বিক্ষিপ্ত চিন্তামালাঃ পর্ব-১ (দিনলিপির খসড়া)

আপডেটঃ শুক্রবার, ১৩ আগস্ট ২০২১

কপিরাইটঃ আহমদ মাহবুব-উল-আলম

খসড়া হিসেবেই এই লেখাঃ বিভিন্ন সময়ের আমার একান্ত কিছু চিন্তা।

পরিবার ও কর্মজীবনঃ Being something is important; not that all the time we need to be the best or extraordinary, but being nothing actually gives nothing. The moral is that being moderate keeps life stable unless someone is really and rarely out of the box. But again, better to be exceptional only when needed and capacity allows, else it’s mostly the over-occupation and disturbance. (শুক্রবার, ১৩ আগস্ট ২০২১)

কর্মপদ্ধতিঃ Both energy and experience matter; just be a worker when you’re energetic, and be the manager when you’ve gained experience. (২০২০-এর একেবারে শুরু থেকে এই অনুভব)

কথা শোনা এবং বলাঃ We have two pairs of input devices, the eyes and the ears, while the brain is the processing unit, and our only mouth for the output; unless there’s sufficient input and healthy processing, it’s obvious that the output is going to be the worst. (২০১০-২০২০ সময়কালের মাঝামাঝি কিংবা শেষের দিকে এই চিন্তা মাথায় এসেছে)

প্রশংসা এবং অভিযোগ গ্রহনঃ Better to pass some time after receiving compliments and complaints, then it’s time to filter and assess the intention or the hidden agenda of the approacher. Entertaining or rejecting such, on someone’s first approach, is expected to bring a wrong conclusion. (২০১০-২০২০ সময়কালের শেষের দিকে আমি নিজেই কোন একজনকে এমন পরামর্শ দিয়েছিলাম)

আমার ভালবাসাঃ Yes, I’m a narcissist; I love myself the most; even I love my child because it’s my own shadow. (২০১০-২০২০ সময়কালের মধ্যবর্তী কোন এক সময়ের আনুধাবন)

শিক্ষক ও শিক্ষকতাঃ শিক্ষক মাত্রই যেন এক আজব অসহায় প্রজাতি যাহারা শ্রেণীকক্ষ নামক অরণ্যে রোদন করিবার প্রয়াসে নিজেদের জীবনব্রত লইয়া মগ্ন থাকিতে ভালবাসেন। (২০০০-২০১০ সময়কালের মাঝামাঝি কোন সময়ে আন্ডারগ্র্যাডের ট্রান্সলেশন স্টাডিজ কোর্সের কোন এক ক্লাসে তাৎক্ষণিকভাবে এটা লিখেছিলাম)

বন্ধু এবং নিকটজনঃ Friends are many things for a particular time being, but nothing for the entire life. (২০০০-২০১০ সময়কালের প্রথম দিকে কোন এক সময়ে এটা প্রথম মাথায় আসে)

৭৩৪ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “বিক্ষিপ্ত চিন্তামালাঃ পর্ব-১ (দিনলিপির খসড়া)”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।