হে পৃথিবী,
তুমি কি কখনো আমার কান্নার শব্দ শুনতে পাও না ?
যখন আমার মত শত গরিবের শীর্ণক্লিষ্ট দেহের উপর
বয়ে যায় ক্ষুধা, দারিদ্র্য আর বঞ্চনার স্টিম রোলার।
নির্বাক আমি অসহায় চোখে শুধুই তাকিয়ে থাকি-
তোমার ঐ নিষ্ঠুর বিস্তৃত মুখের দিকে।
হে পৃথিবী,
তোমার বুক বুঝি আলোড়িত হয় উচ্ছাসে,
যখন আমারই বয়সী হৃষ্টপুষ্ট পুস্পিত শিশুরা-
কলরবে মুখরিত করে তোলে তোমার আঙ্গিনা।
সেই সব সৌভাগ্যবান শিশুরা বিস্মিত নেত্রে-
তোমার ঐ ভুবন ভরা হৃদয় হারা সৌন্দর্যই শুধু দেখে।
হে পৃথিবী,
তোমার বিবেক কী কখনো সুতীব্র চিৎকারে হাহাকার করে উঠে না ?
যখন তোমারই স্টেশনে পথে ঘাটে ফুটপাথে ভিক্ষার জন্য চিৎকার করে-
অনাহারে পাজর বের হয়ে যাওয়া ক্ষুধার্ত মানুষের দল।
শুধু জেনে রেখো তাদের সেই বুভুক্ষু তীব্র দৃষ্টির মাঝে-
তোমার প্রতি ঘৃনা, কষ্ট আর অভিশাপই থাকে।
হে পৃথিবী,
তুমিই তো অপার সৌন্দর্যের ডালি নির্লজ্জ ভাবে খুলে দাও,
যখন লাখপতি আর কোটিপতিরা মার্সিডিজ আর আ্যরোপ্লেনে চড়ে-
দেশ দেশান্তর পাড়ি দিয়ে শুধু তোমার সৌন্দর্য খুঁজে ফিরে।
তাদের বিস্মিত আর মুগ্ধ দৃষ্টিতে হয় তো থাকে
তোমার জন্য তাদের সুতীব্র আকর্ষণ আর ভালবাসা।
হে পৃথিবী, হে বসুন্ধরা,
তুমি কেন এত বিচিত্ররুপী ?
কারো কাছে জ্বলন্ত চিতা আর কারো কাছে সুখের স্বর্গ।
তুমি কি পারনা সবার জন্য সমান হতে?
তোমার কাছে আমার এই করুন আর্তনাদ।।
🙂 কি ছোডো ভাই...সুন্দর লিখিয়াছো...সেই খুশিতে হয়ে যাক ১০ টা...
অনেক ধন্যবাদ ভাই। উৎসাহ পাইলাম----
:clap: সুন্দর।১০টা লাগাও,হারাপ,হারাপ(hurry up) :grr:
ভাই পরে লাগাইলে হয় না ?
x-( x-( 😡 😡
ভাই এত চেতলেন কেন? 😮
স্বাগতম ভাইয়া, লেখা জটিল হয়েছে :hatsoff: , নাও :teacup: খাও
O:-) আরে বাহ!ভাই :frontroll: দেয়ায়,ভাবী :teacup: খাওয়ায়,বড়ই ''মামা-মামী কোবতের মত'' :dreamy:
আহা, বড়ই আনন্দিত হলেম......... :awesome:
একেই বলে বেয়াদব জুনিয়র x-( x-( 😡
ভাই লাগান তো কয়েকটা :gulli:
তোর সেভেন এর কাহিনীটা আবার পর তো......... =))
😮 😮 😮
x-( x-( x-(
😡 😡 😡
মকড়া,তর সাহস তো কম না!!!
