ডুরাভিলে আমাদের বাড়ীতে একটা কাঁচের ছাদওয়ালা ঘর ছিল। আমি বলতাম আমার মেঘের বাড়ী। আবহাওয়ার খবর না শুনেও আমি সেই ঘরে বসে টের পেতাম মেঘের ডমরু অথবা মধ্য রাতের ঝুম বৃষ্টি। আকাশের রাগ, অভিমান, উল্লাস অথবা চীৎকারে বা শীৎকারে আমার আশ্রয় সেই কাঁচের ঘরটি। টিনের চালে বৃষ্টির কান্না শোনা মানুষ আমরা, আমাদের কি আর মন ভরে কাঁচের চালের বৃষ্টিতে? আমার কিন্তু মন ভরতো ঐ টুকুতেই। বৃষ্টি নিয়ে মাত্রাতিরিক্ত ভাবালুতা আমার কোন কালেই ছিল না। আমি বরং বৃষ্টি এলে কপালে তিন ভাঁজ ফেলে ভাবতাম ইশ! এই না পাস্তা বানালাম মোটে, এখনই খিচুরীর আয়োজনে নামতে হবে সব ফেলে! ইলিশ নামাও তো কালি জিরা চালের জোগাড় যন্তর করো এক হাতে। মায়ের বানানো আচার খুঁজে পেতে বের করতে হবে আর বাঘা বাড়ীর ঘি নইলে তো জীবন বৃথা! আর যদি বা অফিসে থাকি ভাবতে বসি, তারার স্কুল ব্যাগে পার্পল রঙা কুটিস মুটিস ছাতাটা আছেতো আজ? বাড়ী ফিরে ভেজা চুলে বসে নেইতো মেয়েটা?? নুয়ে পরা প্যানসি অথবা বহু কষ্টে বেড়ে ওঠা তিন হাতের বাগান বিলাসের কি হলো তাই ভাবতে থাকি।
আমার সেই মেঘের বাড়ী থেকে এন্ড্রোমিডা দূরত্বে থাকি আমরা এখন। আজ আধাবেলা রিমঝিম বৃষ্টিতে কাটালাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে। বই হাতে বাইরে তাকিয়ে দেখি, দেয়ালের ঐ পাড়ে কে যেন হেঁটে গেল ধূসর হুডিতে মুখ ঢেকে…দুটো মেয়ে বৃষ্টিকে উপেক্ষা করে স্বাস্থ্য রক্ষার নিমিত্তে খুব দৌড়ুচ্ছে দেখি! ইউনিভার্সিটির একটা ছেলে বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্বি ব্যাকপ্যাক নিয়ে পারকা চড়িয়ে হাঁটছে। রাস্তার ওপারে স্টারবাক্স থেকে একটা ফ্রাপাচিনো আনতে যেতে যেতে ভাবি, মেঘের বাড়ী না থাকুক এট লিস্ট মেঘ তো আছে আকাশ জুড়ে আর সেই মেঘের আড়ালে লুকিয়ে আছে ঝলমলে একটা দিন!
:hatsoff:
ধন্যবাদ বন্ধু, পড়বার জন্য! 🙂
একটা কাব্য কাব্য গন্ধ পেলাম।
এই থিমে চমৎকার কবিতাও হয়।
ভাল লেগেছে।
:hatsoff: :hatsoff: :hatsoff:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সত্যি তো, ভাইয়া! একখানা চমৎকার প্রেমের কবিতা হতে পারে এই থিমে... চাইলে বিরহেরও!
পড়বার জন্য ধন্যবাদ! 😀
কবিতার মত করে আবৃত্তি করলে কেমন হয়, দেখিতো?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
রেকর্ড করে শোনাতে হবে কিন্তু, ভাইয়া! 🙂
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
এইযে শোনো। এইখানে...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমি এবার সত্যি বাকরুদ্ধ, ভাইয়া! :hatsoff: :hatsoff:
এতো ব্যাস্ততার মাঝেও আপনি যে সত্যি সত্যি আমার সামান্য এই লেখাটি এতো চমৎকার করে পাঠ করবেন ভাবতেই পারি নাই। 🙂 ভীষণ সম্মানিত বোধ করছি।
চমৎকার কণ্ঠ আপনার। বহুমুখী প্রতিভা বলতেই হবে। :boss: (সম্পাদিত)
সারপ্রাইজ... ;;;
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
খুবই সারপ্রাইজড, ভাইয়া! ::salute:: ::salute::
:boss: :boss: :boss:
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
😀 😀 😀
সশব্দে পড়তে গিয়ে দেখলাম চমৎকার একটা রিদম পাচ্ছি।
এরপর রেকর্ড না করে আমার করে আমার কোন উপায় ছিল না।
বাই দ্যা ওয়ে, এখন থেকে এই কাজ টা সব কবিতার জন্যই প্রযোজ্য হবে।
যেগুলো পড়ার সময় এইরকম রিদম পাবো, আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
😀 😀
দারুন পারভেজ ভাই, এবার অডিও ব্লগ চাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোমার অডিও ব্লগের আইডিয়াটা ফাট্টাফাটি, আকাশ! 😀 অনেক পছন্দ হয়েছেরে!
