ফটো ব্লগ : মনরোভিয়া
ফটো ব্লগ : মনরোভিয়ার পথে
১. ক্যাম্পের চারধারে তারকাটার বেষ্টনীতে অযত্নে অবহেলায় বেড়ে উঠেছে নীল অপরাজিতা।
২. বাবুই এর জ্ঞাতিভাই এই হলুদ পাখিটা নিজের বাসা নিজেই বুনে ফেলে দারুণ দক্ষতায়।
৩. ক্যাম্পে আমার অফিসের জানালা থেকে এক ফালি লাইবেরিয়া।
৪. ক্যাম্পের বাউন্ডারির বাইরে অপেক্ষারত স্থানীয় বাচ্চারা – ক্যামেরা তাক করতেই থাম্বস আপ। গত ঈদের দিনে তোলা।
৫, ৬, ৭. লম্বা সময় ধরে হয়ে যাওয়া গৃহযুদ্ধের চিহৃ গত কয়েক বছরে সারিয়ে তোলা গেলেও কিছু কিছু এখনও দেখা যায়।
৮. এখানের সমুদ্র বিপদজনক হলে কি হবে……মানুষ তার থোড়াই কেয়ার করে। চলছে ধুম সার্ফিং।
৯. এখানের পাবলিক ট্রান্সপোর্টের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ হলো ইয়েলো ট্যাক্সি ক্যাব (অন্য কোন রঙের ট্যাক্সি নেই) ও মটর সাইকেল। এমন কি আন্তঃজেলা চলাচলও হয় এই ক্যাবেই। এক্স কমব্যাট্যান্টদের একটা বড় অংশ এই ট্যাক্সি ক্যাবগুলোর মালিক এবং চালক। এখানে বাস বলতে যা বুঝায় তা ইদানিং কিছু কিছু রাস্তায় দেখা যাচ্ছে।
১০. জেনেভা কনভেনশনের ৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে তৈরী করা হয়েছে এই মনুমেন্টটি।
১১. আমার ইউনিট অফিসার বিকেলে ফোনে ঘুম ভাঙ্গিয়ে জিজ্ঞেস করল সীবিচে যাব কিনা। গায়ে জামাকাপড় চড়াতে না চড়াতেই শুরু হল বৃষ্টি – মনরোভিয়ার বিখ্যাত বৃষ্টি। মাত্র পনের মিনিটেই পুরো চরাচর ভিজিয়ে দিল। লাইবেরিয়াতে দুটি রিতু – গ্রীষ্ম ও বর্ষা। অফিসিয়ালি নভেম্বরে বর্ষাকাল শেষ হয়ে গেছে। এই ক’দিন ভালোই ছিল। আজ একেবারে মনের সুখে ঝরে গেল। বর্ষার সময়টাতে নিয়ম করে প্রতিদিন বৃষ্টি হয়ে যায়। লাইবেরিয়া প্রকৃতির বিশাল আশির্বাদপুষ্ট দেশ। বন্যা, সাইক্লোন, খরা, ঘূর্ণিঝড়, দাবানল ইত্যাদির বালাই নেই।
১২. অফিসে আমার সবচাইতে প্রিয় জিনিস।
***************
সবাইকে ঈদ উল আযহা’র উষ্ণ শুভেচ্ছা।
:boss: :boss: :boss:
কালকে সকালে গ্রামের বাড়ি যাব ঈদ করতে। তাই আমার তরফ থেকেও সকলকে ঈদ উল আযহা’র উষ্ণ শুভেচ্ছা। :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ঈদ মোবারক ব্রাদার 🙂 ।
Life is Mad.
লাইবেরিয়ায় সংক্ষিপ্ত ভ্রমণ এইমাত্র শেষ করলাম। ধন্যবাদ সায়েদ। ঈদের উষ্ণ শুভেচ্ছা। :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনাকেও ধন্যবাদ সানাউল্লাহ ভাই 🙂 ।
Life is Mad.
ঈদ মোবারক, সবাইকে।
লাইবেরিয়া দেখলাম ছবিতে ছবিতে। সুন্দর এসেছে ছবিগুলো।
আর লাল সবুজ দেখলেই বুকের মাঝে কেমন কেমন জানি করে ওঠে।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
সাতেও নাই, পাঁচেও নাই
:salute:
Life is Mad.
গৃহযুদ্ধের ছিঁটেফোটাগুলো দেখে উৎসাহ পেলাম। এই উৎসাহে বাংলা উইকিপিডিয়ায় একটা নিবন্ধ শুরু করে দিয়েছি:
দ্বিতীয় লাইবেরীয় গৃহযুদ্ধ
ইংরেজি উইকি থেকে অনুবাদ করা।
ছবির সিরিজ চলতে থাকুক। খুব ভালো লাগছে।
আর ঈদের অগ্রিম শুভেচ্ছা।
মুহাম্মদ,
লাইবেরিয়ার গৃহযুদ্ধের উপর এখানে সেখানে ক্লিক করতে করতে এই সাইটটা খুব মনে ধরেছে। তুমি এখানেও দেখতে পার। হয়তো উইকিপিডিয়ার চাইতে আরও বেশি কিছু পাবে এখানে। আমার কাছে অবশ্য ৮০/৮৫ টা স্টিল ফটোগ্রাফ আর প্রায় ১ গীগাবাইটের মতোন ভিডিও ক্লিপ আছে। দেখি ভবিষ্যতে শেয়ার করতে পারি কিনা।
তোমার হাতের অসামান্য অনুবাদের অপেক্ষায় থাকলাম।
ফটোব্লগ ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
Life is Mad.
