আমার প্রেম এখনো থমকে আছে কাঁধ ছুঁই ছুঁই চুলে!
দেড়শ বছরের পুরনো এই শহরে এখনো যুবকের কাঁধ অবধি ঝাঁকড়া চুল দেখলে
চমকে উঠি।
গলার স্বর নামিয়ে বলতে ইচ্ছে করে, এই শোন!!
আমার প্রেম এখনো থমকে আছে কাঁধ ছুঁই ছুঁই চুলে!
দেড়শ বছরের পুরনো এই শহরে এখনো যুবকের কাঁধ অবধি ঝাঁকড়া চুল দেখলে
চমকে উঠি।
গলার স্বর নামিয়ে বলতে ইচ্ছে করে, এই শোন!!
ফার্স্ট! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀
মারাত্মক ভাল লাগল, অসাধারণ!! :clap: :thumbup:
অঃটঃ ১। আপা, শিরোনামটা কি Mirage? :-B
২। দেড়শ বছরের পুরনো শহর- কোনটা? :-/
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লেখার শিরোনামটি আমার বন্ধু রুনা পাঠিয়েছেন জার্মানি থেকে। 🙂
ভার্চুয়াল লাড্ডু আর রসকদমের বিনিময়ে তিনি আমার অশেষ যন্ত্রণা (এমন কি মন্ত্রণাও) সহ্য করে চলেছেন 😛
🙂
ফরাসী শব্দ মিরাজ মানে হলো দৃষ্টি বিভ্রম (optical illusion) 🙂
আরো সহজ করে বলতে পারি মিরাজ মানে হলো মরীচিকা 🙂
ঠিকই সন্দ কর্ছিলাম... :-B ;))
তা না হলে জাতি প্রশ্ন করত - ''এই মিরাজ ভাই কিডা?'' 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:chup:
সরি, তোমার আধা প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলাম... B-)
আমি যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকি যা প্রায় পৌনে দুশো বছরের পুরনো... কবিতার খাতিরে দেড়শো বছর লিখলাম! 😛
এই হইলো দেড়শো বছরের শানে নুজুল... 🙂
এখন আবার বলো না ঝাঁকড়া চুলের মানুষ টা কিডা 😛
হা হা হা... থাক! কিছু কথা থাক না গুপন... ;)) ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ক্যাডেট প্রজাতির হলে এট লিস্ট ঝাঁকড়া মাকড়া চুল রাখতো না... 😛
কি যে কও আপা, বের হবার পর কত জনে কত নক্সা করে!! ;)) ;))
ঝাঁকড়া চুল তো খুবই সাধারণ... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও খানিক নক্সা করেছিলুম, জানো 😛
আমার বয় কাট চুল গুলাকে প্রায় দীঘল কালো বানিয়ে ফেললুম 😛
আমি দীঘল কালো চুলের ব্যাপক ভক্ত! তাই এটাকে নক্সা মানতে আমি নারাজ... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও তোমার দলে 😛
দীঘল কালো চুলরে নকশা বলতেসেন আপা?! 😕 এইতো সেদিন এই ঠান্ডা এলাকায় প্রায় কোমর ছোঁয়া চুলের স্বর্ণকেশী দেখে বেহায়ার মত বললাম, "wow that's the definition of long beautiful hair" 😛 দেশে হইলে খাইতাম জুতার বাড়ি। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দেশে কাউকে কেনো যেন কিছু বলা যায় না। অথবা কে জানে, আমরা হয়তো ভদ্র ভাবে বলতে শিখি নাই কথা। অথচ এখানে আমরা কিন্তু হামেশাই কমপ্লিমেন্টস দিচ্ছি বা পাচ্ছি... কেউ কিন্তু কিছু ভাবছি না! একটা মিষ্টি হাসি দিয়ে থ্যাংকস বলে চলে যাচ্ছি!
