কয়েক দিন ধরে দেথছি সাইট টক নিয়ে চরম মাতামাতি চলছে, তাই আমিও একটু খোজ থবর নিলাম আসলে কাহিনী কি?
বর্তমান সময় ইন্টারনেট এর যুগ আর এটা আমেদের দিয়েছে যোগাযোগের এক নতুন পথ:
ফেসবুক (৫০০ মিলিয়ান ব্যবহারকারী)
ফেসবুকের বিনিয়োগকারীদের মধ্যে আছে পে-প্যাল এর সহ উদ্যোক্তা পিটার থেল আর ২০০৭ মাইক্রোসফট বিনিয়োগ করে আর ১.৬% শেয়ারের মালিক হয়।
টুইটার (৬০ মিলিয়ান ব্যবহারকারী প্রতিমাসে)
একে বলা হয়ে থাকে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ ব্যবস্থা
সাইট-টক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম কিন্তু আমাদের ফেসবুক আর টুইটারের মত নয়।কেন নয় আমি এখন বলব
আসলে সাইট-টক আসলে ইউনাইকো( Un a i c o Europe Ltd,) ইউরোপিয়ান লিমিটেড একটি প্রতিষ্ঠান। ইউনাইকো যৌথ মূলধনী কোম্পানী হিসেবে শুরু হয় ২০০৯ সালে, কয়েকজন নরওয়েরর বিনিয়োগকারী নিয়ে।
Un a i c o Europe Ltd প্রায় একদশক ধরে মার্কেটিং করে আসছে ইউরোপের বাজারে।২০০৯ সালে কোম্পানীর বোর্ড অব ডিরেক্টরস সিদ্ধান্ত নেয় সামাজিক যোগাযোগ এর মাধ্যমে তারা তাদের মার্কেটিং কে এগিয়ে নিয়ে যাবে তাই তারা Un a i c o Europe Ltd নিয়ে বিস্তারিত পাবেন এখানে
কিন্তু কোম্পানী দেখল যে তাদের মার্কেট আগেই দথলে আছে ফেসবুক আর টুইটারের দথলে, এজন্য তারা অভিনব দুইটি পন্থা অবলম্বন করল তা হল——
১.1BV প্রোগাম
এথানে BV বলতে বোঝায় business volume.এটা হল এক ধরনের মান যার দ্বারা কোম্পানী আপনার কার্যকারিতা বোঝে।আর আপনার এই BV যা আপনি অর্জন করবেন তার ১০% আপনাকে নগদ ইউরোতে দেওয়া হবে।উদাহরণ দেই তাহলে বিষয়টি পরিষ্কার হবে ধরুন আপনার ১০০BV জমা হল এর ১০% হারে আপনাকে ১ ইউরো দেওয়া হবে।
তাহলে কথা থাকে এই BV গুলো আসবে কি করে?
এটা দুই ভাবে আসতে পারে————–
১.আমরা ফেসবুকে হয়ত কোন না কোন বন্ধু্র কথায় এসেছি।এই বন্ধুটি হল আমার ফেসবুকে refer করেছে।আর আমি ফেসবুক ব্যবহার করছি।আর সাইট টকে আপনার দ্বারা যারা আসবে এবং যারা সক্রিয় ভাবে করবে(সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন ) এমন প্রতি দুই জনের জন্য আপনি পাবেন ১ BV.
