আমি ব্লগের একদম নতুন সদস্য। আজকে কমেন্ট দেখতে যেয়ে দেখি আমাদের এক বড় ভাই লিখেছেন ক্যাডেটরা নাকি খুব ভালো স্বামী হতে পারে।আমিতো এখনও স্বামী হতে পারিনি বহুত দেরি :(( :((
যা হোক নিজের অভিঞ্জতা থেকে বলছি যে আমরা আসলে পার্টনার হিসেবে অসাধারণ।কারন আমরা একটা সর্ম্পকের মূল্য খুব ভালো করে বুঝি,সেটা যে ধরনের সর্ম্পকই হোক।আমরা বন্ধু হিসেবে ভালো, ক্যাডেটদের বন্ধুর সংখ্যা বরাবর বেশি। এই নিয়ে মায়েদের অনেক চিন্তা।ওসব কথা থাক আজ দেখি আসলেই কি আমরা প্রেমিক হিসেবে ভালো।
আমরা প্রথমেই একটু জানার চেষ্টা করি আসলে একপিস ভালো প্রেমিক হতে হলে
কি কি গুণাবলি থাকার দরকার???
প্রথমত প্রেমিকার ব্যাপারে হতে হবে আপোসহীন বন্ধুদের সাথে আড্ডা আছে বলে ডেটিং এ ফাকি এসব চলবেনা।কোন কাজে সেই অগ্রাধীকার পাবে।
কোন মিথ্যা বলা যাবেনা তাকে কোন ব্যাপারে,সব কথা তাকে সব বলতে হবে।জীবনের
সবকিছুর মালিক তাকে বানাতে হবে।মানিব্যাগের কথা আর নাই বললাম।আরো হয়ত
অনেক কিছূ আছে আমি তো নিজেই ভালো প্রেমিক না তাই বলতে পারছিনা।
তবে একটা গুণ থাকা খুব দরকার সেটা হল যাকে ভালবাসি তাকে কাছে রাখার ক্ষমতা।যেটা অনেকের থাকেনা,আমার নেই।আমি জানি আমরা প্রচন্ড ভালোবাসতে পারি কারন আমাদের জীবনে
ভালবাসার একটু কমতি থাকে।কেউ একটু ভালবাসে তো আমরা তার জন্য সব কিছু করতে পারি।
আমার কি মানে ক্যাডেটরা আসলে খুব ভালো হয়।কারন আমাদের স্কুল-কলেজ জীবনটা কাটে নারী সত্ত্বা ছাড়া,মানসিক ভাবে নারীদের প্রতি আমাদের দৃর্ষ্টি ভঙ্গি হওয়া উচিত ছিল যুদ্ধ ফেরত সৈনিকের মত।
আমরা মানুষ আমাদের জীবনে প্রেম আসবে একবার আমার বিশ্বাস এটাই। অনেকে দ্বিমত
পোষন করতে পারেন আমি জানি।কিন্তু এটাই সত্যি একবারই ভালবাসা যাই।আর প্রথম
প্রেমের স্মৃতি ভোলা আর নিজেকে ভোলা একই কথা।
আমার জীবন দিয়ে আমি বুঝেছি ভালবাসা হারানোর কত কষ্ট।তবুও আমি বলবনা কাউকে ভালবেসোনা।তবে এটুকু বলব এমন কাউকে ভালবাস যে জীবনের সবচেয়ে কঠিন মুর্হুতেও তোমাকে ছেড়ে যাবেনা।তোমার কোন অপুর্ণতা যার ভালবাসার পরিমাণকে কমিয়ে দেবে।জানি
এরকম কাউকে খুজে পাওয়া অনেক দুষ্কর কিন্তু কাছাকছি তো পাওয়া যায়।
আমরা যারা খুব ভালবেসে কাউকে হৃদয় দিযেছি তাদের জন্য শুভ কামনা সবার
ভালবাসা যেন সুখী জীবনের মধ্যে দিয়ে শেষ হয়।
আর আমার মতের সাথে কি সবাই একমত যে
“ক্যাডেটরা ভাল প্রেমিক”
৩৫ টি মন্তব্য : “প্রেমিক হিসেবে আমরা কেমন??????”
মন্তব্য করুন
১ম
কিছু ক্ষেত্রে একমত না। সব ক্যাডেট ভালো প্রেমিক হইতে পারে না
রবিন ভাইয়ের সাথে সহমত
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঐ
ভাল কিনা বলতে পারবনা তবে আমি ক্যাডেটসূলভ ডজার প্রেমিক :grr:
আর কিভাবে একটা ছেলে ডজার হতে পারে এই বিস্ময় কাটাতেই মেয়েরা কেন যেন আগ্রহী হয়।হয়ত লাইনে আনার অপচেষ্টা করে :khekz: :goragori:
কোনো মেয়ে ডজার ক্যাডেট খুজলে খবর দিয়েন তো 😉
তার মানে তোমার লেখার মূল কথা- ভালো প্রেমিক হতে হলে ক্যাডেট হতে হবে? :-B এটা কি সম্ভব? 😮 তাহলে তো সারাদেশে সব স্কুল-কলেজকে ক্যাডেট কলেজ বানাতে হবে!! ~x( সেটাও কি সম্ভব? ;;) আমি তো এমন ক্যাডেটের কথা জানি যে বউ পেটায়!! 🙁 🙁 🙁
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই আমি একটা বড় করে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিলাম শেষে.
