আমি কোনদিনও কবিতা ভা্লোবাসিনি,
কবিতারা বড্ড ধূসর, শব্দময় হয়েও ভীষণ স্বার্থপর।
কবিতারা কেবল কবির কথা বলে,
অগুনতি পাঠক আর পাঠকের বোধ, কবিতা বোঝে না।
আমি কোনদিনও কবিতা ভালোবাসিনি,
কবিতারা ভীষণ ব্যক্তিময় বলে।
শূন্য আকাশ, দূর নীলিমা, কবির শূন্য হৃদয় হয়ে যায়,
সেখানে শুভ্র পাখির ওড়াউড়ি নেই।
কবিতারা বড্ড গুমোট, কবির বদ্ধ মনের মতই।
কিশোরীর উচ্ছল দিন সেখানে প্রেমিকা হয়ে যায়,
কবি মুক্তি বোঝে না,
আবেগী প্রেম তার শব্দ শিকল হয় কিশোরীর পায়।
আমি কোনদিনও কবিতা ভা্লোবাসিনি,
কবিরা ভীষণ স্বেচ্ছাচারী বলে।
অহেতুক স্বাধীনতা, নিষিদ্ধ প্রদেশ ছুঁয়ে,
কবির শব্দেরা বড্ড লাগামছাড়া ।
আমি কোনদিনও কবিতা ভালোবাসিনি,
কবিতা বুঝিনি বলে।
কখনো সখনো বুঝলেও, আমি কবিতা ভা্লোবাসিনি,
আমার শব্দেরা কেন কবির হবে আমায় ছেড়ে।
😀
কঠিন হইসে। ::salute::
You cannot hangout with negative people and expect a positive life.
'ভালোবাসিনি' বোধহয় 'ভালবাসিলি' হয়ে গেছে টাইপো হয়ে। ঠিক করে দিও।
কবিতা না ভালোবাসার কবিতাতেই বুঝা যাইতেছে কবির প্রচন্ড ভালোবাসা!
ভালো লাগছে রেশাদ। গদ্য'র পাশাপাশি তোমার পদ্য'ও পড়তে ভালো লাগলো।
সংসারে প্রবল বৈরাগ্য!
ধন্যবাদ কাইয়ুম ভাই। কখনো সখনো ভুল করে আপনি যে লেখা গুলো লিখে ফেলেন, আমি ঐ গুলার চরম ফ্যান।
কবি দেখি ব্যাপক চাপাবাজিও করেন 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
- হুম, আমরাও বুঝছি 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
হায় হায়,
সবখানেই ত একই জিনিস!
তাইলে "ভালোবাসিলি" কি কোন এলাকার আঞ্চলিক শব্দ?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
প্রথমে ঘাপলা করছি, পরে ঐ লাইনটারে কপি পেস্ট মারছি :bash: :bash:
এই কারনেই আমি কোবতে ভালোবাসিনা। :duel: :duel:
ফাইজলামি করস? 😡
কবিতা এতো ভালবেসেও তোর মত লেখার কথা ভাবতেও পারি না :no: ।
এবার বিরহের ঠেলায় রূপের মায়ের জন্য একখানা কবিতা লিখে ফেল দিকিনি বাছা ;;) !
You cannot hangout with negative people and expect a positive life.
ভালো না বেসেই যদি এরকম কবিতা বের হয় .....বাসলে না জানি কি বের হত .... :thumbup: :thumbup:
:(( :((
আমি যে পাকনা কালে চিঠি লেখার পর আবার কিছু লেখা শুরু করছি তাতেই রূপের মা বিরাট টেস্টের মইধ্যে আছে। কোবতে আমাকে দিয়ে হবে নাকো বাছা।
বাহ্!
পরষ্পরবিরোধিতাটুকু ভালোই ফোটালে।
বোঝেনা-ই তো! অইখানেই তো মজা।অইভাবেই তো হ্যাঁচকাটানে পথে নামিয়ে দিয়ে মিলিয়ে যায়... এবার ঘোরো পিছু পিছু!
সাবধানে থাইকো কিন্তু!
জটিল হইছে। :thumbup:
ওরে না রে 🙁 🙁