দীর্ঘ, ক্লান্তিকর, মরবিড শীতের রাতের কার্নিশে
পাপ জমে তিলেতিলে শিশিরের মত অসহায় ঘাসে।
ভেন্টিলেটরে জেগে ওঠে স্টুপিড চড়ুইয়ের প্রলাপ
অপসৃয়মান রাতের ছায়া,চড়ুই আর আমাতে জমে ওঠে আলাপ।
ক্যাঁচক্যাঁচ শব্দে পুরনো চেয়ারটা হিঁচড়ে বারান্দায় নিয়ে যাওয়া,
অতঃপর বাসি তামাকে সূর্যের বিপরীতে নাচে নীলচে রঙের ধোঁয়া!!
“তোমাদের শোক যখন আমার কবিতার পুঁজি
তখন আমি একফালি রোদের বিলাসিতা খুঁজি।
বহুদিন আগে ছায়াদের দেশ থেকে চুরি করে আনা রোদ,
আর পৃথিবীর শেকড়ে গাথা সে আদিম ক্রোধ।
দুয়ে মিলে কেন কেড়ে নিলে সকালের ঘুম?
রাক্ষসপুরীতে কেন উৎসবের ধুম?”
অনাবৃত আকাশে চেয়ে থাকি অপার্থিব কামনায়
নিরাসক্ত বিকেল নামে শুকনো ঝরা পাতায়
রাতের প্রাচীর বেয়ে ওঠে বিলাপের সুর
একঘেয়ে গেয়ে যায় মেঘলা রোদ্দুর।
দুর থেকে ভেসে আসে প্রেমিকার ডাক
সাড়া নেই পৃথিবীতে প্রহর অবাক।।
৪ টি মন্তব্য : “ইনসমনিয়া”
মন্তব্য করুন
“তোমাদের শোক যখন আমার কবিতার পুঁজি
তখন আমি একফালি রোদের বিলাসিতা খুঁজি।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
🙂 🙂
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
:boss:
ভাল লাগছে
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ 😀
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক