আবার জুতা: এবার পি চিদাম্বরাম

thumbcms
আবার জুতা। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে কে। ঘটনা আজকের। এক সংবাদ সম্মেলনে এক শিখ সাংবাদিক এক প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হলে জুতা ছুড়ে মারেন চিদাম্বরমকে।
হিন্দি ভাষার দৈনিক জাগরনের সাংবাদিক জার্নাইল সিং কাজ করেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধির হত্যার পর শিখ বিরোধী দাঙ্গা নিয়ে একটা প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক। অন্যতম কংগ্রেস নেতা জগদিস টেইলরকে এজন্য অন্যতম হোতা বলা হলেও সিবিআই তার বিরুদ্ধে অভিযোগ আনেনি। সিবিআইর ভুমিকা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন না এবং সিবিআই রিপোর্ট দিয়েছিল আদালতে। সুতরাং রিপোর্টটি গ্রহন বা বর্জন আদালতের বিষয়।
এই উত্তরে সন্তুষ্ট না হয়ে বার বার প্রশ্ন করতে থাকলে চিদাম্বরম বলেন যে, ‌আপনি এই ফোরামকে ব্যবহার করছেন’। তখনই পায়ের জুতা ছুড়ে মারেন সাংবাদিকটি। তবে জুতা মন্ত্রীর গায়ে লাগেনি, মাথা সরিয়ে নেন। আর মন্ত্রী সাংবাদিকটিকে বাইরে নিয়ে যেতে বলেন।

জুতা মারার এটা তৃতীয় ঘটনা। বুশ, চীনের প্রধান মন্ত্রী এবং আজ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কে?

সাংবাদিকতা করি। কবে যে আদেশ জারী হবে যে, জুতা পরে সংবাদ সম্মেলনে যাওয়া যাবে না। /:) আদেশের অপেক্ষায় আছি।

সংবাদটি পাবেন এখানে
http://timesofindia.indiatimes.com/Now-journalist-hurls-shoe-at-Chidambaram/articleshow/4369381.cms

আর জুতা মারার ভিডিওটা এখানে.
http://timesofindia.indiatimes.com/videoshow/4369344.cms

১,৪০৮ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “আবার জুতা: এবার পি চিদাম্বরাম”

  1. তারেক (৯৪ - ০০)

    ব্যাপারটা ভাল না মন্দ হলো বুঝছি না। বুশের খবরে খুশি হয়েছিলাম, কিন্তু এর পুনরাবৃত্তি ব্যাপারটাকে হাল্কা করে দেবে বলে ধারণা। এবং সাংবাদিকরা খানিকটা ব্যাকফুটে চলে যাবেন অবশ্যই।


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    মাম্ফু এই পোস্টেও এসে খাপো খাপো না করে আবার...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    বুশকে জুতা মারা সাংবাদিক মুক্তাদা আল জায়িদির সাজা আপীলের পরে ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করা হয়েছে। বিস্তারিত


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    আগে এক সময় এই কাজে ডিমের খুব কদর ছিল শুনছি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ডিমের জায়গা দখল করে নিয়েছে জুতা। এ প্রজন্মের কাছে জুতা নিক্ষেপ বেশ আকর্ষনীয় হয়ে উঠেছে। বুশ সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আজ ডিমের বাজার পুরোপুবি জুতার দখলে।

    জবাব দিন
  5. এহসান (৮৯-৯৫)
    সাংবাদিকতা করি। কবে যে আদেশ জারী হবে যে, জুতা পরে সংবাদ সম্মেলনে যাওয়া যাবে না। /:) আদেশের অপেক্ষায় আছি।

    বৃহস্পতিবার মধ্যপ্রদেশের এক জনসভায় দলের এক আঞ্চলিক নেতা আদভানির দিকে খড়ম ছুড়ে মারেন। গত সপ্তাহে গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর জনসভায় জুতা উড়ে আসার ভয়ে বক্তৃতামঞ্চকে ঘিরে তোলা হয় লোহারজালের সুউচ্চ প্রাচীর।

    রাজনীতিকরা দলীয় কর্মী-সমর্থকদের জুতা খুলে বৈঠকে ঢোকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পুলিশকে সভা-সমাবেশে চোখ-কান খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নজরদারিতে বাদ পড়ছেন না সংবাদ সম্মেলনে অংশ নিতে আসা সাংবাদিকরাও।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।