আমি কখন কিছু লিখতে পারিনা। কিন্তু সায়েদ এর টুশকি এর কারনে লেখতে বসলাম।
**********************
ক্যাডেট মানেই তার একটা টীজ নাম থকবেই! সবার ছিলো, কারন সবার কোনো না কোনো খুত তার সহপাঠীদের কাছে ধরা পরেই যেতো। আমাদের ক্লাসে রএকজন ছিল যার কোনো নাম পাওয়া যাচ্ছিলোনা। কারন সে ছিল খুব ভদ্র এবং শান্ত। কারো সাথে পাছে না থাকায় কেও তার নামকরনের মত কোনো খুত ও কখোনো পায়নি। আবশেষে একজন কিছুই না পেয়ে তার নাম দিল “বিশিষ্ট ভদ্রলোক”। সেটা লোক মুখে পরিবর্তিত হতে লাগলো, কেউ বলে “ভদূদর লোক” কেউ “ভদ্দর নোক” বলা আর উচ্চারনের বিভিন্নতায় আরো কতো কি…! সব চেয়ে অবাক হলাম যখন এক সিনিয়র আমাকে বলে বসল ” আচ্ছা তোমরা সায়েদের মত ভালো ছেলেকে “বিশিষ্ট বদনা” বল কেন?”…।
*************************
আমি একজন নিয়মিত টুশকি পাঠক, টুশকি প্রকাশনার এই ধীর গতি আমাকে এরকম ঠেশ দিয়ে ঠেশকি টাইপ লেখা লেখাচ্ছে!
****************************
আমার কলেজে এক নতুন ইংরেজী টীচার আসলেন…নাম শাহাজাদা বসুনিয়া…। তার মজার কাহিনী লিখে শেষ করা আমার কম্মো নয়। আমরা তখন ক্লাশ ১০ এ পরি। তিনি আমাদের পরাতেন “Stories from Shakespear” , পরানোর চেয়ে পাঠ্য পুস্তকে নাই এমন আশ্লীল কথাই বলতেন বেশি। আমাদের একজন বিশিষ্ট ভদ্র ছেলে তাকে রেগে বলে বসল, ‘ স্যার, আমাদের না পরালে আমরা পরিক্ষায় পাশ করব কি ভাবে?’ বসুনিয়া স্যার মহা ক্ষেপে গেলেন…”তোমাদের মজার কথা শুনতে ভাল লাগেনা, পইরা কি হইবো? এই বাইন… বসুনিয়া থাকলে সবাই ফাশ করব( চাটগায়ে বাড়ী স্যারের তাই প কে ফ বলত)। আবশেষে পরীক্ষা এবং সবাই ফাশ! ঠোটে বাকা হাসি নিয়ে সেই ভদ্র ছেলের দিকে ফিরে বসুনিয়া, ” ইউ ব্লাডী সা… কি তুমাদের সেক… এর জ়োর কমছে…বলছি না এই বাইন** বসুনিয়া থাকতে কুনো চিন্তা নাই…সব ফাশ করছ?” ভদ্র ছেলের নির্বিকার জবাব, ” হ্যা স্যার, আপনের মত আরো দুই তিনটা বাইন** থাকার দরকার ছিল!
