শুভ যাত্রা

চলতে চলতে হঠাৎ থমকে

জিজ্ঞেস করি আপন মন কে,

“যাচ্ছ কোথাও, না আসছো ফিরে?

পথ কি মেলে, পথের শেষে?”

 

পথ – সে তো বৃত্তরেখা

কেন্দ্র কবেই গেছে মিলিয়ে!

পথ কি চলে, না আমরা চলি?

মুখ টিপে হাসে কানা গলি –

 

ছুটতে ছুটতে স্বপ্ন হয়ে-

স্বপ্নের খোঁজে – স্বপ্ন নিয়ে –

পথের শেষে শুধুই নাটাই,

প্রজাপতির ফসিল মেলে।

 

পথ কি চলে, না আমরা চলি?

উত্তরটুকু হয়না পাওয়া।

পথ যদি হয় গোলকধাঁধা –

কী এসে যায় শেষটা জানায়?

 

৩,৮৮৯ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “শুভ যাত্রা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "পথ কি মেলে, পথের শেষে?” -- কারো মেলে, কারো মেলেনা।
    প্রজাপতির ফসিল মেলে। -- বেশ লাগলো কথাটা।
    কবিতার পংক্তিগুলোর মাঝে স্পেসিংটা কমিয়ে দিলে ভালো হয়। স্তবকগুলোর মাঝেও। আমিও যখন আমার ফেইসবুক নোটসে কিছু লিখি, তখন ঠিক এ রকমের ডবল স্পেসিং হয়ে যায়। কী করে শোধরাতে হয় তা জানিনা। তবে সৌভাগ্যক্রমে, সিসিবিতে যখন লেখা পোস্ট করি, তখন এরকমটা হয় না। মনে হয়, সেটিং টেটিং এ কোন কিছু ভুল টুল হয়ে থাকতে পারে।
    অন্য একটা জায়গায় ওয়ার্ড ফাইল খুলে টাইপ করে কপি পেস্ট করে দেখতে পারো, সমস্যার সমাধান হয় কিনা।

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    কবিতাটা পড়তে পড়তে আজকের একটা অভিজ্ঞতা মনে পড়লো।
    বলছিলাম এক আড্ডায় যে, "মানুষ হলো প্রবলেম-লাভিং এনিমেল"।
    যার কোনো প্রবলেম নাই সে "আমার ক্যান প্রবলেম নাই", সে কথা বলে, কেঁদেকেটে অস্থির করে ছাড়বে ততক্ষন ধরে যতক্ষন না তা তাঁর জন্য একটা প্রবলেম খাড়া করে দিচ্ছে।
    তাই মাঝে মাঝে মনেহয়, এই গোলকধাঁধায় পড়াটা বোধহয় খুব একটা মন্দ কিছু না।
    অন্ততঃ কিছু সময়ের জন্য হলেও এটা অন্য কোনো প্রবলেমকে ডাকা থেকে দূরে রাখে!!!
    (একটু সারকাস্টিক ভাবেই তোমার কবিতায় প্রকাশ করা দুঃখের অবস্থানটির প্রতি সহমর্মি হতে চেষ্টা করলাম আর কি!!!)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।