৯ম শ্রেনী থেকে আমাদের এডজুট্যান্ট ছিলেন মেজর আলম স্যার। তো স্যার ছিলেন ভীষন কড়া। তার ভয়ে পুরা কলেজ এক ঘাটে পানি খেতো। তাই ১২য়ে উঠার ২ দিন আগে যখন শুনলাম স্যার চলে যাবে তখন আনন্দে কি যে করেছিলাম !! ১২য়ে উঠার কিছুদিন পর প্রিন্সিপাল স্যারও যখন চলে গেলেন, পুরা কলেজ তখন আমাদের নিয়ন্ত্রনে। স্যাররাও আমাদের কিছু বলে না। তাই ক্লাশ ১২এ উঠার পর আমরা নিজেরাই কলেজের রাজা হয়ে গেলাম। এ অবস্থায় আমাদের সকলের মাথায় কিঞ্চিৎ সমস্যা দেখা দিল। এক একজন যা পাগলামি করা শুরু করল তা ভাষায় প্রকাশযোগ্য না। ১২য়ে উঠে কলেজে আমরা যে কি পাগলামি টা করেছি তা ভাবলে এখনো হাসি পায়। সেরকমই পাগলামির একটা গল্প এখন বলব।
১২য়ে উঠে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম হাউজ়ে সময় কাটানোর জন্য বিশেষ কোন ব্যাবস্থা করা দরকার। তাই সবাই মিলে কলেজে DVD Player নিয়ে আসলাম। তারপর আর আমাদের পায় কে? সারাদিন সময় পেলেই কমনরুমে ইচ্ছেমত DVD Player দিয়ে বিভিন্ন সিনেমা ও গান দেখে আমাদের সময় কেটে যাচ্ছিল। অসুবিধা হচ্ছিল বেচারা জুনিয়র গুলোর। আমাদের বিভিন্ন কুকর্মের গার্ড থাকতে সারাদিন তাদের ব্যাস্ত থাকতে হোত। এবার আসল কথায় আসি।
একদিন কমনরুমে DVD Player এ অ্যামেরিকান পাই ৫ দেখছিলাম। ওই সিনেমায় নেকেড মাইল নামক একটা বিশেষ দৃশ্য আছে। যেখানে সকলে উলংগ হয়ে মাইল টেস্ট দেয়। তাই দেখে একজন প্রস্তাব রাখল আমাদেরও নেকেড মাইল দিতে হবে। নেকেড মাইল দেখার পর আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমাদেরও কলেজে একটি নেকেড মাইল দিতে হবে। কিন্তু দেখা গেল একেবারে নেকেড হয়ে দৌড়ানো আমাদের পক্ষে সম্ভব না। তাই ঠিক করলাম আন্ডি মাইল (শুধু মাত্র আন্ডি পরে) দিব। সেসময় অনেকে রাজি হলেও পরে আন্ডি মাইল দেবার জন্য অনেকেই রাজি হলো না। সবশেষে আমরা প্রায় ১৫ জনের মত আন্ডি মাইল দেবার জন্য প্রস্তুত হলাম। গভীর রাতে হাউজের সামনে সকলে মিলিত হলাম। আমদের হাউজের ৩৪ নম্বর রুম থেকে কলেজ ক্যাম্পাস কাছে। তাই ঠিক করলাম ৩৪ নং রুমের সামনে থেকে রেলিং টপকে ক্যাম্পাসের রাস্তায় নেমে এক দৌড়ে রাস্তা ঘুরে আবার হাউজে উঠবো। তাই সকলে ৩৪ নং রুমের সামনে জড়ো হলাম। এ পর্যায়ে সকলেই একটু ইতঃস্তত করতে লাগলাম। কেউ আর দৌড় শুরু করে না। আমাদের মোহাম্মদ এর উৎসাহ আবার একটু বেশি। ওই প্রথমে প্যান্ট খুলে শুধু মাত্র আন্ডি পরে বীরবীক্রমে রেলিং টপকে দৌড় শুরু করল। ওকে দেখা মাত্রই সকলের সকল দ্বিধা দূর হয়ে গেল। এরপর একের পর এক আন্ডি মাইল শুরু করে দিলাম।
