একটা কবিতা

একটা ছোট্ট কবিতা
তোমায় শোনাবো বলে জেগে আছি অনন্তকাল
আমার সোনার স্বপ্ন,কিংবা তোমার সাজানো বাগান
যেখানেই আকাশ নীল সেখানেই
আমি আর তুমি অনাবিল।

আমার অন্ধকার রাতের একলা রাস্তায়
একা হেটে চলা,কিংবা সোডিয়াম লাইটের আলোয়
টি.এস.সি থেকে পলাশী নীরব চোখে কবিতা আওড়ে
সারারাত পার করে দেয়া।

আমার স্বপ্ন এখানে নীল।
অন্য এক জীবন
আশা কিংবা স্বপ্ন এখানে অর্থহীন
তাই আমিও মলিন স্বপ্ন বুনে
নিশিদিন আকাশ দেখি
কবে আমার শেষ
তাই ভেবে দিন কেটে যায়

৬০২ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “একটা কবিতা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।