লেখার প্রথমেই বলে নিচ্ছি ভাইরা আমি সিসিবিতে একেবারে নতুন। মাত্র গত ১৫ জুলাই কলেজ থেকে বের হইছি। সিসিবির মোস্ট জুনিইয়র মেম্বার। আর এটাই আমার প্রথম লেখা। কোনরকম ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। এবার আসল কথায় আসা যাক।
মাত্র ক্লাস নাইন উঠেছি। ক্লাস সেভেন ও এইটে পরাশুনা না করে বাদরামি করার ফলে এইটে বার্ষিক পরীক্ষার পর যখন নিজের নাম মানবিক শাখার একজন যোগ্য সদস্য হিসেবে শুনলাম তখন অবাক হইনি। তো নাইনে উঠার পর অর্থনীতির একজন নতুন শিক্ষক আসল। স্যারের নাম আহিদুন নবী। এক. স্যার নতুন এসেছে, দুই. জানতে পারলাম স্যার নাকি নতুন বিয়ে করেছেন। তাই আমরা ফ্যাকাল্টিরা (মানবিক এর ক্যাডেটরা আমাদের কলেজে “ফ্যাকাল্টি” নামে পরিচিত) পরের ক্লাসে স্যারের কাছে তার নতুন wife সম্পর্কে জানতে চাইলাম। এ কথা সে কথা বলতে বলতে স্যার এক সময় যা বলল তা শুনে তো আমাদের আক্কেলগুরুম অবস্থা। স্যার আমাদের বলল তোমাদের ম্যাডাম ভাল “াক” করে। আমরা তো হতবাক। স্যার এইসব কি বলে? পরে বেপারটা বুঝতে পারলাম। স্যার আসলে “প” কে “ফ” বলে। তাই স্যার আসলে বলতে চেয়েছেন তোমাদের ম্যাডাম ভাল “পাক” করেন। মানে ভাল রান্না করেন। কিন্তু আমরা বুঝেছি ভাল াক করে। ভাইরা বলেন এইটা কার দোষ? আমাদের না স্যারের? 🙁 🙁 🙁
(বিঃ দ্রঃ এই ঘটনাটা আমি ভুলেই গেছিলাম। কিন্তু তানভীর ভাইয়ের “প” নাকি “ফ” গল্পটি পরে মনে পরল। তানভীর ভাইকে থ্যাংকু)
আমার তো মনে হয় দোষ উনার 'ম্যাডাম'-এর। ম্যাডাম ভাল পাক না করলেই ভ্যাজাল টা হইত না। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা, জটিল কইছোস, :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =))
ঘাবরাইও না, তুমি মোষ্ট জুনিয়ার না, আরও কয়েকটা আছে এখনও এক্স হয় নাই।
ব্লগে ওয়েল্কাম, ধুমায় লিখার আগে একটা ধুম জায়গায় এডমিশন নিয়া আওয়াজ দাও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইরে আপনাদের দোয়ায় আর্মিতে chance পাইছি। দোয়া রাইখেন।
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:khekz: :khekz: :khekz: :khekz:
আস বাবা ক্যাস্পার...
এডমিশন টেস্টের পড়া নাই ? সারাদিন ব্লগে কি করো?
তয় লেখা ভালো হইছে। গল্পটা মজার। 😀 😀
ভাই হাটু বাহিনীর সদস্য হইয়া গেছি। আর পরাশুনা কইরা কি হইবো? 😀
আপনারে থ্যাংকু
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুস্তাকীম ভাল হৈতেসে...।। 🙂
ভাইয়া থ্যাংকু 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:gulli2: :gulli2: :gulli2: amar ai pc te engligsh chara ar kisui nai.......so no bangla for next 2 month........what is the news of SSH house?
SSh house bhaloi ace. Tobe boraborer motoi khali 3rd hoi. 🙁 Goto 08 year tana Athletics champion chilo tao amader leading e 3rd hoiche :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
'প' আর 'ফ' এর এইরকম ছুডু একটা গপ্পো আসিতেছে....নেক্সট টুশকিতে 😀 😛 ।
ওয়েলকাম ব্রাদার।
Life is Mad.