*******************
তসবীর শের ই বাংলা হাউস এর, কিন্তু বেশির ভাগ সময় সে আমাদের হাউস এ আমার রুম এ থাকতো। প্রধান কারন বিড়ি খাওয়া আর তাস খেলা। মোস্তাফিজুর রহমান, যিনি টাল নামে পরিচিত তসবির কে ধরল, বাবা তুই আমার হাউসে এসে এই ছেলে গুলিকে নষ্ট করছিস, তুই কেন এইখানে আসিস? তসবীর এর উত্তর, ” স্যার, আমার রুম মেট পোকা পালে, তাই গন্ধে রুমে থাকা যায়না।” এখানে উল্লেখ্য যে সত্যি তার রুম মেট রুমে রেশম পোকা পালা শুরু করেছিল।
**********
ক্লাশ রুটিন এ স্যার দের নাম সংক্ষিপ্ত আকারে থাকত। যেমন, ফাক(FAK) Fazlul Kader থাক আর উদাহরন না দেই! আবুল বাশার চৌধুরী নামে ছিলেন এক জন, তার সংক্ষিপ্ত নাম ABC, আমরা বলতাম আবুল বাশার চোরা। তার নিশব্দ হাটা, চোরের মত উকি মারা এবং সীজ করা যিনিস ফেরত না দেওয়ার গুন মনে হয় এই নামের কারন। একবার দুই ভদ্র ছেলে চিপিচুপি রুমে এক অভদ্র পত্রিকা দেখছিল। কেন যেনো মনে হল আমরা দুইজন না তিন জন। তিন নম্বর জন আর কেউ না আমাদের ABC. নিশব্দে কখন যে এসেছে বুঝতেও পারিনি। যা হোক সীজ হয়ে গেল সেই অভদ্র পত্রিকা! আমরা লজ্জায় লাল, আর ভয় কবে আমাদের বিচার শুরু হবে। সপ্তাহ গেল আর ধৈর্য্য কুলাচ্ছেনা! আমরা করুন মুখে স্যারের কাছে গেলাম, ” স্যার আমরা খুব লজ্জিত, ওই পত্রিকা আর কাউকে না দেখালে স্যার আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব।” স্যার নির্বিকার, ” ছিঃ ছিঃ এত নোংরা পত্রিকা তোরা দেখিস, আমি লজ্জায় আমার স্ত্রী কে পর্যন্ত দেখাতে পারিনি, আর কাউকে কি মুখে দেখাব?”
সেদিন ভেবেছিলাম যাক ওটা স্যারের ব্যাক্তিগত কালেকশনে গেল! আজ বুঝি স্যার আমাদের সম্মান বাচানোর জন্য কাউকে দেখাননি ওটা। স্যার যেখানেই থাকুন সালাম, আর অসংখ্য ধন্যবাদ।
🙂
🙂
Miss....
স্বাগতম ভাইয়া 🙂
ছোট ভাইরে দেখা যায়না, নেন :teacup:
প্রিন্সিপাল স্যাররে দেখা যাচ্ছে, আপনাকে বরণ করে নিতে আসবেন। রেডি থাকেন। 😛
ভাইরে, প্রিন্সিপাল টা কে? আর আচ্ছা থাঙ্কস ফর :teacup:
ওহো নিয়ম কানুন জানেন না??? :-B
প্রিন্সিপাল স্যার হইলো আমাদের সবার প্রিয় লাবলু ভাই 😀
দিহান ভাবীপ্পু হইলো ... ভাইস প্রিন্সিপাল ম্যাডাম ;))
ইউসুফ ভাই হইলো অ্যাডজুডেন্ট স্যার ;;)
পেশকি পেশ করার জন্য সারওয়ার ভাইকে ধন্যবাদ। আর নিজের বাড়িতে চাগতম। 🙂
রকিব, চা লাগা তাড়াতাড়ি। 🙂
ছোট ভাই নাই, দেখো না আমি দিলাম।
অফটপিকঃ তৌফিক ভাইয়া কেমন আছো??? ভাবী'র পরীক্ষা কখন থেকে? 🙂
আরে সারওয়ার ভাই দেখি 😀 ব্লগে স্বাগতম ভাইয়া... এখন হাত পা খুলে লেখা শুরু করেন 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সারওয়ার ভাই স্বাগতম...
তয়, আসল স্বাগতম জানাইব আপনার সিনিয়র কেউ...অথবা স্বয়ং প্রিন্সু স্যার...!!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দাদাভাইয়ের ঘুম হয়েছে? ;))
আর কইস নারে দি...
প্রতিদিন ভোর 1/2 Pm মায়ের ডাকে উইঠা ব্রেকলান্চ করতে হয়...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরেক জন ১৯৯২-১৯৯৮ ব্যাচ :hug:
স্বাগতম দোস্ত সিসিবিতে :awesome: :awesome:
সিনিয়র কেউ আইস্যা হালকা রেজিমেন্টেশন করাইতে পারে 😀 ব্যাপারনা, আমরা আম্রাইতো :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি কি লুক দ্যাট সাইড হমু?এখনি তো প্রিন্সু স্যার আইসা কি জানি দশটা করতে কইবো 🙁
সারওয়ার ভাই,করলেন তো এক কাম-সায়েদ ভাইরে আমরা এইখানে টুশকি ভাই বইলা ডাকি এখন তো উনার নাম হয়া যাইবো... 😛 😛 😛
আপনের "আরো দুই একটা ****" এর কাহিনী শুইনা এক্কেরে চিয়ার থিকা পিরা গেলাম =)) =)) =))
আমি কখন কিছু লিখতে পারিনা। ্লেখার শুরুতেই এরকম ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি x-(
সারয়ার,
ভাল লিখেছো।
প্রিন্সিপাল স্যার নাই মনে হয়। আমিই দায়িত্ব নিলাম।
ok sarwar..... 10 :frontroll: .... quick ..... in the name of Principal Sir.