অডিও ব্লগ?
ভাল আইডিয়া। ক্যামনে করে, দেখতে হবে।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অসাধারণ লাগল পাঠটুকু পারভেজ ভাই।
আশা করি আরো অনেক শুনতে পাব আপনাকে।
ভালবাসার সুরভিটা ট্রাই করতেছি আপাততঃ।
ঐটা হলে পরে অন্য একটায় হাত দেবো।
তোমার গুলার উপরে তো চোখ লাগায় বসে আছি কবের থেকেই।
এত খাদ্য চারিদিকে, দেখি কোনটা রেখে কোনটা খাই......
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাইয়া রকস!! : ::salute::
দুদিন সমানে কেশে যাচ্ছি। তাই তোমার অত বড় কবিতা ট্যাকেল করতে পারবো না।
আজরাতে নূপুরেরটাই দিলাম।
ঠান্ডাটা আগে কমুক, তার পরেই না হয় তোমারটা ধরি?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
গেট ওয়েল সুন, ভাইয়া!
আমার এখন একটা কাঁচের ছাদওয়ালা ঘর লাগবে :((
আপনার একের পর এক লেখায় বলতে বলতে প্রশংসা বাক্য সব শেষ হয়ে গেছে, এখন ডিকশনারি ছাড়া গতি নেই 😕
বৃষ্টি আমি খুব ভাল পাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমাদের এখানে জানো প্রকৃতিকে দেখবার এতো আয়োজন চারপাশে... শুধু দরকার একজোড়া মুগ্ধ চোখ! আমেরিকানদের অত কাব্য করবার সময় কোথায় বল? তাই আমরা অপার বিস্ময়ে প্রকৃতির লীলাখেলা দেখি! 🙂 মেঘের বাড়ী নাই তো কি হয়েছে বলো, আকাশজোড়া মেঘ আর ঝুম বৃষ্টি তো রইলই তোমার জন্য! 😀
তোমার প্রশংসা বাক্য শুনে লাল নীল হয়ে যাচ্ছিরে...
এত্তোগুলা থ্যাংকস পড়বার জন্য! 🙂
কী আর বলবো আপা? আপনার লেখাটা খুবই পচা হইছে। 😛
এত পচা লেখেন কীভাবে? 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
তোমার মতো পচা লেখার তালে আছি, সামিউল! 😛
সাবিনা, তোমাদের এত তাড়া কিসের বলোতো? কেবল এক্টু নড়েচড়ে বসলাম, শেষ করে দিলে! কাল এই কাজটা তাওসীফ করলো, আজ তুমি। এভাবে লেখাগুলোর সাথে অবিচার করা কি ঠিক?
চুইং গামের মিষ্টি টুকুই মজা, জানো! বাকি টুকু চর্বিত চর্বণ... 😛
অফ টপিকঃ তুমি কি শুভ'র বড় ভাই?
আমি সব সময় এক বাক্স চুইংগাম নিয়েই ঘুরি। কৃপণতা ছাড়ো আর শুভ কে ভাই? ওকে তো চিনলাম না, তারপরেও শুভর জন্য অনেক শুভেচ্ছা।
"কৃপণতা ছাড়ো " 😛
শুভ কে তোমার শুভেচ্ছা পৌঁছে দেবো, ওমর! শুভ আমার অনেক আদরের একটি ছোট ভাই। সিলেট ক্যাডেট কলেজ থেকে পাস করেছে।
ইচ্ছে করে আকাশ বাড়ির ছাদ
ভেঙ্গে বৃষ্টি আসুক; আসুক অবসাদ
ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে
তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত..........
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
নচিকেতার এই গানটা আমার অনেক প্রিয়, রুনা!
আমার লেখা পড়বার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। 🙂
ওয়াও আপু, কি যে সুন্দর লিখছ। অসাধারন মানুষের অসাধারন সময়।
আমাদের চারদিক এখন আলোয় আলোয় ভরে আছে, জিয়া! গাছের পাতায় রঙের মাতম চলছে, হলুদে-লালে-কমলায় সয়লাব চারদিক! 🙂
হেমন্তের এই সময়টা সত্যি অপূর্ব! শীত আসি আসি করছে, এইসব শীতেরই আগমনী বৃষ্টি...
পড়বার জন্য অনেক ধন্যবাদ! 😀
আসলেই আমার বন্ধু সাবিনা অসাধারণ।তুমি ঠিকমতোন চিনতে পেরেছ জিয়া হায়দার।আরো লেখা চাই সাবিনা। :boss:
তুই যে এতো ব্যস্ততার মাঝে আমার এইসব বগর বগর পড়িস তাতেই আমি ধন্য, লুবনা!