কি খুশি হয়েছিল মেয়েটা। এইকান ঐকান বিস্তৃত হাসি দেখেই তো ভাল লাগে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
😡 😡 😡 মোকা ভাই
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
মিরাজ বা ফরাসী উচ্চারণে বললে মিহাজ/স এর মাঝামাঝি কিছু একটা! "হ" টা আসবে আরবীর মত কন্ঠের ভেতর থেকে। আমি মিরাজ ভাই কিডা জিগাইতে গিয়া মাইর খাই নাই তাইলে! ;)) ;)) ;))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তোমার জন্য একটু ইউ টিউব ঘাঁটাঘাঁটি করলাম, আমরা কিন্তু আমেরিকাতে মিরাজ ই বলি, জানো! 😛
... http://www.youtube.com/watch?v=kCd3OQJD3I8
নতুন নতুন ফরাসী শিখতেসি। ইংরেজীতে মিরাজ। ফরাসি উচ্চারণ করলে ঐ খটোমটো উচ্চারণ! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কত কী অজানারে 😛
অনেক ধন্যবাদ 🙂
এইবার ফৌজি জ্ঞান জাহির করি। মিরাজ ২০০০ বিখ্যাত ফরাসি জঙ্গী বিমান। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
জানার কুনু শেষ নাইকো 😛
ঝাকড়া চুলের মিরাজ ভাই, কে যেন আপনাকে ডাকে :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমাদের এখানে সবচেয়ে বড় শাড়ীর দোকানের নাম মিরাজ। ভারতীয় দোকান সেটি। একদিন মিরাজে যেতেই একজন বিরক্তিকর সেলস পারসন পেছন পেছন ঘুরে ঘুরে জ্বালাচ্ছেন খুবই!
দিদি এইটা নাও, ঐটা তে তোমাকে পরীর মত দেখাবে... দিদি তোমার জন্য কী করতে পারি বলো দিকিনি!
তাকে জিগ্যেস করলাম, আপনাদের দোকানের নাম মিরাজ কেনো? উত্তরে তিনি বললেন, মালিকের নাতীর নাম মিরাজ পাঞ্চল 😀
শোনার পরে এই অনুভূতি হয় নাই আপা?! :bash: :bash:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মনে হয়েছে জগত আনন্দময়! :brick:
:)) :)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মিরাজ ভাই তাইলে ভালই পয়সাওয়ালা পার্টি দেখা যায়, পাত্র হিসেবে মন্দ হবে না... ;)) ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মন্দ নয়কো পাত্র ভাল 😛
রঙ যদিও বেজায় কালো! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তার ওপরে মুখের গঠন
অনেকটা ঠিক পেঁচার মতন 😛
এর পরের কবিতার শিরোনাম কি হবে, আপা? বিলাজিও (Bellagio)?? 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইতালীর বেলাজিও?
বিলাজিওর ড্যান্সিং ফাউন্টেইনটা কিন্তু সেই রকম দেখতে। গানের তালে তালে নাচে! B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মুভিতে ,টিভিতেই দেখে গেলাম- বাস্তবে এখনো দেখা হইল না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরেকটা মুভির স্বাদ আস্বাদন করেন তাইলে। একদম ড্যান্সিং এর রাজার একটি গানের সাথে! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আহ! কী যে সুন্দর! 🙂
থ্যাংক ইউ, মোকাব্বির! 🙂
স্বাগতম আপা। দেশে ফেরত যাবার আগে আরো একবার ঢুঁ মারা ইচ্ছে আছে। দেখা যাক। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
জলের গানের মতো জলের নৃত্য... ডান্সিং ফাউন্টেন কিন্তু ফাট্টাফাট্টি 🙂
না আপা, লাস ভেগাসের... মিরাজ এর পরশী... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওটা নিয়ে তুমি লিখো 🙂 জমবে ভাল 😛
লাস ভেগাস বেড়াতে যাবার কখনো সুযোগ হলে তারপরে লিখপানে... ;;) ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙂
খুব ভালো লাগলো কবিতাটা আবার খারাপও লাগলো ভাবার্থে । রসগোল্লাটা সত্যি চমৎকার হইছে।
রসগোল্লার চাইতে মন্ডা প্রিয় আমার 😛
কবি,
এতদিন কোথায় ছিলেন :-/
:awesome: হয়েছে।
পুরাদস্তুর বাঙ্গাল
:guitar:
কবি এতোদিন সিসিবির মধুর হাঁড়ির খবর জানতো না যে! 😛
আমার বন্ধু লুবনা বাংলাদেশ থেকে তোমাদের কাছে গছিয়ে দিয়ে গেলো আমাকে 😛
ধন্যবাদ 😀
লুবনাকে ::salute::
পুরাদস্তুর বাঙ্গাল
ফাটাফাটি রকমের হইছে সাবিনা। :thumbup:
😡
মাত্র চারটা লাইন কিন্তু কি একটা স্বপ্নীল ভাললাগার পরিবেশ তৈরী করেছে তা।
একেই বোধহয় শিল্পোত্তির্ণ হওয়া বলে। মুগ্ধ......
তবে কনসেপ্টটার সাথে মতদ্বৈত্যতার অবকাশ আছে।
কেবল একটি ফিচারে বেইজ করে যে আকর্ষণ বোধ, তাকি প্রেম? নাকি মুগ্ধতা?
প্রেম কি এত হালকা হয়? হওয়া উচিত?
একপক্ষের এই মুগ্ধতাকে প্রেম ভাবাটা কি ঠিক? তাতে দুজনের সমান অংশগ্রহন না থাকাটাই তো স্বাভাবিক। এই অসম মুগধতা কে প্রেম ভেবে তা থেকে কারো কষ্টের সূত্রপাত হলে কবি কি সেই কষ্টের দায়ভার নেবেন?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
এই প্রথম সিসিবিতে আমার চাইতেও অপেক্ষাকৃত তরুণ কাউকে পাওয়া গেলো। 🙂 আমি সিসিবির সদ্যোজাত সদস্য 😛 , এখানে আসার পর থেকে খানিক সংকুচিত হয়ে ছিলাম এই ভেবে যে আমার সমসাময়িক লোকজন কি এই জগতে কেউ আর নাই? 😛 আপনাকে পেয়ে ভাল লাগলো। 😀
আপনার মন্তব্য পড়ে খানিক বিগলিত হয়ে আছি, ভাইয়া! 😛
অনেক ধন্যবাদ আমার সামান্য লেখাটি পড়বার জন্য! 🙂
ঝাঁকড়া চুল ছেলেটির অনেক ফিচারই হয়তো পছন্দ ছিলো প্রেমিকার, নয়তো প্রেমে পরবে কেনো! 🙂
অন্য সব গুণপনার মাঝে ধরে নেয়া যায় তার এই চুলের ফ্যাশনই তাকে আলাদা করে রেখেছিল সবার থেকে। তাই কাঁধ অবধি ঝাঁকড়া চুল দেখলেই তাকে মনে পরে! এই মনে পরা ব্যাপারটি মুগ্ধতাকে অতিক্রম করেছিলো বলে ধারণা করা যেতে পারে। 🙂
অণু কবিতায় এক চাইতে বেশী কিছু বলা যায় না যে 😛
এতটুকু মন্তব্যের এতবড় জবাব? 😮
এইবার তো দেখতে পাচ্ছি আমারই বিগলিত হবার টার্ন এসে যাচ্ছে । :awesome:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
~x(
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
এক কাপ চা চলবে, বড়ভাই?? :teacup: (সম্পাদিত)
সিসিবিতে হঠাৎ করেই এতটা আপন করে নেয়া একজন গুনি মানুষকে ছোট বোন হিসাবে পেয়ে যার-পর-নাই আনন্দিত, পুলকিত, শিহরিত।
বাই দ্যা ওয়ে, বোন না থাকায় বরাবরই এক ধরনের শুন্যতা বোধ করি। ছোটবোনের আবদার শোনা, উপদেশ দেয়া - এসবও মিস করি।
আরেকটা অদ্ভুত জিনিষ মিস করি: একজন এমন ভগ্নীপতি যিনি বয়সে বড়, গুনপনা সামর্থেও, কিন্তু সম্পর্কে ছোটবোনের পতি হওয়ায় আনুষ্ঠানিক ভক্তি শ্রোদ্ধা দেখাতে উদগ্রিব। সম্পর্কটা নিশ্চয়ই খুবই মধুর।
কাছাকাছি বয়সের ছোটবোন পেলে ইচ্ছাগুলো মাথাচাড়া দেয়।
জানি তা পুরন আর সম্ভব না। তবে ভাবতে কিন্তু মন্দ লাগে না......
ডেডিকেটেড টু ডিয়ার সিস্টার সাবিনা...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
বুচ্ছি ভাইজান, খালি চায়ে আপনার চইলত ন... 😛
কাচ্চির স্টিকার আছে নাকি কোন সিসিবি তে? অথবা মুরগ মুসল্লাম?? ভেড়ার রেজালা আর জালি কাবাব???
আপনার স্নেহভরা লেখা পড়ে ভাল লাগলো, ভাইজান! 🙂
সাবিনা আপা, :boss: :boss: :boss:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
অনেক ধন্যবাদ আমার বাড়ী ঘুরে যাবার জন্য, মাহমুদুল! 🙂 🙂
এই সেমিস্টার শেষে আমিও... B-)
সাবিনাপ্পি রকায় 😀
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
অবশেষে তুমিও, দিবস? B-)
Love & hope ... Illusions...
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
সুন্দর কবিতার জন্য কবিকে শুভেচ্ছা!
এর পরের কথাগুলোও শোনার ইচ্ছে রইলো।