আমার দেখা আমেরিকা (প্রথম পর্ব)

ভুমিকা পর্ব

সরকারী কাজে প্রায় ৭ মাস সময়ের জন্য আমাকে আমেরিকা থাকতে হয়েছিল। দেশ ছাড়ার সময়টা ছিলাম খুব দোটানার মধ্যে। এক দিকে স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান, তাও আবার আমার প্রথম সন্তান। একবার ঠিক করে ফেললাম যাবনা, চুলায় যাক এই চাকরী। এবার বউ বেকে বসলো, সে বলল তাকেও নিতে হবে আমার সাথে। আত্মীয়রা সবাই আমাদের বিপক্ষে, প্রথম বাচ্চা ঝুকি নেয়া ঠিক হবেনা। অবশেষে সিদ্ধান্ত আমি যাব বেবীটা ২/৩ মাস হলে আমার বউ তাকে নিয়ে পরে আসবে। তাও মন মানেনা, প্রথম সন্তান, বাবা হয়ে তাকে দেখব ৩ মাস পর মন সায় দিচ্ছিলনা কোন ভাবেই। নাটকীয় ভাবে আমার বিমান টিকেট এবং ভিসা বাসায় চলে আসলো, নাটকীয় বলছি কারন আমেরিকার ভিসার জন্য সবাইকেই ওদের দুতাবাসে যেতে হয়। এবার বুঝে গেলাম যেতে হবেই, সিনিয়ররা বুঝাতে লাগলো, যাও, ক্যারিযার, দেশ দেখা আরো কত কিছু। সিদ্ধান্ত নিলাম যাব। যাই দেখে আসি স্বপ্নের দেশ আমেরিকা।

প্রস্তুতি পর্ব

২৩ জুলাই রাত ১০ টায় ফ্লাইট। ২২ জুলাই রাত ৮টায় গেলাম ব্যাগ কিনতে, কচুক্ষেত বাজারে। দোকান বন্ধ করে দিচ্ছে, কোনমতে একটা চাক্কা যুক্ত ব্যাগ কিনে বের হয়ে আসলাম। হঠাত মনে হল আমার শীতের কাপড় লাগবে, কারন পুরো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী আমি যেখানে যাচ্ছি সেখানে বরফ পড়ে। কেনার মত সময় হাতে নাই, বন্ধুদের কাছ থেকে ধার করে ফেললাম রাতের মধ্যেই। সকালে সব আত্মীয়দের আনাগোনা আমার বাসায় এর মধ্যে ব্যাগ গোছানো দায়। মহাযন্ত্রনায় পড়লাম আমার ৫x১২ প্যাকেট সিগারেট নিয়ে, সবার চোখ এড়িয়ে কখন ঢুকাবো এই অমুল্য সম্পদ। এর মধ্যে বউ এর বায়না তার একটা ফ্রেম সহ ছবি নিয়ে যেতে হবে, খুব ভাল প্রস্তাব। কিন্তু ফ্রেমের ওজন দেখে আর থাকতে পারলাম না, আমার বউ পারে তো লাইফ সাইজ ছবি দিয়ে দেয় আমার সাথে। অগোছালো ভাবে গোছানো লাগেজ নিয়েই ৭টায় বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হলাম। অফিস থেকে সাহায্য করার জন্য যে এসেছিলো তাকে সব কিছুর হর্তা কর্তা বানিয়ে দিয়ে বসে গেলাম বউ এর সাথে শেষ সময়ের যদি কোন আদেশ নিষেধ থাকে শুনতে, সবাই যা বলে নতুন আর কি বা বলবে? আমাকে অবাক করে দিয়ে সে বললো, তোমার জন্য মায়া হচ্ছে বাবুটা দেখতে পারলানা। আমি একটু স্বুস্থ হলেই চলে আসব। আরো অবাক করে বলল, বেশী মন খারাপ হলে ঘুরতে চলে যাবা। আমি ওর কথা রেখেছিলাম, কোন সপ্তাহ ছিলনা যে আমি বেড়াতে যাইনি।

যাত্রা শুরু

অফিস থেকে আনা সহযোগী সব কাজ শেষ করে, বোর্ডিং পাস নিয়ে চলে আসলো, বুকটা তখন ধক করে উঠলো। দেশের বাইরে প্রথম যাওয়া, বিমান বন্দরে আগে যতবার যাওয়া হয়েছিল (মাত্র ২ বার) তাও ভি আই পি লাউঞ্জ দিয়ে (ভুল বুঝবেন না, আমি ভি আই পি এর চামচা ছিলাম)। বিমান বন্দরের কারবাই কিছুই ভাল মত বুঝছিলাম না। এমিরেটস্‌ এয়ারলাইন্স, ঢাকা থেকে প্রথম দুবাই যাবে, শ্রমিক ভাইদের সাথে লাইন দিয়ে আমিও উঠে গেলাম বিমানে। কথা ছিল যায়গা থাকলে বিজনেস ক্লাসে আপগ্রেড করা হবে সীট, হাসি মুখে এক সুন্দরী রমনী এসে জানালেন, উই হ্যাভ আ প্যাক্‌ড ফ্লাইট; মানে বুঝলাম একটা সীট এতো বড় প্লেনে কোথাও ফাকা নাই। যতদূর মনে পড়ে ৫২৩ জন যাত্রী ছিল। আমার পাশের ভদ্রলোক বাহারাইন যাচ্ছেন, কোলের উপর কাঠাল নিয়ে। এই সাইজের কাঠাল নিয়ে প্লেনে কিভাবে উঠল এইটা বিরাট রহস্য। রহস্যের জট খোলার আপাতত আমার কোন ইচ্ছা নেই, কাঠাল দেখে যে সিদ্ধান্তে আসলাম যাক, মজা হবে। কাঠাল ভাই বলল, (আসলে তার নাম মনে নেই দেড় বছর আগের কথা)তার প্রথম বিমান যাত্রা, সে খুব নার্ভাস। ব্যাক্তিগত জীবনে আমি বিমান চালাই,
তাই এয়ার সিকনেস কাটানোর অনেক উপায় জানা আছে। তাকে কিছু টিপস দেয়ার কথা ভাবছি, সহসা কাঠাল ভাই কাঠাল আমার কোলে ঠেলে দিয়ে লাফিয়ে উঠল, আমার পাসপোর্ট ফালায়া রাইখা আসছি। এই প্রথম বুঝতে পারলাম এই ফ্লাইটের কো্নো ক্রু বাংলা জানেনা। কাঠাল ভাই এর দোভাষী হিসেব তাকে নিয়ে রওয়ানা হলাম তার পাসপোর্ট খুজতে। বেশিদুর যেতে হলনা, প্লেনের গেটের কাছেই আরেক ভাইকে পেয়ে গেলাম যার কাছে তার নিজের পাসপোর্ট এর পরিবর্তে কাঠাল ভাইয়ের টি চলে এসেছে। বোর্ডিং গেটের কাছে যেতেই সব সমস্যার সমাধান হল, পাওয়া গেলো দুইটাই। একটা লাভ হলো আমার, সাহস বেড়ে গেলো, যাক এরা যদি যেতে পারে, তবে আমিও পারবো।

এসে সীটে বসলাম, যথারিতী কাঠাল ভাই কাঠাল কোলে। টেকঅফের আগে তার কোল থেকে কাঠাল সরাতে বলা হলো, অনেক অনুরোধের পর তিনি তা সীটের নীচে রাখতে রাজী হলেন। সময় মত প্লেন উড়াল দিলো। সীটবেল্ট খোলার সম্মতি পাওয়ার পর, প্রথমেই কাঠাল ভাই সীটের নীচে দেখে মুখ কালো করে বলল, ভাই আমার কাঠালটা নাই।

অফ টপিকঃ
জাতীয় ফল হলেও কাঠাল আমার কাছে কখনই প্রিয় ছিলনা। তবে বিদেশ বিভুইয়ে বাংগালীদের কাঠাল প্রীতি আমাকে সত্যি অবাক করেছে। আমার মত অনেকের নিশ্চই মনে হচ্ছে কি দরকার ছিলো এত কাঠখড় পুড়িয়ে কাঠাল নেয়ার। আমার এক আমেরিকা প্রবাসী ভাবীকে যখন এই কাঠাল কাহিনী বললাম তার প্রতিউত্তর ছিলো এখানে কাঠালের যা দাম! প্রতি পাউন্ড ১.৫ ডলার, একটার দাম হয়ে যায় প্রায় ২০ থেকে ২৫ ডলার। আপনাদের কি মনে হয় এর পরও তারা কাঠাল খায়, কারন একটাই, দেশী ফল……আমাদের জাতীয় ফল। আর হাবাগোবা ধরনের কাঠাল ভাইরা তার প্রবাসী ভাইয়ের জন্য কাঠাল নিয়ে যায় তার কারন কাঠালের দূর্মুল্য নয়, নিছক মায়া………ভাইটা বহুদিন দেশের বাইরে, বাড়ীর গাছের কাঠাল কতদিন খায়না।

৪,৯৪৬ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “আমার দেখা আমেরিকা (প্রথম পর্ব)”

  1. রায়হান আবীর (৯৯-০৫)

    লেখাটা মজা হইছে।

    একটা কনফিউশনঃ

    ব্যাক্তিগত জীবনে আমি বিমান চালাই,
    দেশের বাইরে প্রথম যাওয়া, বিমান বন্দরে আগে যতবার যাওয়া হয়েছিল (মাত্র ২ বার)

    how what!! ক্যাম্নে কী!!

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    কনফিউশন দূরীকরণ :
    ১.

    ব্যাক্তিগত জীবনে আমি বিমান চালাই,

    আর্মি এভিয়েশন
    ২.

    দেশের বাইরে প্রথম যাওয়া, বিমান বন্দরে আগে যতবার যাওয়া হয়েছিল (মাত্র ২ বার)

    কারো এডিসি ছিলেন।
    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    প্রথমেই কাঠাল ভাই সীটের নীচে দেখে মুখ কালো করে বলল, ভাই আমার কাঠালটা নাই।

    দোস্ত জট্টিল হইছেরে :)) :))
    ব্যাপক মজা কইরা লিখছিস। ফাটাফাটি :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।