আমি বরাবরই জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু choosy । এটার ভালো দিক হচ্ছে – সবাই পছন্দের দাম দেয়, আর অসুবিধার দিক হলো- যেকোন অনুষ্ঠানের আগে মার্কেটিং এর দায়িত্ব পড়ে আমার ঘাড়ে।
গত ঈদে আন্টি আর পিচ্চি কাজিনটাকে নিয়ে নিউ মার্কেট গিয়েছিলাম। সারাদিন কেনাকাটা করে বাসায় ফেরার পর বোন কান্নাকটি শুরু করল জুতা কিনে দেয়া হয়নি কেন – এই দাবিতে। ওর মত ভয়ংকর পিচ্চি আমাদের বংশে আর একটাও নেই। x-( x-( x-(
বললাম ‘চল সাভার থেকেই কিনে দেই’(আমি সাভার এ থাকি)। কিন্তু তাতে ওর হবেনা। ওর নাকি চাঁদনি চক এর সামনে দেখা এক জোড়া জুতা পছন্দ হয়েছে। ওটা নাকি দেখতে জেব্রা কালার(!) 😮 😮 😮
এবং ঐ জুতা না পরলে নাকি তার ঈদ ই হবেনা।
তার পরের দিনই ছিলো ঈদ। বাধ্য হয়ে আবার রওনা দিলাম নিউ মার্কেটের দিকে। তাড়াহুড়ো করে ওর পায়ের মাপটা নিতেও ভুলে গেলাম। জুতা কেনার জন্য আমার একমাত্র clue হল ‘জেব্রা কালারের জুতা’ (যে রঙের নাম সেদিনই প্রথম শুনলাম!! )
সন্ধায় আলো আঁধারির মাঝে আমি খুঁজে চললাম ‘জেব্রা কালারের জুতা’। এক সময় মনে হল এইটাই আমার আকাঙ্ক্ষিত বস্তু। দোকানি মামা কে বললাম প্যাকেট করে দিতে।
তারপর বাসায় ফিরছি আর ভাবছি ‘ এটাই সেই জুতা না হলে কি কান্ডটা ঘটবে !! ’ :-/ :-/ :-/
বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে এগার টা। দেখি পিচ্চি তখন ও আমার জন্য জেগে আছে। দুরু দুরু বুকে প্যাকেট টা দিলাম।
ও একটা জুতা বের করে খুশিতে লাফ দিয়ে বলল ‘আল্লাহ! ভাইয়া এইটার কথাই তো আমি বলছিলাম। তুমি তো দারুন জিনিয়াস! ’ :goragori: :goragori: :goragori:
বললাম ‘ পা এর মাপ ঠিক আছে?’। ও বলল সেটাও নাকি ঠিক আছে ! ও খুশিতে প্যাকেট নিয়ে ভিতরে গেল।
এদিকে আমি ত নিজের প্রতিভায় মুগ্ধ! 😀 😀 😀
ঠিক তখনই ভিতর থেকে চিৎকার দিয়ে কান্নার শব্দ আসল। কান্নার কারন শুনে আমি আকাশ থেকে পরলাম!! O:-) O:-)
দোকানি মামা দুইটা ‘ডান পায়ের জুতা’ এক প্যাকেট এ ভরে দিয়েছে, আর বিরল প্রতিভার অধিকারী এই আমি, তা না দেখে ‘ এক জোড়া ডান পায়ের জুতা ’ নিয়ে আসছি !!! :bash: :bash: ~x( ~x( ~x(
৩৬ টি মন্তব্য : “সেই ঈদ শপিং”
মন্তব্য করুন
১ম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
জাকারিয়া (১৯৯৯-২০০৫)
রাশেদ (৯৯-০৫)
কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)
সব দেখি আমরা আমরাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
gfhfv udjgn
পড়ুন:
আবার জিক্স
:bash: :bash: :bash:
:))
=)) :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
:)) :khekz: :khekz: :pira: :pira:
;)) ;)) ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পইড়া মজাক পাইলাম :))
নিশ্চয় তোর মত আরেকজন জিনিয়াস আছে যে একজোড়া বাম পায়ের জুতা নিয়া গেছে। :)) :)) :))
:)) =)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:)) =)) :))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz:
:gulti: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আরে বেটা,আমারে এই কয়দিন আগেই স্যান্ডেল কিনতে গিয়া দুই পায়ে ২ আলাদা মডেলের,আলাদা সাইজের স্যান্ডেল দিয়া দিছিল। ~x( এখন যেইডা পড়া ঘুরি অইডা কিনতে গিয়াই।পরে ১দিন পরে গিয়া বদলাইছি।
হাহাহাহা...... =)) =))
তুমি তো দেখি আসলেই ব্যাপক জিনিয়াস! 😀 😀
বেচারীর ঈদ তাহলে পুরা মাটি 😛
তুমি তো দেখি আসলেই ব্যাপক জিনিয়াস!
:)) :)) :))
শেষ্মেষ্কিহৈলো??
দুক্সিত। বেড়াইবার গেছিলাম তাই উত্তর দিতে পারিনাই। শেষ্মেশ পিচ্চির সাভাইরা জুতা পইরা ঈদ করতে হইল। B-) B-)
আহারে বেচারা পিচ্চি!!কত আশা করেই না অপেক্ষা করে ছিল...
আমাদের ছোটবেলার ঈদগুলাও এরকম ই ছিল...আব্বা কি কিনে আনবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম।
আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম.. :dreamy:
এখনও তো সুন্দর দিন কাটাও। :grr: :grr:
:grr: :grr:
কি বলেন টুম্পা ভাবী? :grr: :grr:
আবার জিগস! :grr:
Boss রা সবসময় সুন্দর দিন কাটায় :tuski: :tuski: :tuski:
হ্যা দেখা যায় মনের সুখে নাভানা টাওয়ারে ঘুড়ে বেড়াও
মুহাহাহাহাহা.. :grr: :grr:
আল্লারে.....ভাবীরা এইরকম হাসি দিলে আমগো ভবিষ্যত পরিবার এইখানে আনা ঠেলা আছে :bash: :bash: সেম কাবকায়দা ওরাও শুরু কইরা দিবো :-/ :-/
একদম ফেন্টাবুলাস তোমার লেখা এবং বুদ্ধি ! আরেকটা কথা-
যদিও আমরা ইউজুয়ালী মার্কেটিং বলি, আসলে মার্কেটিং এর মিনিংটা মনে হয়, কোন জিনিসের প্রচার করে বাজারে হিট করা বা মার্কেট পাওয়ানো।কেনাকাটাকে মনে হয় শপিং বলাটাই ভাল। দেখি বিজ্ঞজনেরা কি বলেন?
কি বলেন ভাইস প্রিন্সিপাল দিহান ভাই :goragori: :khekz:
চরি ভাইয়া। বিরল প্রতিভার অধিকারী হিসাবে আমাকে এইবারের মত A+ দিয়া দেন। :-B :-B
A+ তোমাকে আমি আগেই দিয়ে দিয়েছি। :grr:
বেচারা পিচ্চি :))
:khekz: :khekz: :khekz: =))