দোষ কি যদি হই ক্ষুদ্র পাখির মতো
ঠিকানাবিহীন আকাশজুড়ে ভবঘুরে
ক্লান্ত পরিস্রান্ত ঘরে ফিরি , কে বা
দেবে এমন ঘরের খোঁজ
নাম না জানা নানা রঙের দুঃখ
পেয়েও ঘুম আসে না , দুঃখের সাথে আড়ি
আমি সারথপর,
একলা ঘরে নিজের মুখোমুখি , অবসাদে এলিয়ে
পড়েও সুখের পেছন ছুটি , বিরাট অবসর
অবস ছায়ায় কাটে শুধু আমার উদাস প্রহর
সপ্ন তবু সপ্ন হয়েই রয়
আকাশ সমান হৃদয় নিয়েও মন উদাসী
দিবা সপ্ন কাল হয়ে যায় বাসি
মনের ভেতর মন লুকিয়ে , আকাশ পাতাল চিন্তা করে
একলা আমি কাউরে ডাকতে নারি
কে শুনেছে কবে?
আমার দুঃখ আমার চোখেই ভারী
নিজেরে আমি নিজেই আগলে রাখি………….
প্রথম ব্লগের জন্য শুভেচ্ছা শরিফ।
তোমার লেখাটায় বেশ কয়েকটা সহজ বানান ভুল, শুধরে নেবে?
উদাহরণ:
পরিস্রান্ত > পরিশ্রান্ত
সপ্ন> স্বপ্ন
সারথপর > স্বার্থপর
অবস> অবশ
ভালো থেকো।
ধন্যবাদ নূপুর ভাই।
আমারো মনে হইছিলো এইসব কি?
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফেসবুক নোটএ ছিলো মনে হয় কবিতাটা।ডাইরেক্ট কপি-পেস্টএর জন্য মনে হয় এই গ্যাপগুলো!চালিয়ে যাও।যত আগাবা তত ভালো হবে।
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
নূপুর ভাই , রাজীব ভাই, আমি দুঃখিত, আমার অভ্র আসলে পুরাতন মডেল , তাই স্পেল চেক করতে পারি নাই, কারণ খুব লোভ হচ্ছিল প্রথম ব্লগ প্রকাশের জন্য , আমি সত্যি দুঃখিত, এখন থেকে আর হবে না...............