পরিত্যক্ত ভালোবাসা
বিক্ষিপ্ত রংগুলো ছড়িয়ে পড়ে –
খয়েরী আকাশ হঠাৎ আঁধারে ছেয়ে গেল ।
আমার সত্তার বিপরীত অস্তিত্ব আড়মোড়া ভেঙ্গে
দাঁড়িয়ে থাকে আমার ইচ্ছের বিরুদ্ধে ।
ঘৃণা অথবা ভালোবাসা –
কোন অনুভূতিই আজ আর বিক্ষিপ্ত নয় ,
শুধু জানি আমার ভালবাসা মিথ্যে ;
মিথ্যে অনুভূতির বেড়াজাল –
ছিঁড়তে ব্যর্থ হই বারবার ।
পাশবিক ভালবাসার মিথ্যে ভাবাবেগ ।
আমি চাইনি আমার অতীত আমায় গ্রাস করুক ;
ব্যর্থ সেই প্রয়াসের বিশ্রী স্মৃতি –
আজও নাড়া দেয় ,
মস্তিষ্কের অনুরণন ঘটে দেহের প্রতিটি কোষে ;
আমি আর আমার শ্যাওলা জমা সময়ে –
আমার পরিত্যক্ত ভালোবাসা।
:thumbup: :thumbup:
মিল নাই কেন?? ~x( ~x( ~x(
ধন্যবাদ.........। :D......কিন্তু মিল নাই মানে কি ভাইয়া ???
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
মানে কবিতা দেখলেই লাইনে লাইনে মিল খুজি আরকি।।
:clap:
মুনতা মামা...প্লিজা আমার মাথায় তোর এসব ঢুকে না! সহজ কিছু লেখ!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
পরিত্যক্ত বানানটা একটু চেক কর তো ভাই... য-ফলার পর আকার হবে কিনা এইটা নিয়া ডাউটে আছি...
ধন্যবাদ মাসরুফ ভাইয়া । আমি আবার বানানে একটু কাঁচা । ঠিক করে ফেললাম । 🙂
Moontasir Hossain
Rangpur Cadet College (2005-11)
মিত্থে না হয়ে সত্ত্য ভালবাসা হলে ভাল হতো...তারপর ও ভাল লেগেছে... :clap: