অবাক ধুলো

আমার আকাশ পানে
উদাস গানে
মন খারাপের মিছিল,
ভ্রষ্টা রাতের কানে
বিষাদ বাণে
তানপুরাতে অমিল।
আমার উল্টোরথে
একলা পথে
সময় তুলি টানে,
আমার রোদের বুকে
সন্ধ্যা আঁকে
শিশির প্রাচীন ঘ্রাণে।
আমি কিসের টানে
দুঃখ কিনে
যত্নে সাজাই সমাধি,
আবার পাঁচ ভূতেরই
নাচের তালে
দ্বিধায় কি সুর বাঁধি?

আমার সন্ধ্যা জানে,
শিশির জানে,
টিকটিকিটাও জানে;
উজার করে
নির্বোধেরে
ভালবাসার মানে।
সমর্পণে
যাদের প্রাণে
নষ্ট এ প্রাণ হাসে
তারা আশেপাশে
মুচকি হেসে
শুধুই ভালবাসে।
আমার অক্ষমতায়
কোথায় হারায়
কেমন লাগা গুলো
বাকীর খাতায়
পাতায় পাতায়
জমছে অবাক ধুলো।

১,০৪০ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “অবাক ধুলো”

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।