চ্যারিটি বিগিনস এট হোম
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: বস, মোমেন্টাম এর ঠেলায় মনে হয় কয়ডা বেশি দিয়া ফেললাম!!
good. u have successfully finished your regimentation. :grr:
চ্যারিটি বিগিনস এট হোম
আইচ্ছা...দিহান ভাপু......,
তুমি একটু দেখো তো...প্রিন্সিপ্যাল ...কিংবা অ্যাডজুট্যান্ট ভাইস্যারদের দেখা যায় কি না!!!
জুনিয়র্স...তোমরা একটু লুক দ্যাট্ সাইড হইয়া থাকো তো...
ওরে..., সিনিয়র-রা কেউ না থাকলে...ব্লগের নিয়ম-কানুন...ইত্যাদি...ইত্যাদি...ভুং ভাং বুঝাইয়া তোর অহনও কেউ সারওয়ার-রে পাঙ্গা দেস্ নাই!!!!!
করলি কি তোরা???
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
😛 😛 😛 😛
Life is Mad.
:clap: :clap: :clap:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
😀 😀 😀 😀 😀 😀 😀 😀
Life is Mad.
নাম পাওয়া যাচ্ছিল না মানে কি রে 😕 😕 ?
ক্লাস সেভেন পার হতে না হতেই তো কতগুলা জুটল....তারপর ধাপে ধাপে আরও কয়েকটা ছিল :shy: :shy: ।
ওদিক দিয়ে আমাদের শামীমের যে ক্লাস টুয়েলভ পর্যণ্ত কোন নামই ছিল না তার কি খেয়াল আছে?? ক্যাডেট কলেজ লাইফ শেষ করে বেনামে পোলাডা বেনামে বের হয়ে যাবে দেখে জোর করে খাপছাড়া নাম দেয়া হইল..... 😛 😛
Life is Mad.
তোরে এখানে এইভাবে এইরূপে দেখে বড় ভালো লাগল...... 🙂 ।
চালায়া যা।
আমি কয়েকদিন থেকেই "স্মৃতিময় স্বপ্ন......" এর পরবর্তী পার্ট শুরুর তালে আছি। তোর এই এফোর্টে মনে হয় সেটা ত্বরান্বিত হবে 😛 😀 😀 ।
Life is Mad.
আমি টুশকি লেখার জন্য তোর বিষয়ক লেখা শুরু করলাম আর তুই কোন স্বপ্ন নিয়া পইরা আছিস!!! x-( তোর কিঞ্চিত আদিরস মেশানো জোকাস :boss: !!
সায়েদের কোন চাপাবাজিতে আর আস্থা নাই 🙁 এইরকম ডজারও মাইনষে হয় :thumbdown:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া সায়েদ ভাই ডজার হইলে, আপনে কোন ধরনের ডজার হইবেন? 😕
🙁 আইচ্ছা, সেইটা আপনারাই বলে দিয়েন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
চালুনি বলে ছুঁচ তোর......... =)) =)) =)) =)) =))
Life is Mad.
