যখন তুমি আমার ছিলেনা,
রমনা পার্কের শ্যাওলা ধরে যাওয়া পুরনো বেঞ্চিটা তখনো ওখানেই ছিল।
মর্নিং ওয়াকে কিংবা এলোমেলো হাটার সময় যখন বেঞ্চিটার পাশে দিয়ে হেটে যেতাম,
প্রতিবারই পাশে দাড়িয়ে থাকা বকুল গাছটিকে ছুঁয়ে গিয়েছি আমি।
সত্যি বলছি, বিশ্বাস করো একটুও মিথ্যা নয়-
বুড়ো হয়ে যাওয়া ঐ বকুল গাছটির সুঘ্রান আর কখনো এতটা আবেগ্লাপ্লুত করেনি আমায়।
যখন তুমি আমার ছিলেনা,
কালে ভদ্রে যে কখনো রাত জেগে জোৎস্না দেখিনি তা কিন্তু নয়।
গল্প,উপন্যাস কিংবা কবিতায় জোৎস্না রাতের স্নিগ্ধ বর্ণনাও পেয়েছি ঢের,
মাঝে মাঝে হয়তো জোৎস্না দেখব বলে ছাদেই ঘুমিয়ে পড়েছি নিজের অজান্তে।
সত্যি বলছি, বিশ্বাস করো একটুও মিথ্যা নয়-
ভরা জোৎস্নার মায়াময় শুভ্রতা কখনো এতটা মোহাবিষ্ট করেনি আমায়।
যখন তুমি আমার ছিলেনা,
অলস দুপুরে বিছানায় গা এলিয়ে দিয়ে অনেক বারই স্মৃতি রোমন্থন করেছি।
ভার্সিটি ক্যাম্পাস এ দিন রাত নির্বিশেষে বন্ধুদের সাথে আড্ডা আর খুনসুটি,
ক্যাফেটেরিয়ায় বসে তাসের নেশায় পরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া আরও কত কি…
সত্যি বলছি, বিশ্বাস করো একটুও মিথ্যা নয়-
তোমার হাত ধরে পাশাপাশি বসে বাদাম চিবোনোর মতো কিছুই এতটা স্মৃতিকাতর করেনা আমায়।
যখন তুমি আমার ছিলেনা,
রিকশায় করে শহরের অলিগলি আর আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি অনেক বার।
কখনো বাবা মা কিংবা ছোটো বোনটির হাত ধরে চারপাশে তাকাতে তাকাতে,
কখনো বা প্রিয় কোনো বন্ধুর সাথে প্রিয় কোনো গানের কলি ভাজতে ভাজতে।
সত্যি বলছি, বিশ্বাস করো একটুও মিথ্যা নয়-
তোমার স্পর্শের কথা ভেবে আজো যে সুখ অনুভব করি তা আর কখনো অনুভব করিনি আমি।
আজো অজান্তে আনমনা হয়ে পার্কের বেঞ্চিটাতে গিয়ে বসি,
জোৎস্না রাতে অসীম শূণ্যতা নিয়ে আকাশের পানে তাকিয়ে থাকি।
অলস দুপুরে মিটিং শেষ করে পুরোনো দিনের কথা ভেবে হাপিয়ে উঠি আজকাল,
কখনো সদ্য কেনা গাড়িটাতে চড়ে পুরোনো অলিগলিতে বিষন্ন মনে ঘুরে বেড়াই একাকী।
আজ আমার সবই আছে, শুধু পাশে তুমি নেই…
জীবন যুদ্ধে আমি সফল, আমার আজ কত শুভাকাংখি, কত আলো আজ আমাকে ঘিরে।
কিন্তু যখন বাতি নিভিয়ে নিঃশব্দ অন্ধকার ঘরে আমি একাকী কাতরাই যন্ত্রনায়,
সত্যিই অশ্রুরা বাঁধ মানতে চায়না, চোখের সীমানা পেরিয়ে আশ্রয় খুঁজে নেয় আমার বালিশে।
আজো কেউ জানেনা, শুধু আমি জানি এ অশ্রু শুধুই তোমার জন্য…।
১ম 😀
থ্যাঙ্কু ভাইয়া.........,কাল রাতে কবতেটা হঠাৎ করেই লিখে ফেললাম। 🙂
:clap: ভাই,তুই তো সেইরাম আধুনিক স্টাইলের কবি রে :boss:
x-( ছন্দের মিল খুঁজতে গিয়ে তারতুর ছিঁড়ে গেল ~x( ,কিন্তু শেষ পর্যন্ত কোবতে টা ভালোই লাগল 😡 ,লিখতে থাক। :hatsoff:
ইয়ে মানে.. :-B .ছোট ভাই,নির্মলেন্দু গুণের কাছে কোবতে পেরাইভেট পড়স নাকি রে? :))
ভাই, কবতে পেরাইভেট পড়তে গেসলাম......নির্মলেন্দু গুণ দেখেই বলে-"এই ছোকরা, আমি কবতের কি বুঝি? যা রবি ঠাকুরের কাছে যা।" ;)) 😀 😀
=)) কাজী নজরুল ইসলাম কি দোষ করল
আসলে ঐ নামটা মনে ছিলনা মনে হয়...... :goragori:
ভালো লাগল কবিতাটা। :thumbup:
ধন্যবাদ ভাইয়া...... 😀
তোর হইসেটা কি?খালি কোবতে আর কোবতে
এই কোবতেটা আরো ভালা হইসে।চালায় যা।
তোর উৎসাহ পায়াই তো কবতেটা লিখে ফেললাম 😀 ...... সত্যি বলছি, বিশ্বাস কর একটুও মিথ্যা নয়...... 😉 😉 😀
হা হা হা......
😮 😮 😮
আর আমরা কি গাঙ্গের জলে ভাইসা আইসি নাকি??? x-( 😡 :gulli2:
অনটপিক : ভালা লিখসোস :-B
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আহা আহা...... সাধু সাধু..... 😛 ;)) :awesome:
সাজেদ :clap: :clap: :clap: :clap:
মর্ম ছুইয়া গেল.... :thumbup:
থ্যাঙ্কু থ্যাঙ্কু......... 😀 😀