একটা ভদ্রলোকের গল্প বলার চেষ্টা

ক্যাডেট কলেজ ব্লগে আমারে টাইনা এনেছে লাভলু ভাই। বলছে যে এখানে আমি শান্তি পাবো, স্বস্তি পাবো, মজাও পাবো। এখানে বেশিরভাগই জুনিয়র ছেলে-মেয়ে। কিন্তু প্রত্যেকেই অসাধারণ এক একেকটা ছেলে মেয়ে।
আর তাই লোভে পইরা আমিও চইলা আসলাম। তবে প্রথম পোস্টেই নীল ছবি জাতীয় কিছু লেখার পরা মনে হইলো কাজটা মনে হয় ঠিক হইলো না।
শুক্রবার ছিল আমার ছুটির দিন। নেটের সামনে বসা হয় নাই। কিন্তু ফোন পাইলাম কামরুলের। বললো পোস্টে অনেক মন্তব্য পড়ছে অথচ লেখকই নাই। শনিবার অফিসে আইসা তো আমি আবার মুগ্ধ, টাসকিত।
তয় এইবার ঠিক করছি সিনিয়র হিসেবে নীল বা লাল ছবি জাতীয় আর কিছু লিখবো না। ভদ্রলোক হইয়া থাকুম।
তাইলে এবার একটা ভদ্র লোকের গল্প বলি। আমি নিশ্চিত লাভলু ভাই পাশে থাকলে বইলা ফেলতো, তুমি মিয়া লিখবা ভদ্রলোকের গল্প। শুরু করলেও পরে ঠিকই অন্য লাইনে চইলা যাইবা। তোমারে আমি চিনি না?
মোটেই না। আমি তো এই খানে সিনিয়র। তাই খুব সাবধান। মোটেই খারাপ গল্প বলবো না।
গল্পটাই শুরু করি।
একলোক বিয়া করছে। বিয়া কইরা বউরে নিয়া আসছে বাসায়। রাত বাড়লো। শুরু হইলো বাসর রাইত।
যাদের চোখ চক চক কইরা উঠছে তাগো কই, এইডা কিন্তু ভদ্র লোকের গল্প। এখানে লাইনমতোই থাকবো গল্প। অন্য কিছু ভাবার কোনো কারণ নাই।
গল্পটা শেষ করি তাইলে। বাসর রাতে নতুন বউ বসে আছে। জামাই গেলো রুমে। দরজা বন্ধ করলো সবার আগে। পাড়ড়িটা খুললো। তারপর আগাইয়া গেলো নতুন বউয়ের দিকে।
লাভলু ভাই পাশে থাকলে আমারে এইখানে থামাইয়া দিয়া কইতো, শওকত মাসুম, আর আগাইও না। এইবার থামো। তোমারে আমি চিনি। তুমি এইবার অন্য লাইনে যাইবা। এইখানে কিন্তু অনেক পোলাপাইন।
-আরে না, লাভলু ভাই। এইটা তো ভাল গল্প, ভদ্র লোকের গল্প। শোনেন আগে।
তারপর সে গেলো বউয়ের কাছে। ঘোমটা খুইলা বউরে একটু দেখলো। বউরের হাতটাও ধরলো। তারপর……..
কারো কি মনে হইতাছে এবার আমার থামা দরকার। গল্প অন্যদিকে চইলা যাইতাছে?
চিন্তার কোনো কারণ নাই। এইটা ভদ্রলোকের গল্প। সবটা শোনেন সবাই আগে।
তারপর সেই লোক বউরে নিয়া গেলো বাথরুমে। ……
-আরে ধুর চিন্তা কইরেন না। অন্য কিছু না। কইছি না এইডা ভদ্রলোকের গল্প। তারপর তারা বাথরুমে যাইয়া ওজু করলো। তারপর দুইজনে পড়লো দুই রাকাত নফল নামাজ। বিয়া করতে পাইরা দুইজনেই মহাখুশী তো তাই।
তারপর আবার তারা গেলো বিছানায়। জামাই কইলো শাড়িটা খুইলা রাখতে, তা না হইলে দামি শাড়িটা নষ্ট হইয়া যাইতে পারে।
-আরে ধুর শাড়ি খুলছে তো কি হইছে। বলছি না এইডা ভদ্রলোকের গল্প।
-তারপর?
-তারপর আর কি? সারাদিন বিয়ার ধকল। দুইজনেই টায়ার্ড। ঘুমাইয়া পড়লো।

পাশে লাভলু ভাই থাকলে ধমক দিয়া কইতো, ধুর মিয়া এইডা কোনো গল্প হইলো? কিছুই তো নাই।

তাইলে শোনেন সবাই। ভদ্র লোকের গল্প এইরকমই হয়। 😀 😀

৭০ টি মন্তব্য : “একটা ভদ্রলোকের গল্প বলার চেষ্টা”

  1. শওকত ভাই, লেখাটা পড়তে পড়তে একবারও অন্য কিছু ভাবি নাই... 😉 :-B

    আমরা সবাই এখানে অতিশয় ভদ্র... O:-) বিশ্বাস না হলে লাভলু ভাইরে জিগান... ;;)
    তয় নিয়মিত লেখা যদি না দেন... :grr:

