আজব প্রেম কি গজব কাহিনী ছবিটা দেখলাম,দেখার পরে বুকের মধ্যে একটা চিনচিন বাথা অনুভব করলাম।
জীবনে ২০টি বসন্ত পার করার পর যখন পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে বাস্ত তখন মনে হইলো যে আমি পাইনাই,ইহাকে পাইনাই,এ যে দুর্লভ,ইহার রহস্যের কি অন্ত আছে?
অনেকেই বলে যে আমি ঠিকমত চাইনাই,অনেকে আবার শাহরুখ খান হওয়ার অপচেষ্টা করে,ওম শান্তি ওম এর ডাএলগ দেয়|কিন্তু আমি তো জানি আমার শত চেষ্টাও তাকে পাওয়ার জন্য অপর্যাপ্ত !
কারণ ও আমাকে ভুল বোঝে,আর ভুল বোঝা এমনি এক বোঝা যেইটা ইডির রাইফেলের চাইতে ভারী লাগে,সবাই ভুল বুঝতে পারে,কিন্তু ও কেন ভুল বুঝবে?ভালোলাগার মানুষরা কেন এমন করে?সবাই কেন তার ভালোলাগার মানুষকে পায় না?
আজকে বিকালে আমার অকারণে খুব ভালো লাগছিল,সিসিবিকে অনেক আপন মনে হচ্ছিল,অকারণের কারণে এই ভালোলাগা অনেক কারণকে জন্ম দেয়।
আমি শুধু তাকে বলতে চাই যে আমি আছি,কিন্তু কেমন আছি এইটা তুমি জানো।
আজকাল নচিকেতার গানগুলো বেশিই ভালো লাগছে।সিসিবিকে ধন্যবাদ,তোমার জন্য বিকালে নিজের কাধে এপলেটের ভার অনুভব করলাম,মানুষের কাছে থাকার এই আকুলতা সিসিবি বোঝে,এইজন্যে সিসিবিকে একটা :salute:
যারা এই লাইন পর্যন্ত এসেছেন তাদের অনেক জন্য একটা পুডিং,আর যারা আগেই মনে মনে আমাকে :frontroll: দিতে বলেছেন তাদের আমি আর নিরাশ করব না ।আমি শুরু করলাম :frontroll: :frontroll: :frontroll: রাগ কমলে গেট আপ দিয়েন।
৪৩ টি মন্তব্য : “আম জনতা,তুমি কি শুনতে পাও?”
মন্তব্য করুন
তোমার জন্য বিকালে নিজের কাধে এপলেটের ভার অনুভব করলাম বুঝছি তুই পিরিপেক্ট ছিলি :grr:
আমি প্রিফেক্ট? :khekz:
আমি প্রিফেক্ট? :khekz:
তাহমিনুল দোস্ত মাসরুফ ভাই এইটা কি কইলো? :khekz:
এর চাইতে আমি :frontroll: দিয়া শুরু করি
আরে এইটা মাস্ফু ভাইর ট্রিকস....একটু পরেই সে চামে দিয়া বামে বইলা দিব যে সে সিপি ছিল :)) :)) .....আফসোস,আমার কমেন্টটারে ইনভিজিবল করা যাইবনা..নইলে প্রমাণ পাইতি ;)) :duel:
x-( x-( x-( তোরে আমি রোস্ট বানায় গেরান্ড ডিনারে সার্ভ করুম
আমি একবার মাসরুফের রোস্ট খেয়েছিলাম... :goragori: :goragori:
:goragori: =)) :pira:
মাস্ফু ভাই,আপনার ট্রিকস দেইখাই বোঝা যায় আপনার ঘাড়ে বহুত স্টার ছিল :boss: :boss:
:just: :duel: :khekz:
হইছে এইবার গেট আপ হ
আন্দালিবের শিষ্য পাওয়া গেছে একটা....... 😕
মাথার উপর এন্টেনা লাগান ফিট করন লাগবো
:grr: :grr:
:khekz: :goragori:
চ্যারিটি বিগিনস এট হোম
😕
x-(
তোর আবার কি হইল?
চ্যারিটি বিগিনস এট হোম
খাইসে চান মিয়া দেখি আবেগে পুরাই ইমোশনাল হয়া গেছিলো :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz:
:no: =((
চান মিয়া :khekz: :khekz: :khekz:
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ঠিক বলছেন কাইয়ূম ভাই । :boss: :boss:
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চান মিয়া, এত মন খারাপ করার কিছু নাই।
মাত্র তো ২০ বসন্ত পার করলা, সামনে আরও কত বসন্ত পার করতে হবে সেই হিসাব কর এবং একশনে নাম। :grr: :grr:
ঐ :grr: :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ :grr: :grr:
ঐ :grr: :grr:
ঐ 😀 😀
:khekz: :khekz: :khekz:
:pira:
:grr: :grr: :grr:
পুলাপান দেখি পুরাই ভাব এ
পোলাপানগুলা বেশি পাকছে।
ভাবী, পুলাপানই তো পাকবো, বড়দের তো আর পাকার বয়স নাইক্যা... =)) =))
:hatsoff: :hatsoff:
:khekz: :khekz:
:no: =(( x-( 😡
তোদের কলেজে কি ইডিতে রাইফেল নিতে হইতো নি...??
সশস্ত্র ইডি ?? :no:
:khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
কি যে কন ভাই,৯ কেজি ওজনের রাইফেল,রাইফেলের ওজনটা বেশি না কিন্তু রাইফেল নিলে নিজেরে অনেক :boss: :boss: লাগত
মুন, তোমার এই ইমোশনাল লেখা পড়ে আমি আবেগে আপ্লুত হয়ে নির্বাক হয়ে অপলক নয়নে চেয়ে চেয়ে ভেবে ভেবে একাকার হয়ে কল্পনার স্বপ্নালোকে বিভোর হয়ে কিংকর্তব্যবিমুঢ় হয়ে অবশেষে কমেন্ট করার ভাষাই হারিয়ে ফেললাম 😐 :bash: ।
গেট আপ বাডি। আস বুখে আস :hug:
আল্লাগো,মামা এইডা কি দিলেন!!! 😮 😮 বাংলায় কি এসেসসি আর এইচেসসি দুইডাতেই লেটার ছিল??!! ~x(
রহমান ... এইডা কি লিখলা ভাইডি?
চ্যারিটি বিগিনস এট হোম
রহমান ভাই,আমার কষ্ট আপনি ছাড়া কেউ বোঝে না,ভাই আপনি অনেক ভালো,আপনি আমারে গেট আপ দিসেন,আপনার এত মহৎ হৃদয় দেখে আমি বাকরুদ্ধ,আমার হৃদয়যন্ত্র বন্ধ হবার উপক্রম,এমতাবস্থায় আমি আর কিছুই বলতে পারতেসি না,শুধু আমার কষ্ট বোঝার মানুষ পাওয়ার
আনন্দে অভিভূত,বিমোহিত,সরি ভাই দেরী হযে গেল :hug:
চান মিয়া তো দেখি বহুত প্যাচাল পারে। ~x(
হেরে যারা যারা গেট আপ দিবো, আমি হেগোরে লাইফলং :frontroll: লাগায়া দিমু। 😡
চ্যারিটি বিগিনস এট হোম