কিন্তু রাস্তায় উঠার পরই কলেজের সকল কুকুর (কলেজ ডায়নিং হলের খাবার খেয়ে এক একটার যা সাইজ মাশাল্লাহ) মিলে কি মনে করে যেন আমাদের ধাওয়া করা শুরু করল। :(( :(( :(( ধাওয়া খেয়ে আমাদের অবস্থাতো খারাপ। আন্ডি মাইল দূরে থাক তখন জান বাঁচানোর জন্য সকলে হাউজের দিকে জীবন বাজি রেখে দৌড় শুরু করলাম। এ অবস্থায় কুকুরের চিল্লাপাল্লা শুনে গার্ড বাবাজি শুরু করল বাঁশি বাজানো। আমাদের ও অবস্থায় দেখে বেচারা গার্ড এর না জানি কি অবস্থা হয়েছিল। 😛 😛 😛 এরপর এক এক জন দৌড়ের বিশ্ব রেকর্ড গড়ে বহুত কষ্টে হাউজে ফেরত এসেছিলাম। এরপরই সিদ্ধান্ত নিয়ে ফেললাম এ জীবনে আর আন্ডি মাইল না।
সংবিধিবদ্ধ সতর্কীকরন- আন্ডি মাইল দেবার পুর্বে কুকুর সম্পর্কে সতর্ক থাকুন।
😮
এইটা মজার হইছে। 🙂
😀 😀 😀 থ্যাংকু
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাল লাগল গল্পটা।
দৌড়াতে গিয়া কেউ পিরা যায় নাই তো ? খিয়াল রাখছিলা ?
দৌড়াইতে গিয়া হয়তো পিরা গেছিলো, মাগার কুত্তা গুলায় যদি জায়গা মতন কামড়ায়া ধরতো, তাইলে যে দুই এক পিস পিরা যাইতো এই ব্যাপারে কুনু ডাউট নাই =))
সংসারে প্রবল বৈরাগ্য!
* মিরা যাইতো হবে :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কুত্তা কামড়াইলে কিচ্ছু করার ছিল না... 🙁
কারন কবি বলে গেছেন,
কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে *নে,
তাই বলে কুকুরের 'টা'য়-ও কামড়ানোর ইচ্ছা আসা উচিৎ না মনে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিরে জুনা!
কথা সাহিত্যিক, বহু ভাষাবিদ, সেইরকম কমেন্টবাজ এর পর আবার কবি!!! তুই বস্ :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই বইলা বেশি বেশি কইবেন-এইডা ঠিক না... O:-)
তয় তাইফুর ভাইয়ের মতন 'প্রশংসা করার ভাষাজনিত' কোন প্রিব্লেম আপনার হয় নাই দেখে আমি খুশি... :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওই জুনা তোর মাজার নিচে বালিশ ক্যান ?? 😛
(এক বুড়ির 'বালিশ এবং মাদুর' নিয়া ঘুরার গল্প মনে পইরা গেল।) :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
গল্পটা জানি না...তবুও পার্সোনাল এটাক হিসাবেই নিলাম... x-(
তাইফুর ভাই, :duel:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পার্সোনাল এটাক কিরে ব্যাটা x-(
মাদুরে-আদুরে গল্প 😛
বড়ই আদুরে 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, আমারে দেখে বোকা বোকা মনে হয়...এটাও ঠিক যে আমি মাঝে মাঝে বোকার মতন কথা বলি, কাজ করি...কিন্তু তাই বলে আমি কিন্তু বোকা নই-অনেক চালাক... B-) :-B 😀
অফ টপিক- গত দুই দিন কই ছিলেন???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😉
জুনা, ‘প্রশংসা করার ভাষাজনিত’ সাইট'টির জন্য ধণ্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। বাদ দিলাম তোর ধণ্য।
'নিজে যারে কিছু বলে, কিছু সে নয়
লোকে যারে কিছু বলে, কিছু সে হয়।'
অফ টপিক- গত দুই দিন ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:party: :party: :party:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
থাইল্যান্ডে ছিল-পাত্তায়া বীচে।বাকিটা বলা যাবেনা,সেন্সর্ড। 😛
ঠিক কইছি না মামা? 😀
জুনায়েদ ভাই আপনে একটা মাস্টার পিস বস =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কবীর ভাই,সারাদিন পর্তে পর্তে মাথায় জাম ধরি গেছিল এই কমেন্ট পইড়া গলা ছাইড়া হাসলাম =)) =)) =))
:khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাইরে কেউ পিরা গেলে সে ওইখানেই মিরা যাইত 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
=)) =)) =)) সারাদিন দমবন্ধ পড়াশোনার মধ্যে তোদের এই ঘটনা বেরেনডারে ঠান্ডা করল।পিরা গিয়া হাসতেছি,হাসতেই আছি =)) =))
এখন একটু থামেন। 🙂 🙂 🙂
২৮ তারিখের পর আবার পিরা জাইয়েন 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওই মাস্ফু, বেশি পিরা যাইস না। পড় গিয়া।
আচ্ছা, যেই মুভি দেইখা তোমরা ইন্সপায়ার্ড হইছো সেইটা কি "অ্যামেরিকান পাই - ৬" 😉 😉 ?
আন্ডি মাইলের সময়ও জুনিয়রদের গার্ড রাখলে ভালো হইতো না 😀 😛 😀 ?
Life is Mad.
ভাই অ্যামেরিকান পাই - ৬ না। ওইটা অ্যামেরিকান পাই - ৫। 😀 😀 😀
😮 😮 😮
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
@ সায়েদ ভাই
আপনাদের রাজিক ভাই ফিল্ম সোসাইটিতে থাকতে আমেরিকান পাই এর বাংলা ভারসন করছিল। নাম দিছিল চিতই পিঠা
ব্যাপক হিট হইছিল নামটা। ভিস্যুয়াল চোখের সামনে ভাসে তো...
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমিও চিতই পিঠা দেখুম :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কাইন্দা লাভ নাই.........এই ব্লগে চিতই পিঠা কম। সামেহায়ার টোয়ারে দ্যাখ....
এডু আমার কমেন্টটা মোছা যায় কেমনে? একন মনে হচ্ছে অশ্লীল হইয়া গেছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:grr: :grr: জটিলতো!
শুধু চিতই পিঠা, মরিচের আর সরিষার রেসিপিটা নাই 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস একটা রেসিপি লেইখা পারান না :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
এই রেসিপি লিখতে পারি, ছাপানো যাইব না।
ওই রবিন, আবার শুরু করছে মাউসের কাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই, অফিসে এর চেয়ে বেশি করা সম্ভব না। মাউসের জন্যই বিচা (ঃ)) আছি।
তাইলে কি মরতুজা ভাইরে কমু..... 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যাক বিচা মানে হইলো বাঁচা।আমি পরথমে ভাবছিলাম বিচা মানে হইলো ****:(
অফ টপিক-এট্টু হিন্টস দেইঃ*ণ্ডকোষ
🙁 🙁 পিরা গিয়া হাসতেছি,হাসতেই আছি 🙁 🙁
:clap: :clap: 🙁
ওই হালা তুই তো দেখি মুখ বেজার কইরা বইসা আছস হাসস কই?
ক্যাডেট পাই-৫ 😮
এইটার কুনু ভিডিও নাই? 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😛 😛 😛 না ভাই গভীর রাতে ভিডিও করার কোনো যন্ত্র আমাদের ছিল না 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হাসতে হাসতে পিরা গেলাম। :khekz: :khekz: :khekz:
ভাবীসাবরে ধিরা তুলতে বলেন 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাবী নাইরে, বিদেশ বিভূঁই - এ কেউ নাই। 🙁 🙁 🙁
আমার কর্মক্ষেত্রে এক সিনিয়র সেদিন কথা প্রসঙ্গে বললেন ... staff job should be smooth ..... I want to be comfortable in the office ...
আমার উত্তর ছিল ... অফিসে comfortable হইতে চাইলে স্যার নীচে 'আন্ডি' পড়া বাদ দিয়া দেন। smooth staff work ছাড়াই comfortable feel করবেন। এইটাকে বলে 'আন্ডিউ-প্রিভিলিজ' :-B 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz: :gulli2:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:)) হো হো...
মুস্তাকীম, লেখা ভাল হইসে। চালায়া যাও ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
থ্যাংকু ভাই 🙂 🙂 🙂
আপনারে :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ডিজুস জেনারেশনের ক্যাডেটদের ডিজুজ পাগলামী...ভালৈ। শালা আমাদের সময় আমাদের সময় ডিভিডি প্লেয়ার নেয়ার কথা মাথাতেও আসতোনা...আমরা সিডি প্লেয়ার নিতাম আর সুশীল মানুষের মতো চুরি করে খালি গান শুনতাম। 🙁
মুসতাকীম লেখা ভালো হইছে।
থ্যাংকু বস 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ও আরেকটা কথা বলতে ভুইলা গেছিলাম 😀
আপনারা গভীর রাতে কমনরুমে সিডি প্লেয়ার দিয়া যা দেখতেন নাউজুবিল্লাহ 😛 😛 😛
একদিন জানালার ফাকা দিয়া ঊঁকি মাইরা দেখছিলাম মাপ কইরা দেন 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
নাহ। পোলাইপাইন সুশীল থাকতে দিলোনা। তবে ঐটা তো তোদের হাউসে। আমি এই ধরণের আকাম কুকাম কর্তাম না। আমি নামাজ পড়তাম
কতো বড় মিথ্যা কথা 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
😛 দেখার পর কি সাভিতা ভাবীরে খবর দিছিলি নি নাকি মিসেস ক্যাস্পাররে? 😛
x-( x-( x-(
মাস্ফু ভাই আপনার না নেট আউট অফ বাউন্ড? খারান আহসান ভাই আইসা নিক
😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সিনিয়রের নাম বিকৃত করার অপরাধে সাভিতা ভাবীকে তোর জন্য এক মাস আউট অফ বাউন্ড করা হইল :grr: :grr:
রায়, চাপাবাজি করিস না...এক আমি বরিশাল এ বাসা হওয়ায় পলাইয়া যে কত সিডি ভারা আনসি...... 😛 😛 😛 ।
আমাগো একখান গ্রুপ ছিল...নাঙ্গু ৭... 😀 😀 😀
তাহাদের কাহিনী আরেকদিন কমু নে...।
ক্যাসপার ভাল ছিল,চালাইয়া যা,খালি কমেন্ট দিস না... :clap: :clap: :clap:
তারাতারি কাহিনি কন আর কত ডজ দিবেন 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
😛 😛 😛 😛 😛 😛 😛
অইডা এইহানে না... 😕 😕 😕 😕 😕 মাইর খামু হেলে
আইচ্ছা তাইলে পরে একসময় ফেসবুকে মেসেজ হিসাবে পাঠাইয়া দিয়েন :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হ তারপর তুই সেইডারে মডিফাই কইরা ব্লগাকারে...... 😉 😉 😉 😉
এখন মনে হয় না গিয়ে সেই দিন কি ভুলটাই না করেছি।মামা আরও লেখ। :)) :)) :)) :)) :))
=)) হা হা। আসুন আর একবার ট্রাই করি!!!