সাইটটা দেখলাম। হ্যা, ইংরেজি উইকি থেকে বেশী আছে। এখান থেকে বাংলা উইকিতে যোগ করা যাবে।
আপনি কিন্তু ওই ছবিগুলো যোগ করে লাইবেরিয়ার গৃহযুদ্ধ নিয়ে কিছু লেখা দিতে পারেন। আমি আগ্রহ নিয়ে পড়বো। যুদ্ধ নিয়ে একটু আগ্রহ আছে। বাংলা উইকিতে এর আগেও বিশ্বযুদ্ধ, মুক্তিযুদ্ধ আর কয়েকটা গণহত্যা সম্বন্ধে লিখছিলাম।
আমার মনে হয় আমাদের সবারই জানা উচিত। যুদ্ধ সম্পর্কে না জানলে যুদ্ধের কারণ ও ঠেকানোর উপায় জানা যাবে না। আপনার লেখার অপেক্ষায় থাকলাম।
মুহাম্মদ,
অনেক দিন আগে শেখা এই লাইনটা মনে পড়ে গেল।
তোমার কথায় উৎসাহ পাচ্ছি। কিন্তু কথা হলো গিয়ে আমি একটু ফাঁকিবাজি টাইপ 😛 । লাইবেরিয়ার যুদ্ধ নিয়ে লিখতে গেলে প্রচুর ঘাঁটাঘাটি করে তবেই লিখতে হবে। ওটাই তো কষ্ট 😛 😛 । দেখি কি করতে পারি।
Life is Mad.
ডায়লগটা চরম... পছন্দ হইছে।
আপনে দেখতে থাকেন, আমি অপেক্ষা করতে আছি...
আমাদের সবারই প্রিয় জিনিস।
🙂
সাতেও নাই, পাঁচেও নাই
একদম ঠিক বলেছ আপু :hatsoff: ।
Life is Mad.
আপনার সঙ্গে লাইবেরিয়া দেখতে দেখতে এখন আমারো মনে হচ্ছে দেশটা বুঝি আমার অনেক চেনা। ফটোব্লগ চলুক। :thumbup: সিসিবি সমৃদ্ধ্ব হবে কোন সন্দেহ নেই। :thumbup:
শুভ ঈদ। 😀 😀
অনেক অনেক ধন্যবাদ কামরুল।
Life is Mad.
খেলমু না। আমি ফটো ব্লগ দিলেই লোক জন আমারে ফাকি বাজ কয়।
অফ টপিকঃ ভাই, আমারো ছবি তোলার কঠিন শখ আছে। চান্স পাইলেই তুলি। ব্যাপক সুন্দর হইছে ছবি গুলা।
ছবি দিয়ে দাও না.....দেখি।
Life is Mad.
লাইবেরিয়া দেশটা দেখে বড়ই পছন্দ হইসে। জনসংখ্যা কতো ওখানের? আহা আহা কি সবুজ দেশটা আমাদের মতো খালি মানুষগুলা যূদ্ধ করে কি অবস্থা বানায়ে দিসিলো। সায়েদ ছবিগুলো বেশ সুন্দ্র হইসে। বৃষ্টির ছবিটা আরেকটু সুন্দর হলে আরো ভালো লাগত। বৃষ্টি জিনিসটা আমার বড্ড প্রিয় কিনা।
এখানের জনসংখ্যা ৩৮ থেকে ৪০ লক্ষ মাত্র।
ভাইয়া, ছবি তোলায় আমি তো এখনও শিশুতোষ :shy: । বৃষ্টির ছবি আর ভালো হল কই?
Life is Mad.
সায়েদ ভাই, ১০ নম্বর ছবিটা দেখে হাসি চেপে রাখা মুশকিল হয়ে পড়ল- মানবতা যেখানে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, সেখানে জেনেভা কনভেনশনের ৫০ বছর পূর্তির মনুমেন্ট!!! জোক অব দ্যা মিলেনিয়াম!!!
ইউএস, ইউকে...দের বানানো স্ক্রিপ্ট দেখে দেখে কমেডিয়ান ইউএন-এর পারফরমেন্স দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে...এই লাফটার শো কবে শেষ হবে কে জানে???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভালোই বলছ।
Life is Mad.
ধুর্...আসল কথা বলতেই ভুলে গেছি... 🙁
বস, ছবিগুলো বড়ই সৌন্দর্য!!! :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থ্যাংকু :shy: ।
Life is Mad.
:clap: :clap: :clap: :clap: :clap: :clap:
থ্যাংকস রেজওয়ান।
Life is Mad.
সায়েদ ভাই চমেতকার ছবি। :thumbup: :thumbup: :clap:
থ্যাংকু।
Life is Mad.
ছবি গুলো বেশ সুন্দর। ঈদ মোবারক সায়েদ ভাই।
ঈদ মোবারক ব্রাদার।
Life is Mad.
গৃহযুদ্ধের যেই ছবিগুলো দিয়েছেন সায়েদ ভাই, আমাদের দেশের ছবিও তুলতে হবে না তো কয়েকদিন পর?
হঠাৎ করে কথাটা মনে হল, বলে ফেল্লাম।
:-/ :-/ :-/
Life is Mad.