কাউকে ভালবেসে প্রেমিক হিসেবে তুমি নিজেকে যদি বিসর্জন দিয়েই দাও আর মেয়েটা তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তোমার কি হবে? যেহেতু তোমার মতে ভালবাসা একবারই হয়। তুমি তো নিঃশেষ হয়ে যাবে। আমি তোমার মত এটা বিশ্বাস করলে যে ১ম প্রেম ভুললে নিজেকে ভোলা হবে তবে তো ক্লাস ৬ থেকে নিজেকে ভুলে আছি আমি 😛
ইচঁড়ে পাকা টার্মটাও দেখি তোমার জন্যে কম হয়ে যায় ......
শার্লী ভাই ওটাতো প্রেম না আসলে ওটা যে কি আল্লাহও জানেন না
তুই খুব ভাল জানিস মনে হয়??? =))
:(( "আমার ফুটবলপ্রীতি"র সেই ডাচ কন্যার সাথে আমার পরিচয় আরো ছুডকালে :shy:
তোর জন্য সেটাই তো স্বাভাবিক :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
x-( x-( x-( ভালো পেরেমিক হওনের ক্ষেত্রে ৩ টা শর্ত মাইনা চলার বাধ্যবাধকতা আছেঃ
১) :just: ফ্রেন্ড যা বলবে সেইটাই ঠিক,সেইটাই শেষ কথা।
২) :just: ফ্রেন্ডকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে হবে।
৩) কোন বিষয়ে :just: ফেরেন্ডের সাথে তর্ক করা মানে নিজের আয়ু ক্ষয় ছাড়া কিছু না এইটা সর্বদা মাথায় রাখতে হবে।
কোন হালায় যে এই পেরেম আবিষ্কার করছিল তারে যুদি একলা একবার পাই হাতের কাছে :duel: :duel: :duel:
:goragori: =))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
🙁 হাসিস না রে,হাসিস না।কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে :(( :((
ঐ
মাশরুফ ভাই,এটা কি আপনি বলছেন??
মাসরুফ ভাইয়ের তো আবার প্রেম নাই, সবই :just: ফেরেন্ড 😀 😀
তো ভাই, আমাদের যাদের just friend নাই, আমরা কি সারাজীবন সিঙ্গেলই কাটায়া যামু? :((
সাদিক, ভালো লিখসছ :thumbup:
ক্যাডেটদের প্রেমিকারা কিন্তু অন্য কথা বলে থাকে।
তারা মাঝেমধ্যে আমাগো ক্যাডেটীয় ফেরেন্ডশিপের আতিশয্য
দেইখা মহাবিরক্ত হয়। তা হইবেনা ক্যান?
কলেজের ব্যাচমেট বা জুনিয়র কিংবা সিসিবিতে আইসা ব্লগিং-এর কথাই ধরা যাক।
পক্ষপাতটা কোথায় যাইতেসে বন্ধুসকল? 😀 😀
আমি একমত না। প্রেমিকার জন্য কোনো ভাবেই ক্যাডেটীয় ফেরেন্ডশিপের আড্ডা মিস করা যাবে না।
প্রেমিকার মতামতের গুরূত থাকবে, কিন্ত তাই বলে সব কিছুর উপরে না, আর যে প্রেমিকা মানিব্যাগটা কে গুরূত দিবে তার কোনো দরকার নাই। আর সবচেয়ে বড় কথা হলো
আমাকে ভাল বাসা মানে আমার ক্যাডেট সত্তাটাকে ও ভালোবাসা।যে এটা মেনে নিতে পারবে আমার মনে হয় তার সাথেই ঘ'র বাধা উচিত।
আর এটা আমার একান্তই নিজের চিন্তা ধারণা।
ভাই আমি আপনার সাথে একমত।
:hatsoff: :hatsoff: :hatsoff:
এই ধরণের কাজ যে হালায় করবে..... :gulli2: :gulli2:
ক্যাডেটরা প্রেমিক হিসেবে কেমন ------ এইটা ক্যাডেটদের প্রেমিকা / স্ত্রীরাই ভালো বলতে পারবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ভালো হওয়ার কথা।
আরে ক্যাডেটরাও তো মানুষ । আর মানবীয় দোষ-গুন সবই কম বেশি আমাদের মাঝে আছে । তাই একজন ক্যাডেট যদি ভাল মানুষ হন তাহলে উনার ভাল প্রেমিক হবার সম্ভাবনা বেশি । আর যেকোন ধরনের রিলেশনে সততা একটা বড় ব্যাপার । প্রেম একবার আসে এটতেও আমার আপত্তি । প্রেম বেশ কয়েকবার আসতে পারে । তবে সফল পরিসমাপ্তি, যেটা আমরা অনেকেই বিয়ে বিবেচনা করি, হয়তো একবারই আসে ।
ক্যাডেট'রা বুঝি মানুষ না?
একজন ভালো মানুষ মাত্র'ই ভালো ছেলে, ভালো প্রেমিক, ভালো স্বামী, ভালো বাব্ ভালো জামাই হতে পারবে। 🙂
চমৎকার উত্তর। :thumbup:
ক্যাডেটদের পক্ষে কি সেটা সম্ভব...????
বুঝলাম না 😕 😕
তোর বিঝে কাজ নেই =(( =((
প্রেম্পিরিতি মাইন্সে করে... টাইম্নাই .... 😛
Hi!
This is Ahmad (CCR, 14th batch, 1988-94), married for two and a half years.
I don't know how cadets are as lovers or husbands, but it's for sure that in most cases, they are loyal, devoted and good friends to their partners.
চ্যারিটি বিগিনস এট হোম
=)) =)) =)) =))
তুহিন ভাই কি কিছু কইলেন??????? :-B :-B :-B