দোস্ত সুসংবাদটার লাইগা থ্যাংকুস :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাংকু ভাইয়া। ভাই প্রত্তেকদিন একখান কইরা টুশকি চাই 🙂
আপনারে :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকীম,ব্লগে সাগতম,ধন্নবাদ,ভাল ছিল
থ্যাংকু ভাইয়া
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকীম, ভুল তোমাদেরই...স্যারের wife আসলেই হয়ত...(u never know!!!) 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আর হ্যাঁ, ফড়াশুনায় পাঁকি ডিয়ে সারাদিন ব্লগে ফইর্যা তাকিও না যেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওকে ভাইয়া ;))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
Akash khan .khanxd8792@222gamil.com Khanxd8792@gamil.com" alt="jhkghiu" />
আরে না ভাই, ও এখন বাংলাদেশ হাটু বাহিনীর এক নব সদস্য। Keep rocking Ksaper. তোর মিশন বনানী কেমন হইল? 😀
কি মুরাদ লেখালেখি কর না কেন?
আর গল্পটা জোশ হইছে,জুনায়েদ ভাই ঠিকই কইছে(u never know)
শার্লী ভাই থ্যাংকস 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
গুউড...ভেরি গুউড 😀 ।
ওয়েলকাম এগেন ব্রাদার 😀 😀 ।
Life is Mad.
থ্যাংকু এগেন ভাইয়া
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সায়েদ ভাই ওরে ভাল মত রেজিমেন্টেশন করান 😛
তারেক ভাই ঠিক ই কইছেন।দুইন্না থিকা দ্বীনি শিক্ষা উইঠা গেছে :)) :))
অশ্লীল অশ্লীল। দিন দুইন্যা থিকা আদব লেহাজ সব উডি গেসে 😛
ভাইরা ভুল হইয়া গেছে। 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বরিশালের পুলা দেইক্কা মন্ডা ভালো হয়া গেল।
😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুস্তাকিম গল্পটা ভাল হইছে। পুরান দিনের কথা মনে করিয়ে দেয়ার জন্য তোরে ধন্যবাদ। 🙂
কুয়াকাটার কাহিনিটা লিখে ফেল।
ভাই কুয়াকাটা কই??? 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাইরা আর ১ ঘন্তা পর আমার ielts exam.জারা অনলাইন এ আসেন এই আধমের জন্য দোয়া করবেন।
আগে কইবানা!আমি 7 পাইছিলাম। দোয়া করি এরচেয়ে ভাল কর। @মুসতাকিম এখনও কি আগের মতই আছ নাকি অনেকখানি বদলে গেছ, খুব জানতে ইচ্ছে করে
সাব্বির তুমি তো ভালই গান গাও...কোলোজ আপ এ যাও না কেন???? 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy:
সাব্বির ভাই, কাহিনী কি??
কুনু কাহিনী নাই। আমাদের সময় ছেলেটা খুব ভাল ছিল
হ কইসে... :khekz: :khekz: :khekz: :khekz:
কি কৈবার্চান x-( x-( x-(
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
অই গরম দেখাস কিলা...বি এম এ তে কইলাম অনেক লেদা পুদা রাইখা আইসি...ছির্যা ফালাইব একবার কইয়া দিলে... :grr: :grr: :grr:
মাফ চা মাফ চা...
ভাই ভুল হইয়া গেছে মাফ কইরা দেন 🙁 🙁 🙁
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:)) :)) :)) :)) :))
অহন আমার পিছ পিছ ঘুরবার থাক... B-) B-) B-) B-)
ওকে বস 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
পিসিসি... 😛
😮
ওরে না রে ...না। 😮 😮 😮 😮
কেন না কেন?ঝাতি এগিয়ে জাচ্ছে কাম্রুল ভাই...ব্রোকব্যাক মাউন্টেন দেখেন নাই?
ভাইরে প্রায় আগের মতই আছি 🙂
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওয়েল কাম ব্রো. :hug: মোর নাহান আরো এক বরিশাইল্লা..
আমগো কলেজের অর্থনীতির সব টিচারের ই কি উচ্চারণ সমস্যা ছিল 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
থ্যাংস ভাইয়া 🙂 আপনাদের অর্থনীতির টিচারেরও কি উচ্চারণ সমস্যা ছিল? 😕 তারাতারি কাহিনিটা লেইখ্যা ফ্যালান দেখি
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:)) :))
পুলাপান খ্রাপ হৈআ গ্যাসে :khekz: :khekz: :khekz:
:)) :)) :)) :)) :)) =)) =)) =)) =)) =)) =)) =))