অবশ অনুভূতির দেয়াল
নাহিয়ানঃ দোস্ত তোকে কখনো কোন মেয়ে I love you বলেছে ?
রিশানঃ না । এ যাবৎ তো কেউ বলল না ।
নাহিয়ানঃ মনে হয় তোকে কেউ কোনদিন বলবেও না।
রিশানঃ জানি বলবে না । না বললেই ভাল । উটকো ঝামেলা । আর যার বলার দরকার সে-ই বললো না । যাক , তোকে নূর বলেছে কোনদিন ?
নাহিয়ানঃ বলেনি । কিন্তু কিছু কিছু ব্যাপার বুঝে নিতে হয় ।
রিশানঃ আমি ভাই এত কিছু বুঝি না । বুঝতেও চাইনা । গীটারের tabs আর Fifa 10 এর tactics বুঝলেই আমি খুশি ।
নাহিয়ানঃ তুই তো Ben10 কার্টুনও বুঝিস , তাই না ? তুই একটা গাধা ।
রিশানঃ ছিলাম না । গত ১ বছর ধরে গাধা হয়ে গেছি । জানি না, কিন্তু ব্যাপারটা ঘোলাটে ।
নাহিয়ানঃ হাসতে পারলামনা । খারাপ লাগে তোর জন্য । মজাও লাগে ।
রিশানঃ দার্শনিক Albert Camus এর একটা theory আছে ওনার The Myth of Sisyphus এ – Absurdity of Life . পড়িস । তখন আর আমার জন্য খারাপ লাগবে না ।
নাহিয়ানঃ হুমায়ুন আজাদ স্যার-এর বই পড়া কমিয়ে দে । না হলে পাগল হয়ে যাবি ।
রিশানঃ পারব না । যেমন পারবনা Artcell-এর গান শোনা কিংবা গাওয়া বা বাজানো ছেড়ে দিতে । কেন তুই পারবি নাকি ?
নাহিয়ানঃ না । তবে ক্ষেত্র বিশেষে !!! – যেমন সে যদি বলে তাহলে ছেড়ে দিতে পারি ।
রিশানঃ ধ্যাৎ । কি যে বলিস । Artcell-কেও ? আমি কখনোই পারতাম না । তুই কিভাবে ?
নাহিয়ানঃ It’s complicated .
রিশানঃ হা………..হা…………….হা…….Facebook Relationship Status……….তুই অনেক Lucky . সবার ভাগ্য তোর মতো না ।
নাহিয়ানঃ হতে পারে । কিন্তু তুই ?………….I am sorry .
রিশানঃ Sorry feel করার মতো কিছু নেই । আমি যেমন আছি তেমনি থাকব । হতে পারে আমি তোর চেয়েও Lucky……………………………
আরও বেশ কিছুক্ষণ এলোমেলো আলাপ চলতে থাকে তাদের ।…………
……………… কিন্তু রিশান এর বেশি মনে করতে পারে না । একা একা রাস্তা ধরে হাঁটছে রিশান । আর মনে করার চেষ্টা করছে ১৫ বছর আগের কথোপকথন । সেই তখন যখন তাদের বয়স মাত্র ১৭ বছর । গতকালই জেনেভা থেকে দেশে ফিরেছে রিশান । একটু আগেই নাহিয়ানের বাসায় দাওয়াত ছিল । নাহিয়ান এখনো আগের মতোই গোছানো । স্ত্রী নূর আর ছোট মেয়ে নাফিসাকে নিয়ে সুন্দর পরিবার । নাফিসা – ঐ ছোট্ট মেয়েতা তো পুরো বাড়িটাই আলো করে রাখে । রিশানের ভালো লাগে । আর সেই মেয়েটাও ভালো আছে । সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে হয়তো বা । থাক । ভালোই থাক । তাছাড়া রিশানের তো সবই আছে । WHO-এর চাকরি , সহকর্মীরা , দেশে বাবা-মা , ভাই , বন্ধুরা , নাহিয়ান আর তার স্ত্রী নূর ও ছোট্ট নাফিসা । আরও আছে Artcell-আর নতুন এ্যালবাম অথবা Fifa 25 অথবা Les Paul-এর গীটার । পৃথিবীটা খারাপ না তো , বরং সুন্দরই । একা থেকেও রিশান একা নয় । তাই একা একা হাঁটতে ভালোই লাগে তার । রিশানের মনে হয় যেন সে নাহিয়ানের চেও Lucky…কিন্তু নাহিয়ান জানে সবই মিথ্যা । রিশানের ভেতরটা ফাঁকা । হয়তো বিশাল একটা শূন্যতা আছে রিশানের মাঝে । গাঢ় অন্ধকারে ভরা শূন্যতা । হয়তো রিশানের অনুভূতির দেয়াল অবশ হয়ে গেছে । অবশ অনুভূতির দেয়াল ।……………………।
একেই বলে স্ট্রাইকার........এতদিন পরে এসেও সাথেসাথেই একটা গোল 😀 😀
চমৎকার লিখা। তারউপরে আমার কলেজের। গুড গুড........কিপ ইট আপ 🙂
এত ছোট ক্যাডেট?!!!!
