স্বপ্ন মরিচিকা
**************
একদিন ছিলে শুধু একান্তে-মননে,
গভীর ধ্যানের মন্ত্র শিরায় ছিলে মিশে,
গোপনে তোমাকে আজ ছড়িয়ে দিলাম লক্ষজনে।
একদিন সারাবেলা ছিলে তুমি তীব্র দূরন্ত আবেগ,
আজ সেই তুমি যেন শ্রাবনের-
দূরগামী উড়ে যাওয়া মেঘ।
কবিতায় ভেসে যাচ্ছো বিরহের জলে,
ভেজা ডানার উড়াল ছুঁয়ে তোমার সুদূর সীমা,
সেই তুমি আজ রহস্যের অধরা নীলিমা।
যেন তুমি এক অচেনা পথ,অজানা মন।
দূপুরে ভেজা চুলে নির্জন বাড়ীতে একা একা-
একদিন ছিলে কারও নিমগ্ন প্রতীক্ষায় পথ চাওয়া,
সেই প্রতীক্ষার কথা প্রতিটি নিশ্বাসে রবে লেখা-
রটাচ্ছে দেখ ছন্দে ছন্দে দীর্ঘশ্বাসের মত বেপরোয়া হাওয়া।
একদিন ছিলে এই লেখার টেবিলে ভোরের জেগে ওঠা সূর্য,
এখন তা গভীর রাতে তপ্ত দূপুরের দাহ।
আজ তুমি যে কারও মনের নন্দিত নতুন আলোর খেলা বা নীহারিকা,
আমিতো জানি তুমি কি,
তুমি এক আলোহীন আলেয়া,এক স্বপ্ন মরিচিকা।
****************************************************************
মাইনুল ভাই এর রিকোয়েষ্ট এ আমার ফেসবুক স্ট্যাটাসগুলো থেকে একটা চটুল প্রেমের কবিতাও add করে দিলাম 🙂 🙂
মেঘ ,হাসি
**********
বৃষ্টির হালকা ঝাপটা যখন তোমার মুখটা ছুঁয়ে দিলো,
আমি জানি তুমি অনুভব করেছো ।
যখন হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দেখলে,
আমি জানি তুমি শিহরিত হয়েছিলে ।
যখন স্মিত হেসে ক’ফোটা জল দু হাতে তুলে নিলে,
তখন আমি পাশেই ছিলাম,
বিস্মিত চোখে তোমার পানে তাকিয়ে মেঘের কোনে-
কারন আমি মেঘ হয়েও তোমার মুখে হাসি ফোটাতে পারি………”
হুম। :dreamy:
গুড গুড। :clap:
তোমার ভাব গভীর তাই আমার ভাষা স্তব্ধ। 😐
O:-) স্তব্ধ থাইকেন না ,তাইলে কথা বলব কে??? 😀
বাচ্চা বাচ্চা পোলাপাইন এত গুরু গম্ভীর কবিতা লেখ কেন??
একটা চটুল প্রেমের কবিতা দাও দেখি রুবেল ........
এটা লিখেছিলাম ২০০১ সালের অগাষ্ট এর ১০ তারিখ...তখন সবে কাব্য প্রতিভা আমার উপর ভর করেছে...একদিন ক্লাশে আবু রইস স্যার :-B বললেন-
"কাব্য রচয়িতা হবে দুঃখবাদী এবং ভাব গাম্ভীর্য্যপূর্ন" সেদিন আমাদের চার ব্যাচ সিনিওর এক ভাই প্রেপ গাইড হিসেবে আসলেন।দেখি ভাই এর মনটা খুব খারাপ...প্রেপ এর শেষ দিকে জিজ্ঞেস করলাম কি হইসে তার ,নিঃসঙ্কোচে জানালেন উনি নাকি সেকা খাইছেন।মিয়া ভাই এর দুঃখ দেখে মেলা ভাব নিয়া এটা লিখে পরদিন গিফট হিসেবে তাকে প্রদান করলাম।এই হলো কবিতাটার মিনি শানে নযূল,তাই এটা ভাব + গম্ভীর মনে হয়। 😀 (সম্পাদিত)
@মইনুল ভাই- জ্বী ভাই শীঘ্রই দেব 🙂
মাইনুল ভাই এর রিকোয়েষ্ট এ আমার ফেসবুক স্ট্যাটাসগুলো থেকে একটা চটুল প্রেমের কবিতাও add করে দিলাম 🙂 😀
:thumbup: :clap: :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
++
যা, না পইড়েই প্লাসাইলাম।
🙂
:clap:
চ্যারিটি বিগিনস এট হোম
😀
"তুমি এক আলোহীন আলেয়া,এক স্বপ্ন মরিচিকা।"
-কে??