ম্যাডাম ভাল ……… করে

লেখার প্রথমেই বলে নিচ্ছি ভাইরা আমি সিসিবিতে একেবারে নতুন। মাত্র গত ১৫ জুলাই কলেজ থেকে বের হইছি। সিসিবির মোস্ট জুনিইয়র মেম্বার। আর এটাই আমার প্রথম লেখা। কোনরকম ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। এবার আসল কথায় আসা যাক।

মাত্র ক্লাস নাইন উঠেছি। ক্লাস সেভেন ও এইটে পরাশুনা না করে বাদরামি করার ফলে এইটে বার্ষিক পরীক্ষার পর যখন নিজের নাম মানবিক শাখার একজন যোগ্য সদস্য হিসেবে শুনলাম তখন অবাক হইনি। তো নাইনে উঠার পর অর্থনীতির একজন নতুন শিক্ষক আসল। স্যারের নাম আহিদুন নবী। এক. স্যার নতুন এসেছে, দুই. জানতে পারলাম স্যার নাকি নতুন বিয়ে করেছেন। তাই আমরা ফ্যাকাল্টিরা (মানবিক এর ক্যাডেটরা আমাদের কলেজে “ফ্যাকাল্টি” নামে পরিচিত) পরের ক্লাসে স্যারের কাছে তার নতুন wife সম্পর্কে জানতে চাইলাম। এ কথা সে কথা বলতে বলতে স্যার এক সময় যা বলল তা শুনে তো আমাদের আক্কেলগুরুম অবস্থা। স্যার আমাদের বলল তোমাদের ম্যাডাম ভাল “াক” করে। আমরা তো হতবাক। স্যার এইসব কি বলে? পরে বেপারটা বুঝতে পারলাম। স্যার আসলে “প” কে “ফ” বলে। তাই স্যার আসলে বলতে চেয়েছেন তোমাদের ম্যাডাম ভাল “পাক” করেন। মানে ভাল রান্না করেন। কিন্তু আমরা বুঝেছি ভাল াক করে। ভাইরা বলেন এইটা কার দোষ? আমাদের না স্যারের? 🙁 🙁 🙁

(বিঃ দ্রঃ এই ঘটনাটা আমি ভুলেই গেছিলাম। কিন্তু তানভীর ভাইয়ের “প” নাকি “ফ” গল্পটি পরে মনে পরল। তানভীর ভাইকে থ্যাংকু)

৫,০০৫ বার দেখা হয়েছে

৬৩ টি মন্তব্য : “ম্যাডাম ভাল ……… করে”

  1. তাইফুর (৯২-৯৮)
    ভাইরা বলেন এইটা কার দোষ? আমাদের না স্যারের?

    আমার তো মনে হয় দোষ উনার 'ম্যাডাম'-এর। ম্যাডাম ভাল পাক না করলেই ভ্যাজাল টা হইত না। :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    ঘাবরাইও না, তুমি মোষ্ট জুনিয়ার না, আরও কয়েকটা আছে এখনও এক্স হয় নাই।

    ব্লগে ওয়েল্কাম, ধুমায় লিখার আগে একটা ধুম জায়গায় এডমিশন নিয়া আওয়াজ দাও।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • মুসতাকীম (২০০২-২০০৮)

      থ্যাংস ভাইয়া 🙂 আপনাদের অর্থনীতির টিচারেরও কি উচ্চারণ সমস্যা ছিল? 😕 তারাতারি কাহিনিটা লেইখ্যা ফ্যালান দেখি


      "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।