মত আমাকেও আপন করে নিয়ে ওইটুকু মাফ করে দিবে সবাই।
বাংলা লেখার অভ্যাস না থাকায় খুব বেশি কিছু লেখা হবে না। কিন্তু ছোট্ট এই লেখা শেষ করার আগে সিসিবির মাঝে চেনা দুইজনের কথা না বললেই না। আজ যেখানে দাঁড়ানো আমি সেই জায়গায় থেকে প্রতিটি পদক্ষেপ আমার জন্য আজ সংগ্রাম। কিন্তু যখনই এই দুইজন মানুষকে দেখেছি, তাদের কথা পড়েছি, অবাক হয়েছি, কিভাবে পারে মানুষ এই রকম সাহস বুকে নিয়ে এই প্রতিকূলতার মুখোমুখি হতে? কিভাবে পারে এইভাবে সংগ্রাম করতে? কিভাবে পারে এতো কিছুর পরও জীবনটাকে এইভাবে নিতে? তাদেরকে দেখেছি আর তাদের থেকে বেচে থাকার আর লড়ে যাওয়ার সাহস নিয়েছি। সেই দুইজনের একজন এখানের সবার আদরের সামিয়া আপু আর আরেকজন প্রেরণা ভাবী। এই দুইজন মানুষ না জেনেই আমার জন্য হয়ে গিয়েছে প্রতিকূলতার বিপক্ষে লড়ে যাওয়ার এক অফুরন্ত সাহসের উৎস। তাদের দুইজনের প্রতি আমার :salute: । আর সেই সাথে কৃতজ্ঞতা সিসিবির সকলের প্রতি।
আমিই প্রথম।
স্বাগতম ভাইয়া!! 🙂
ধন্যবাদ নাঈয়াদ। ভালো আছো আশা করি 🙂 ।
- হুম, সেটাই। আমরা ত আমরা আমরাই।
শুভ ব্লগিং।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ধন্যবাদ বস। 😛
শুভ ব্লগিং শোয়েব ...
ধন্যবাদ মইনুল ভাই 🙂 । আমি ব্লগিং কম পড়া বেশি দলের লোক, খুব বেশি কিছু আসবে না আমার কাছ থেকে 😛 ।
ব্লগে সাগতম।
ধন্যবাদ ভাইয়া।
শোয়েব,
স্বাগতম।বিসমিল্লাহ বলে ১০ টা :frontroll: দিয়ে দাও।এতদিন যখন সদস্য না হয়ে পড়েছ তখন ই দেখার কথা নিয়মটা।তাই দেরী না করে ......
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিয়ে দিলাম ভাইয়া 😀 । যদিও ডাক্তারের নিষেধ আছে কিন্তু বড় ভাইয়ের আদেশ অমান্য করি কিভাবে? O:-)
ডাক্তারের চাইতে সিনিয়র বড় 😀
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
:salute: :hatsoff:
পিন্টু মিয়া ভালা আছোনি? :grr:
ইয়ে ভাই.........টার্ম ফাইনাল চলতেছে......বিদ্যাজনিত বাঁশের উপর আছি... :(( :(( ......বাকি সব ভালা , 🙂 দোয়া কইরেন :boss:
শোয়েব, স্বাগতম। 🙂
🙂 ধন্যবাদ দোস্ত।
স্বাগতম শোয়েব।
লিখতে থাক মন খুলে, না পারলে অন্তত কমেন্টাইও মন খুলে। 😀
বড় ভাইয়ের আদেশ বলে কথা। আমাকে আপনার ২য় আদেশটাই অনুসরন করতেই বেশি দেখা যাবে বলে আশঙ্কা করতেছি 😛 ।
স্বাগতম ভাইয়া।। :hug: :hug: :hug: :hug:
ধন্যবাদ আদীব 🙂 ।
স্বাগতম ভাইয়া...নিজের নাম দেখে বিশাল লজ্জা পাইছি :shy: :shy: শুভ ব্লগিং 🙂
আপু তোমাকে লজ্জা দিব এতো বড় সাহস আমার নাই। তোমার সাথে কথা হয় নাই কখনো কিন্তু সবসময় তোমাকে শ্রদ্ধা করেছি আর অবাক হয়ে ভেবেছি এই বয়সে কিভাবে এইভাবে সব কিছু সামলিয়ে চলছ তুমি, কিভাবে মোকাবিলা করছ। তুমি আমার ছোট না হলে তোমার পায়ের ধূলা নিতাম 😛 ।
সমস্যা নাই। এখনও নিতে পারেন।
শুনছি সামিয়া অনেক উদার মনের। কেউ কিছু চাইলে না করতে পারেনা।
শুভ ব্লগিং
সাতেও নাই, পাঁচেও নাই
ব্লগে স্বাগতম শোয়েব ভাই :hug: :hatsoff: কলেজমেট দেখলে মনটা ভইরা যায় 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ আশহাব। আমরা কলেজ থেকে চলে আসার পর তোমরা এসেছো। তুমি তো দেখি আমার হাউসের, আসো আসো কোলাকুলি করি :hug:
স্বাগতম :hatsoff:
