প্রেম : ৬ দশক পর
ভেবে নাও ।
আজ থেকে প্রায় ৬ দশক পর – আয়নায় তুমি ।
সাদা শাড়ি , সাদা চুল , চোখে মোটা ফ্রেমের চশমা ,
কুঁচকানো চামড়া , ঘোলাটে দৃষ্টি –
আজ থেকে প্রায় ৬ দশক পরে , কোন এক বিকেলে –
দাঁড়িয়ে আছো তুমি ব্যালকনির রেলিং ধরে ,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তখনও ।
কেউ নেই তোমার পাশে ,
বিধবা তোমার সন্তান আর নাতনীরা বহুদূর – পরদেশে ।
একা ঠায় দাঁড়িয়ে আছো , ভিজে যাচ্ছে তোমার সাদা শাড়ি ,
হঠাৎ দু’টি বৃদ্ধ হাত ছাতা হয়ে দাঁড়াবে তোমার মাথার ওপর ।
ঢাকা শহরের সব কোলাহলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ,
আজ থেকে প্রায় ৬ দশক পরের এক বিকেলে –
লোমহীন কুঁচকানো চামড়ার হাত দু’টি চিৎকার করে উঠবে –
কেবল আমার ভালোবাসাই পরম ,
আমি এখনও তোমায় ভালোবাসি ।
***********************
কল্পনা করো ।
আজ থেকে প্রায় ৬০ বছর পরে –
কোন এক একাকী নৈশভোজের শেষে ,
ক্লান্ত তুমি ঘুমিয়ে গেছ – শান্তির ঘুম ।
বিশাল বিছানা জুড়ে – ছোট্ট শিশুর মতো ঘুমিয়ে আছো ,
রিক্ত ; নি:স্ব বদনে বৃদ্ধা হয়ে গেছো তুমি – অসহায় ।
তোমার সন্তানেরা কি জানে না ?
তাদের মা একলা – পরিশ্রান্ত ঘুমিয়ে পরেছে রাতের ওষুধ না খেয়েই ?
ওরা কি বোঝে না ?
তোমার ডায়াবেটিস বেড়ে যাবে এতে ?
সবাই ছেড়ে চলে গেছে – একাকী বৃদ্ধা তুমি ।
হঠাৎ এক বৃদ্ধ ফাটা ঠোঁট স্পর্শ করে তোমার ঘুমন্ত কপালে ,
আলতো চুমুতে ভেঙ্গে যায় তোমার শিশুতোষ ঘুম ;
অবাক তুমি – বেড টেবিলে তোমার রাতের ওষুধ অপেক্ষা করছে ।
আজ থেকে প্রায় ৬০ বছর পরে –
রাতের সব নীরবতা ভেঙ্গে দিয়ে ওষুধগুলো গর্জন করে উঠবে –
কেবল আমার ভালোবাসাই সত্য ,
আমি এখনও তোমায় ভালোবাসি ।
**********************
এবার কল্পনা কিংবা অনুমান নয় – সত্য বলছি ।
অদূর ভবিষ্যতে – যখন আমাদের বয়স ৭৮ হবে –
কোন এক কাক-ডাকা ভোরে –
ক্রিং – ক্রিং – ক্রিং – বেজে উঠবে বেড টেবিলে রাখা ল্যান্ডফোন ।
কাঁপা কাঁপা হাতে রিসিভার তুলবে তোমার দুর্বল কানে ,
ঘুম জড়ানো কণ্ঠে অবিশ্বাসের সুরে বলবে – কি ?….তাই ?..কখন ?
যখন আমাদের বয়স ৭৮ হবে ; এরকম এক কাক-ডাকা ভোরে –
ঢাকার জ্যামে আটকে পড়ে তোমার প্রাইভেট কার ,
তুমি আসতে আসতে অনেক দেরী হয়ে যাবে ;
ততক্ষণে খাটিয়া নামানো হয়ে থাকবে হয়তো ।
সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে আছি আমি – চিরনিদ্রা ।
কাঁদবে না তুমি – করুণা কিংবা অনুকম্পাও হবে না তোমার ;
কেবল গ্রাস করবে কৌতূহল ।
আমাদের বয়স যখন ৭৮ হবে –
আমার হাসিমাখা শুভ্র – শান্ত – মৃত বদনের দিকে তাকাবে তুমি ;
উত্তরের আশা না করেই জিজ্ঞেস করবে আমায়
“ তুমি কি এখনও আমাকে ভালোবাসো ? ”
সাথে সাথে আকাশ , ঐ সাড়ে তিন হাত মাটির ঘর , আমার নাকের তুলো আর্তনাদ করে উঠবে –
তোমার প্রতিই আমার প্রবল ভালবাসা ,
আমি এখনও তোমায় ভালোবাসি ।
প্রথম :tuski: :tuski: :tuski:
এই বয়সেই ৭৮ বছর বয়সের কথা কল্পনা করা হয়ে গেল ??
তোর imgination power তো সেইরকম
মুন্তাসির,
কি লিখবো, I'm moved! তোমার প্রতি আমার বিনম্র অভিবাদন ।তুমি অনেক বড় হও দোয়া করি।
- আজিজুল হাকিম, ফ ক ক/১৯৭২~৭৮
Smile n live, help let others do!
@ আজিজুল ভাইয়া - ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। আপনাদের দোয়া এবং শুভকামনাই আরও লেখার অনুপ্রেরনা যোগায় ।
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
@ আবেদীন ভাইয়া - ধন্যবাদ ভাইয়া । আসলে এই কবিতাটা অনুভূতি থেকে এসেছে । কল্পনা মিশিয়ে লিখে ফেলছি মাত্র ।
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
Kobi shovo kamona tmr jonno... 🙂