আচ্ছা, এইখানে কি ভাইয়ারে চালুনি নামকরন করা হয়েছে? :-B
কাইয়ূম ভাইয়ার সাথে থেকে আমিও উনার মতো হয়া যাইতেছি :grr: :grr: ।
অফটপিকঃ কাইয়ূম ভাই হইতে মঞ্চায়। :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি বলেন কাইয়ূম ভাই? 😛
কি বলেন কাইয়ূম ভাই? 😛
সায়েদ ভাই আর টুশকি দেয় না :(( :((
টুশকী ভাইয়ের নতুন নামটা বড়ই সোন্দর্য। :frontroll: :frontroll:
সারওয়ার ভাইয়া, আরো লেখা চাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই। :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বাগতম সারওয়ার। :hatsoff: আমাদের ভারচ্যুয়াল ক্যাডেট জগতে। এখানে লেখাটাই খালি বাস্তব। বাকি সব ভারচ্যুয়াল।
পোলাপাইন আমার পক্ষ থেকে তোমাকে বরণ করে নিয়েছে দেখলাম। যাক, আমি নিশ্চিন্ত। আমি না থাকলেও সিসিবির শৃঙ্খলা অক্ষুন্ন থাকবে।
:dreamy: :dreamy: :dreamy: :dreamy: ইমোশোনাল হইয়া গেলাম (কপিরাইট : কালা কুর্তা)।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইজানের শরীরটা ভালো? 🙂
আছি ভালো। ৪৮ ঘণ্টার টানা ঘুমে যাইতে ইচ্ছা করতাছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনে নিশ্চিন্তে ঘুমাতে যান, আমরাতো আছিই এইখানে। 🙂
টেনিস ব্যাট-বল নিয়া রেডি হয়া থাকি...:D
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুইতো দেখি ফর্মে ফিরছিস??? 🙂
তাড়াতাড়ি কুফা কাটানোর ব্যবস্থা কর 😛
ভাইজ়ান হঠাৎ সেন্টি হয়ে গেলেন মনে হয়।
চ্যারিটি বিগিনস এট হোম
কাইয়ূম ভাই ঠিক বলছেন...সায়েদ ভাই অনেক ডজার হয়ে গেছেন...ডজ মিটারে মাপলে প্রায় 2Qy পরিমান তো হবেই...!!
{ডজিং এর একক সর্বকালের সেরা ডজার কাইয়ূম (Quyuum) ভাই এর নামানুসারে করা হয়েছে...:P}
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ তুই আমার ভাইরে কি কস? তোর খবর আসে 😡
দি, ভাই কি তোর একার নাকি রে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হ, একার'ইতো, হুহ আর কারো ভাগ নাই, যা ভাগ x-( :grr:
আপু, আপনার লেজুড়টা চইলা গেছে। ইউ আর নো মোর আ অতিথি পক্ষী। :goragori: :awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এতক্ষনে দেখলি??? :duel:
ওয়ে হোয়ে হোয়ে :guitar: :awesome: :tuski: :hug:
=)) =)) =)) :khekz: :khekz: :khekz:
Life is Mad.
ভাইয়ার লিখা আসিতেছে, শিগগিরি ... B-)
চোখ রাখুন সিসিবি'তে 😀
সিসিবিতে চোখ রাইখা গেলে রাস্তায় হাটমু কেমনে!! 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর হাটার কি দরকার? চুপ কইরা দোকানে বইয়া থাক x-(
জুনা ভাই রক্স
😀
আরে .........সারওয়ার ভাই নাকি............. :-B
আছেন কেমুন :-/
ব্লগে স্বাগতম :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মজা পেলাম লেখাটি পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া।
সারওয়ার ভাই ব্লগে স্বাগতম। 🙂
কি কন?? 😮
আমাদের একজন পাখি পালা শুরু করছিল। পরে অবশ্য বাঁচাইতে পারে নাই।
আমাদের কালচারাল প্রিফেক্ট রাশিদ ভাই তাঁর ডর্মে বিড়াল পালতেন।উনার প্রিয় একটা পানিশমেন্ট ছিল জুনিয়ররে হ্যান্ডস দাউন করায় গায়ে বিড়াল ছাইড়া দেওয়া।এছাড়া হ্যান্ডস ডাউন কইরা পুশ আপ দেওআনোর সময় বিড়ালরে পাহারা দিতে কইয়া যাইতেন।উনার বিলাইয়ের নাম ছিল মাশা।"মাশা,দেখবি-এদের ৫০ টা পুশ আপ দিতে কইছি তুই কাউন্ট করিস যেন কম না হয়" এই ডায়ালগ দিতেন 🙁
যাক, বাঁচা গেল - পোলাপাইন এই রেশম পোকা পালকরে চিনতে পারে নাইকা 😀 😛 😛 ।
Life is Mad.
কেমন যেন-" ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি" টাইপ হয়ে গেলো সায়েদ ভাই। তাইলে কি আমি যা ভাবতেছি তাই??? :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😛 আরে আমিও ত তাই ভাবছি
টুশকিরে বহুত মিস করি
পেশকিও ভাল ছিল ...
আরেকটু ভালো করার অবকাশ ছিল। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:hug: :hug: :hug: :hug:
niyomito thakis dosto ..... kaiyum, sayed, taifur shobgula dozer .... tui niyomito likhish ....
স্বাগতম সারওয়ার ভাই।
পেশকী মজার ছিল। 😀
::salute::