২. আমাদের দেশে না হলেও বাইরের দেশে অনলাইনে সবকিছু কেনা কাটা হয়ে থাকে।আপনার কোন বন্ধু যদি সাইট টক অথবা ইউনাইকো মল (mall) থেকে কিছু কেনেন তার জন্য আপনি প্রত্যেকটি পণ্যের জন্য নির্দিষ্ট একটা পরিমাণ BV পাবেন।
আর এই টাকা বা কারেন্সি গুলো আসবে তোহা(toah) ব্যাংকের মাস্টার কার্ডের মাধ্যমে।আর এই ভাবে আপনি এ্কজন ফ্রি মেম্বার হিসবে সাইট টক থেকে আয় করতে পারেন।
এরপর আপনি ইউনাইকো আপনাকে আর সুযোগ দেই তাদের ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করার।এজন্য আপনাকে কোম্পানীর একজন basic member হতে হবে।আর এরজন্য আপনার থরচ হবে ১৪৯ ইউরো।আর basic member হলে আপনি কিছু আলাদা সুবিধা পাবেন তা হল———
১, আপনার sitetalk এ team BV কাউন্ট হবে।উদাহরণ দেই মনে করুন আপনার নিজস্ব বন্ধু আছে ১০০ জন আর আপনার এই ১০০ জন বন্ধুর প্রত্যেকের ১০ জন করে বন্ধু আছে তাহলে আপনার বন্ধু আছে ১০০*১০=১০০০ জন।মানে আপনার BV হবে ১০০০BV.আর এর ১০% ধরে আপনি সাপ্তাহিক পাবেন ১০০ ইউরো।
২, আর আপনার ইনকামের ৭৫% আপনাকে নগদ আকারে দেবে আর ২৫% আপনাকে দেবে sitetalk এর শেয়ার আকারে .১৪ইউরো প্রতিটি শেয়ার এই হারে।
৩, আর আপনাকে কোম্পানী level up এর জন্য কিছু পুরস্কার দেবে যেমন আপনার BV 12500 হলে আপনি এককালীন পাবেন ৫০০ ইউরো।
আজ আর নয় আরো কিছু ভাবে আয় আপনি করতে পারেন সেটা আগামীতে বলব।
প্রথম , হইলাম পুরাটা পইড়া B-)
এখন রেজিস্ট্রেশন করে আসি 🙂
নাজমুল ধন্যবাদ তোমাকে আর যদি জানতে চাও আমাকে কল করতে পার ০১৯১২৯৫৮৯৫৯
//cadetcollegeblog.com/rahi/28724
এক.আমি সিসিবিকে এমএলএম ব্যবসার জায়গা মনে করি না।
দুই. এত ভুল বানানে ভরা একটা পোস্ট কিভাবে প্রকাশ হয়?
(খুঁজলে আরো পাওয়া যাবে)
কিছু ক্যাডেট আছে যারা কলেজের অভ্যাস গুলো এখন ও ছাড়তে পারেনি আমার মনে হয় তাদের দ্রুত ছেড়ে দেওয়া দরকার। আর ভাই অনেক সময় ফ্রন্ট ছোট হবার কারণে খ আর থ এর ব্যবধান বোঝা যায় না। আর আমি শুধু কিছু তথ্য শেয়ার করছি।যাদের ভাল লাগবে না পড়বেন না। বাকা মন্তব্য করাটা অবশ্য আমাদের জাতীয় স্বভাব। (সম্পাদিত)
দুঃখজনক মন্তব্য
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া মন্তব্যটা খুব খারাপ লাগলো 🙁
এই মন্তব্যের ব্যাপারে আপত্তি জানায়ে গেলাম। স্পষ্টতই ব্যক্তি আক্রমণ করা হয়েছে। যদি নিজের কোন সমালোচনা লেখক পজিটিভলি না গ্রহণ করতে পারে তাহলে কোন রকম মিথস্ক্রিয়ায় না যাওয়াই ভালো।
যতদূর জানি এই লেখকের পূর্ণ সদস্য স্ট্যাটাস আছে বিধায় পোস্ট মডারেশনে না গিয়ে সরাসরি পোস্ট হয়। একজন পরিপূর্ণ সদস্যের কাছ থেকে এত বানান ভুলে ভরা পোস্ট অনাকাঙ্খিত এবং কাম্য নয়। লেখক নিজে যদি বানানের ব্যাপারে সচেতন না হতে পারে তাহলে তার পোস্ট আবার রিভিউ এর ব্যাপারে মত দিয়ে গেলাম।
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ
কিছু বলার নাই। সাদিক তুমি কি চিন্তাভাবনা করে এই মন্তব্যটা করছ?
পুরোনো ব্লগারের কাছ থেকে এই ধরনের পোস্ট আসা দুঃখজনক 😐
আমার তো মনে হচ্ছে বিশাল একটা পাপ করে ফেলছি।সবার কাছে ক্ষমা চায় আমার পাপের জন্য
ফেসবুক থেকেও টাকা আয় করা সম্ভব, টিউটোরিয়াল : ফেসবুকে সহজেই টাকা আয়ের উপায়। এখানে ক্লিক করে দেখতে পারো।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফ্রন্ট- কথাটা ফ্রন্ট নয় ফন্ট
ফন্টকে ফ্রন্ট লেখাটা যে টাইপো বা তাড়াহুড়া করে লেখার ফসল না এই ব্যাপারে আমি অন্তত নিশ্চিত।
এই লেখকের দাজ্জাল বিষয়ক প্রথম পোস্টে কামরুল ভাই এর মন্তব্যের অংশবিশেষ।
যদি জয়েন করতে চান লিংকটার ইউআরএল হঠাৎ চোখে পড়ায় দেখলাম সেখানে সুকৌশলে kshourav নামের কাউকে রেফারার হিসেবে এড করে দেয়া হয়েছে।
সিসিবিতে ব্যাক্তিগত ব্যবসা/প্রচারণা মূলক, অনলাইনে কত সহজে কত বেশি টাকা কামানো যায় এই ধরণের সস্তা কোন পোস্টই সিসিবিতে ব্যক্তিগতভাবে দেখতে চাচ্ছিনা ভবিষ্যতে।
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া, ব্লগে কিছু না বলে ওনাকে ইমেইল পাঠানো যায়না???
কারণ ওনার খারাপ লাগতে পারে, মানে এটাই স্বাভাবিক। 🙂
ভাই নাজমুল (০২-০৮)
ব্লগের সমালোচনা ব্লগের মন্তব্যে করাই যুক্তিযুক্ত ...
আর ব্যাক্তিগত ব্যবসা/প্রচারণা মূলক পোস্টে তো সমালোচনা হবেই, এতে লেখকের খারাপ লাগলেও কিছু করার নেই।
সমালোচনা যদি খারাপই লাগে ... বিতর্কিত বিষয়গুলো নিয়ে পোস্ট না দিলেই হয়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বুঝলাম না.........লেখক নিজেই পুর্বের ইন্টারনেট থেকে আয় সংক্রান্ত একটা পোস্টে এই মন্তব্যটি করেছিলেন,
এটা অনেকটাই সমালোচনামুলক বলে আমার মনে হল.....অথচ তার কয়েকদিন পরেই মন্তব্যকারীর এই পোস্ট দেখে মনে হচ্ছে...........
থাক, বাদ দেই, আগের লেখক ডলার, আর এখন ইউরো....... :clap: বাহ বাহ !!! রুপাইয়া কামানোর পোস্টও মনে হয় কয়েকদিনের মধ্যে এসে যাবে.....অপেক্ষায় রইলাম। :dreamy:
ইন্টারনেটে আয় পোস্টে সাদিক ভাইয়ের মন্তব্য
খুবই হতাশাজনক সাদিক
ভাইয়া আর বন্ধুরা সবার কাছে নত মস্তকে ক্ষমা চাচ্ছি।তবে আমার একটা অভিযোগ আছে বানান ভুল না ধরে যদি এমন কথা বলতেন যে এটা ফেক এর পক্ষে কিছু প্রমাণ দিতেন অনেকে উপকৃত হত।আমিও হয়ত নতুন কিছু জানতাম।
বানান ভুল না ধরে, এটা যে ফেইক তার পক্ষে কিছু প্রমাণ দিলে অনেকে উপকৃত হবে ...
আর বাক্য গঠন এবং বানান ভুল ধরে দিলে তোমার উপকার হবে ...
কোনটা চাও ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
Sadik,
Nice topic,
Nice writing.
Carry on brother.
Once people used to say rubbish regarding Jibonanando das's poetry.
Anyway brother never mind.
Tagore said, " ekla cholo re".
Though your idea is much more thoughtful because you wanted to add All of us with your campaign. Great.
But how many of us are member in cadet college blog? 1000/2000. May be more.
But brother think big...
Talk or contact with our great IT specialist Sajib Wajed Joy. He may add this thing with his Digital bangladesh Program. Obviously it would be great then. Whole Bangladesh will be beneficiary with this program.
Every one shall get a unaico/ sitalk membarship card with their voter id.
Bangladesh tumi egiye zao.
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
=))
=)) =))
নাজমুল (০২-০৮)
জুলাই ৮, ২০১১ at ৫:৩৮ পুর্বাহ্ন |
রেজি করতে পারিনাই্, আমার সব ইমেইল দিয়াই নাকি আগেই খোলা 🙁