প্রিন্সিপাল স্যার আসার আগেই লাগা,নইলে,যা করার হেতাই করব 😕
ভাই এই তো দিয়া দিলাম... ;;)
দেখবার্পার্তাছিনাতো,দে :frontroll:
বাচ্চা মানুষ, এত্ত কঠিন কবিতা লিখছে, এত পরিশ্রমের পরেও মানুষ এত পাঙ্গাইতে চায় কেনু, কেনু, কেনু........... ~x(
বসাফার দয়ার শরীর O:-)
অসাধারণ...............চালিয়ে যাও......
আইসাই লেখালিখি শুরু কইরা দিলি?সাবাশ বেটা :thumbup: :thumbup:
আর কোবতে ভালা হইসে :guitar:
B-) থ্যান্কস গাধী, এইতো ভালো মেয়ের মতো কথা... 😉
অই বাচ্চা, মুখ সাম্লায়ে কথা কও x-( জানো, তুমি কারে গাধা বলছ? পিন্টুস তো আজকে তোমারে খেয়ে ফেলবে :grr:
পিন্টুস !!!! হে হে হে......... :khekz: =))
x-( ঐ উল্লুক কি পাঠঠা.. ~x( .বেবুন কি পুতি.... :duel: .....তুই সিনিয়রের নাম মুখে তুলস?????????????? :chup: x-( x-(
😡 শিগগিরি মাসরুফ ভাই এর কাছে রিপোর্ট কর,বাকি কাজ বস নিজেই করবে,আমি চেইন অফ কমান্ড ভাংলাম না 😡
x-( :shy: ~x( :bash: :chup:
ভাই আসলে এইটা হইল অনিচ্ছাকৃত একটা slip of keyboard..... আসলে লেখার সময় 'ভাই' টা বাদ পইরা গেছে 🙁 ......
নেক্স টাইম হবেনা ভাই......
ভালো, চালিয়ে যাও লেখালেখি। 🙂
ধন্যবাদ ভাইয়া......... 🙂
গুড গুড ... কোবতে কোনোদিন এ্যন্টেনায় ধরবে না, কাজেই ট্রাই নেয়ারও ট্রাই নিলাম না। চালায় যাও :clap: :clap:
ট্রাই না নিয়া ভালোই করসেন ভাই...... 🙂
এর পরে কোবতে লিখলে আন্দালিবের বেল্ট ধার নিও ;))
অই বেডা ... ভাল লিখসস ... তাই বলে কি ব্লগের নিয়ম কানুনের দিকে কি খিয়াল রাখবা না নাকি? ১ম ব্লগে ১০টা :frontroll: দেবার নিয়ম ... জলদি কর ... নাইলে প্রিন্সিপাল স্যার দেখলে কিন্তু খবর আছে কইলাম। 😡 x-(
চ্যারিটি বিগিনস এট হোম
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
এই তো দিলাম ভাই...... হে হে হে 😀
:thumbup:
:khekz: :khekz: :grr:
শিশু সজীব :))
ভালা লিখসোস, চালায়া যা :thumbup:
ব্লগে তুই আমার জুনিয়র , তাই একটা জিনিস শিখায়া দেই, সিনিয়র বলার লগে লগেই কমান্ড ক্যারি অন করবি, নাইলে কিন্তু আমিও তোরে ছারুম না :gulli2: ... আমি আবার খুব ভালা জিনিয়র তো O:-) B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
=)) শিশু সজীব !
অ.ট. কবিতাটা অনেক সুন্দর হৈছে।০২-০৮কে ঠেকায় কে
আহা, শিশু হওয়ার কত মজা......... :frontroll: 😛
জন্য : জিনিয়র
পড়ুন : জুনিয়র
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আহা, কি উপদেশ... একেবারে অমূল্য রতন...... ;;) :salute:
০২-০৮ ব্যাচকে ঠেকায় কে? 😀 😀
০২-০৮ ব্যাচকে ঠেকায় কে? :awesome: :guitar: :tuski:
অনেক কষ্টে কবিতাটা খুঁজে বের করলাম।