ব্লগে স্বাগতম শোয়েব ভাই। আপনারা কলেজ থেকে যাওয়ার আগের দিন সারারাত ১১৫ নাম্বার রুমে বিরাট আড্ডা হয়েছিল আপনার সাথে । ঐ দিন গুলা খুব মিস্করি।
আর হাউস প্রিফেক্ট থাকাকালীন সময়ে আপনি বেশি পানিশমেন্ট দেন নাই সেই জন্য :just: থ্যান্কু।
😀 😀 :tuski: (সম্পাদিত)
চামে চামে হাউস পিরিফেক্টরে তেলায় গেলি-ভাল হইয়া যা...(এইটা জুনিয়র রাজীরে কইলাম,ভাইজান যুদি ১৯৯৭ ব্যাচের সিনিয়র কেউ হন তাইলে আপনের জন্য প্রযোজ্য না)
তোমাদেরকে আর সেইদিনগুলো আমিও মিস করি 🙁 । আর তোমরা তো ছিলা আন্ডা বাচ্চা তখন, বেশি আর কি পাঙ্গাবো? তয় মাসরুফ মিয়া ঠিকি ধরসে, তেল মারা খাসলত এখনো রইসে দেখি তোমার :)) ।
মাসরুফ (নাকি জামাই?) চিন্তা নাই তোমার জুনিয়র পোলাটা। তোমাগো ব্যাচের আমার কলেজের পোলাপান, বিশেষ করে আমার হাউসের গুলার কাছে আমার কথা শুনতেও পারো, ওগো কাছে দারুণ (অ)জনপ্রিয় ছিলাম কিনা :grr: ।
আপনেও এই জা** নাম শিখা ফেলছেন ভাইয়া!! 😮 😮 😮
ওই মিয়া লেখা না পইড়াই কমেনট্ করস নাকি? পরথম লাইনেই তো বলসি দেড় বছর ধইরা আনাগোনা আমার এইখানে। জামাই নাম না খালি, ওইটার পুরা ইতিহাস জানা আছে আমার :grr: ।
😮 😮 কন কি 😮 😮
শোয়েব ভাই,প্রিফেক্টশীপ কখনও কখনও কিছু কিছু সহজ-সরল প্রজাতির ভাল মানুষকে জোরপূর্বক বিশেষভাবে জনপ্রিয় করে তোলে। ব্যাপার না। 🙁
আমার গাইডের গাইডকে এখানে দেখে ভাল লাগল। ব্লগে স্বাগতম।
ধন্যবাদ শরিফ। তোমার এখনের ছবি দেখে কে বলবে তুমি সেই পিচচি চিকনা পোলা 😛 । ভালো লাগলো তোমাকে দেখে আর তোমার কথা পরে 🙂 ।
শোয়েব ভাই, ব্লগে স্বাগতম। নেন চা খান ... :teacup: :teacup: :teacup:
আরে মাঈনুল দেখি, ছবি দেখে তো তোমারে চেনাই যায় না। ধন্যবাদ চায়ের জন্য 🙂 ।
শোয়েব ভাই,
আছেন কোথায় এখন? মানে জব কোথায় করছেন আর কি। আমারে চেনা যায় না কেন? ~x(
আছি একটা সফটওয়্যার কোম্পানীতে। আরে নিজের ক্যাডেট টাইমের ছবি দেখো তাইলেই বুঝবা কেন চেনা যায় না 😛 ।
হ্যাপী ব্লগিং ভাইয়া 😀
এখন এই লেখালেখি টা চালিয়ে যান,কি আছে জীবনে? 😛
ধন্যবাদ আপু 🙂 ।
:clap: :clap:
Life is Mad.
শোয়েব ভাই, ব্লগে স্বাগতম। নেন চা খান …
শুভ ব্লগিং। ভালো থেক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শুভ ব্লগিং ভাইয়া...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শোয়েব ভাইইইই্,
যাক শেষ পর্যন্ত রানের খাতা খুললেন। শুভ ব্লগিং ভাইয়া।
অফটপিকঃ সেমিস্টার সিস্টেমে যাইয়েন না কিন্তু। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওই মিয়া আমারে অন্য কেউ মনে করস নাকি? সদস্য হইলামি সেদিন, শেষ পর্যন্ত রানের খাতা খুললাম মানে কি 😕 ?
তয় ধন্যবাদ উইশের জন্য 🙂 ।
শোয়েব ভাই, ব্লগে স্বাগতম।
শুভ ব্লগিং শোয়েব ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
দোস্ত, শুভ লেখালেখি... :hug:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ দোস্ত 🙂 ।
সায়েদ ভাই, নাজমুল, ওয়াহিদা আপা, আকাশ, মেহেদি, রাশেদ অনেক অনেক ধন্যবাদ 🙂 ।
শুভ ব্লগিং শোয়েব ভাই 🙂
বোলগিং ছালায়া যান.. :tuski:
তুহিন বন্য ধন্যবাদ। 🙂
শোয়েব ভাই ভাল অাছেন .
নিজের কলেজের মানুষ দেখলেই ভাল লাগে. অাপনাকে স্বাগতম :boss: :boss: (সম্পাদিত)
(সম্পাদিত)