    জবাব দিন
  2. তৌফিক

    ক্ষুধা তৃষ্ণা অগ্রাহ্য করে প্রাণপণে লিখিয়া যাইতেছিলাম একখানা রিপোর্ট, এই রিপোর্ট শেষ না করিয়া আমার ক্ষমা নাই- এই রুপ চিন্তা করিয়াই দাঁতে দাঁত চাপিয়া কি বোর্ড টিপিয়া যাইতেছিলাম। সিসিবির কথা স্মরণে আসিতেই উর্বশীদের নৃত্যে যেইরুপ মুনি ঋষিদের ধ্যান ভংগ হইত, আমারো সেইরুপ পণ ভংগ হইলো। আসিয়া তিন তিনখানা নতুন লেখা দেখিয়া গোগ্রাসে পড়িয়া ফেলিলাম। লগাইবো না, কমেন্টাইবো না - এই দুই প্রতিজ্ঞা করিয়া আসিয়াছিলাম যেন স্বল্পতম সময়ে প্রিয় সিসিবিকে একটিবার দেখিয়া যাইতে পারি। কিন্তু অগ্রজপ্রতিম শওকত ভাই তাহা আর হইতে দিলেন কোথায়? তাহার ভদ্রলোকের গল্পখানি পড়িয়া লগাইতেই হইল।

    এই রুপ ভদ্রলোকের গল্পের জন্য তাহাকে সাধুবাদ। আশা করি সততই তিনি এইরুপ গল্প বলিয়া আমার নিরামিষ জীবনটিতে রুপ রসের সঞ্চার করিবেন।

    জবাব দিন
  3. শওকত ভাই, এই চরম ভদ্রগল্পখানা আমরা চরম ভদ্র সিসিবি জুনিরা :salute: সহকারে পড়ে গেলাম, আর আমাদের সিসিংবিধান অনুসারে আপনাকে আবারো :salute:
    লেখা চালু রাইখেন বস্ সিসিবিতে 😀

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    শওকত ভাই পুরা ফাটাইয়া দিছেন =)) =)) =))
    জটিল হইছে বস :)) :)) আপনারে :salute: ইরাম আরো লেখেন :khekz: :khekz:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    হায় হায় এই পুলারে সিসিবিতে আইন্যা হেখি আমি ভদ্রলোক বানাইয়া ফালাইলাম!! 😡 😡 😡

    তাইলে আমারে আপত্তিকর সব এসএমএস কে পাঠাইবো?? :bash: :bash: :bash:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    জুনি সিসিংবিধান অনুসারে প্রথমেই :salute:
    গত দুই দিন ধইরা মনডা খুব খারাপ......ভোম মাইরা বইসা আছি...একবারও হাসছি বইলা মনে হয় না...সি সি বি তে ঢুইক্কা ছবি দেইক্ষা মনডা আরও বিষাইয়া উঠসিলো। কিন্তু সত্যি বস, আপনের লেখা পইরা............দারান দারান আগে উইঠা লই(পইরা গেসি তো :goragori: )
    থ্যাংকু বস, মনডা ভালা কইরা দেয়ার জন্য...নির্মল হাসি হাসলাম অনেক্ষন... :khekz: :khekz: :khekz:
    হাসি অহনো থামে নাই... :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori: :awesome: :awesome: :awesome: :awesome:

    জবাব দিন
  7. আমিও খুব ভদ্রলোক ,তাই ভদ্রলোকের কাহিনী শুন্তেই ভালো লাগে। 😉 😉

    তয় ভাইয়া, প্রথম দিন না হয় দুইজনেই টায়ার্ড তাই ঘুমাইয়া পড়লো। পরের দিন কি হইলো সেই ভদ্র কাহিনীটা কন। 😉 😉

    জবাব দিন
  8. আহ্সান (৮৮-৯৪)

    এক্কেবারে মাসুম ভাই'র মাসুমিয়াত টাইপের লেখা...

    জীবনে কোনদিন বিয়া হইলে বউরে নিয়া শোকরানা নামাজ পরুম, এইডা বহুত আগে প্ল্যান কইরা রাখছিলাম...। নাহ... আর ভদ্রলোক হওয়া হইলোনা...

    জবাব দিন
  9. রহমান (৯২-৯৮)

    শওকত ভাই, সিরাম হইছে :thumbup: ।জটিল মজা পিলাম 😀 । বস্‌, আরো চাই :guitar:

    অবশ্য আমাদের তাইফুরের ভাষায় এই গল্পের নাম হবে "একজন গাবের গল্প বলার চেষ্টা" :-B

    বাই দ্য বাই, তাইফুর মামা কোথায় গেল? সায়েদ, কাইয়ুম তোরা জানিস নাকি?

    জবাব দিন
  10. সায়েদ (১৯৯২-১৯৯৮)
    যাদের চোখ চক চক কইরা উঠছে তাগো কই, এইডা কিন্তু ভদ্র লোকের গল্প। এখানে লাইনমতোই থাকবো গল্প। অন্য কিছু ভাবার কোনো কারণ নাই।

    কত কিছু যে ভাবছিলাম 😀 😀 😀 😀 😛 ।

    দূর্দান্ত লাগছে :clap: :clap: :clap: :clap: ।


    Life is Mad.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।