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
পিচ্চি লিখেছ জটিল । কিপিটাপ ।
ও তো অনেক বিশাল! ট্যাঁটনা!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
শহীদ জাহাঙ্গীর হাউজ কি এবারো ওভারঅল চ্যাম্পিয়ন নাকি? 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জ্বী না ভাইয়া । তিতুমীর হাউস গত তিন বছর ধরে চ্যাম্পিয়ন । 😀
:clap: :clap: :clap:
-আলীম হায়দার.1312.
:clap: :clap: :clap:
খুবই চমৎকার লেখা ......। চালায়ে যাও ভাই।
ধন্যবাদ সবাইকে । 😀 😀 😀 :goragori: :goragori: ধন্যবাদ সব ভাইয়াদের কে তাদের উৎসাহের জন্য । :frontroll: :frontroll: :frontroll: :frontroll: এই কাহিনীটি আমার নিজের এক বন্ধুর সাথে আমার কথোপকথনের উপরে ভিত্তি করে লেখা । কাহিনিটা সত্য । কিন্তু ভবিষ্যতটা আমার কল্পনা । যদিও আমি জানি ব্যাপারটা এরকমই হবে । :(( :(( :(( :((
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
তুমি নিশ্চয় এখানে রিশান...
মামা মর তুই! আর কাউরা না পাইলে সারিম রে বিয়ে করে ফেলিস... 😛 😛 😛 জটিল হইসে!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
এই সময়টায় আমি যে কি পরিমান ইমোশনাল ছিলাম...
আসলেই ১৭-১৮-১৯ বছর রকস...
i wish i would get those back 😐
শাব্বাশ ব্যাটা........জটিল কাহিনি লিখছস। :boss: :boss: :boss: ভবিশ্যত জানি না কিন্তু ক্যামনে জানি তোগো বর্তমান টাইম এর চিন্তা-ভাবনা আর কথোপকথনের সাথে ৫ বছর আগের আমাগো চিন্তা-ভাবনা আর কথোপকথনের মিল পাইতেছি :dreamy: :dreamy:
বয়সটাই মনে হয় এমন........
:hatsoff: :hatsoff: :thumbup: :thumbup:
কি মামা তুই গায়েব??
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
পিচ্চিরা দেখি অনেক ভাবের হয়? ব্যাপারখানা কি? অনেকগুলা কবিতার পর একটা ভবিষ্যত ভাবনা। ভাল ছিল। তবে কত কিছু কত ভাবে চেঞ্জ হয়ে যাবে , মাস্ফু ভাল বলতে পারবে 😉
লেখাটা চমৎকার হয়েছে।
এই নাহিয়ান কি আমাদের ব্যাচের ভাতিজা নাকি?
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
জি চাচু। তবে কাহিনীটা সত্যি না। আমার বউ বাচ্চা কিচ্ছুই নাই :no:
Nahian
লেখা দারুন লেগেছে :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিরে পিচ্চি,কাহিনী তো সুবিধার মনে হইতেছে না! :clap: :clap:
......awe..ssssoooooooooommmmmmmmmeeeeeeeee........
awesome...
-আলীম হায়দার.1312.
অই ব্যাটা মুন্তাসির, কাহিনী তো উলটা হয়ে গেছে । x-(
Nahian