আমার আকাশ পানে
উদাস গানে
মন খারাপের মিছিল,
ভ্রষ্টা রাতের কানে
বিষাদ বাণে
তানপুরাতে অমিল।
আমার উল্টোরথে
একলা পথে
সময় তুলি টানে,
আমার রোদের বুকে
সন্ধ্যা আঁকে
শিশির প্রাচীন ঘ্রাণে।
আমি কিসের টানে
দুঃখ কিনে
যত্নে সাজাই সমাধি,
আবার পাঁচ ভূতেরই
নাচের তালে
দ্বিধায় কি সুর বাঁধি?
আমার সন্ধ্যা জানে,
শিশির জানে,
টিকটিকিটাও জানে;
উজার করে
নির্বোধেরে
ভালবাসার মানে।
সমর্পণে
যাদের প্রাণে
নষ্ট এ প্রাণ হাসে
তারা আশেপাশে
মুচকি হেসে
শুধুই ভালবাসে।
আমার অক্ষমতায়
কোথায় হারায়
কেমন লাগা গুলো
বাকীর খাতায়
পাতায় পাতায়
জমছে অবাক ধুলো।
বাহ্ ! চমৎকার। :clap:
দারুন একটি লেখা।
ভালো থাকা অনেক সহজ।
ধন্যবাদ সাদাত কামাল 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ছন্দময় ভাইয়া :boss:
মুক্তি হোক আলোয় আলোয়...
ধন্যবাদ সৌরভ 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
বারবার ছন্দ কেটে কেটে গেলো।
গোণাগুণতি করিনি -- পড়তে গিয়ে যেটুক মনে হলো বললাম।
ছন্দে হাতপাকানোর উদ্যোগে স্বাগতম।
সরি দাদা দেরি হয়ে গেল। ড্যাম এক্সাম। 😀
চেষ্টা থাকবে কেটে যাওয়া যায়গাগুলোতে ব্যান্ডেজ লাগাবার!
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
:hatsoff: :hatsoff:
পুরাদস্তুর বাঙ্গাল