বাড়ির ছাদটা কাচের হবে - এরকম ইচ্ছে আছে বহুদিনের, রাতের আকাশ দেখব, বৃষ্টি দেখব, জ্যোস্না দেখব, তারা দেখব... :dreamy:
পারভেজ ভাই এর রেকর্ডিংটা শুনলাম। অদ্ভূত সুন্দর লাগল। ব্যাক গ্রাউণ্ডে হালকা মিউজিক থাকলে এবং কয়েকবার প্র্যাকটিস করে রেকর্ডিং করলে মারাত্মক একটি গদ্য কবিতা হয়ে উঠবে। 🙂 🙂
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পুলকিত।
তোমার দেহ-কাব্য-২ টাও হবে নাকি?
পড়ে দেখি বার কয়েক......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
সিসিবিতে নতুন মাত্রা যোগ হলো পারভেজ ভাইয়ের কল্যাণে... সো এক্সাইটেড! 🙂
আমরাও!
:boss: :boss: :boss:
গৌড় দেশে জন্ম মোর – নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল। জাত-বংশ নাহি মানি – অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে।
🙁 🙁
আপু, আগে যে বলছিলাম, তুমি সিসিবি-তে ঝড় তুলে দিয়েছো, ভুল বলেছি।
তুমি আসলে সিসিবিতে আগুনই লাগিয়ে দিয়েছ।
আর এই শীতের শুরুতে সেই আগুনের আঁচ নিতে দলে দলে সবাই হাজির হচ্ছে তোমার আচল তলে।
একটা কথা প্রায়ই বলি, যে কোন কাজ যদি কেউ অনেস্টলি করে, কোন মতলব ছাড়া করে, কিভাবে যেন সবাই তা বুঝে যায়।
আর তা যত তুচ্ছই হোক সেটা কে ঠিক ঠিকই সম্মান করে।
সেইখানে তোমার এই বড় বড় অনেস্ট এফর্টগুলার সম্মান পাওয়াটাতো অতি সাধারন একটা ফলাফল।
সিমপ্লী লাভিং দ্যা হোল স্টেট অব এফেয়ারস...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমি সাত ভাইয়ের চম্পা বলে হয়তো আদরটা একটু বেশীই পাচ্ছি, ভাইয়া! 😀 এতোখন চুপ করে বসেছিলাম ঘাপটি মেরে... আর পারা গেল না গো! 😛
তাহলে কি আজ থেকে তোমাকে পারুল আপু পারুল আপু বলে ডাকবো?
এই দেখ গানটা...
অথবা এইখানে..
আর লতা মুনঙ্গেশকরের কণ্ঠে এটা.
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
কত্তদিন পর যে শুনলাম... 🙂
আর এইটা হলো কবরি স্পেশাল অরিজিনাল সাত ভাই চম্পা
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আহ! কবরী!! মিষ্টি যেন গুড়! অনেক ধন্যবাদ, ভাইয়া! 😀
কমেন্ট করবো করবো করে করা হচ্ছিলো না। আজকের আবহাওয়ার পর ভাবলাম না বাসায় এসেই কমেন্টাইতে হবে। অনেক হইসে আর না। সন্ধ্যায় ৩৭ ডিগ্রী নিয়ে বের হলাম। ঝিরিঝিরি বৃষ্টি। আর চারটে সংখ্যা পরেই বরফের শুরু কিন্তু না সেটা কেন হবে!? এই এলাকার মানুষগুলো বছরের যেই সময়েই বৃষ্টি নামুক গালিগালাজ শুরু করে দেয়। প্রথমে বুঝতাম না কেন। এখন বুঝি কেন ওরা এমন করে। ৩৭ ফাঃ তে বৃষ্টিতে ভেজার চাইতে আমি ২০ফাঃ এর ঘরে তুষার ঝড়ে হাঁটতে রাজি আছি। অন্তত ভেজা লাগে না। 🙁 দেশে যেতে চাই। বৃষ্টিতে ভিজতে চাই। যেই বৃষ্টি স্বস্তির পরশ বুলিয়ে দেয়। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এইতো মোটে আর ক'টা দিন, মোকা! তারপর... আহ! তখন যেন বলো না পেঁজা তুলোর মত স্নো গুলা মিস করছো! B-)
আপা স্নো ঠিকই মিস করবো! আমার এই সিঙেল ডিজিটের ঘরে বৃষ্টি ভালো লাগে না! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:(( :((
সাইডওয়াকে নতুন বরফের প্রলেপ পড়া শুরু হয়েছে। আজকে বাসায় আসার সময় আরেকটু হলেই মাইকেল জ্যাকসন হয়ে গিয়েছিলাম। 😛 :tuski:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পড়া শুরু করতে না করতেই শেষ হয়ে গেল। পুরাই হাওয়াই মিঠাই ব্লগ দিসেন,আপু। মুখটা মিষ্টি হতে না হতেই মিলিয়ে গেল 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
হাওয়াই মিঠাই ব্লগ! ওয়াও... কী চমৎকার করেই না কথা বলো তুমি, জিহাদ! 😀 অনু ব্লগ না বলে হাওয়াই মিঠাই ব্লগ শুনতে আরো বেশী ভাল লাগছে।
মেঘের বাড়ী না থাকুক এট লিস্ট মেঘ তো আছে আকাশ জুড়ে আর সেই মেঘের আড়ালে লুকিয়ে আছে ঝলমলে একটা দিন!
:clap: :clap: :clap: