“চুড়ি চাই, ফিতা চাই-ইইই…?”
“ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা!”
“কী চাও, বালিকা?”
“১ জীবন মেঘ চাই আমার”
“মেঘ?…”
“হুম, সেই মেঘে চড়ে উড়ে যাবো আমি,
মেঘের দেশে আমিও মেঘ হবো তখন”।
“মেঘ হয়ে কী করবে তুমি?”
“কেন, সাদা পেঁজা তুলোর মত মেঘ হয়ে
ভাসবো নীল স্বপ্নের আকাশে!
আর যখন অনেক অভিমান জমবে আমার বুকে –
কালোরঙা ঝড়ো মেঘ দেখলেই চিনতে পাবে আমায়…”
“তারপর?”
“তারপর যেদিন খুব করে ছুঁতে ইচ্ছে হবে,
বৃষ্টি হয়ে ঝরবো তোমার পৃথিবীতে”।
“আমার কাছে আসবে কী করে তখন?”
“ওমা! তখন তো সবকিছুতেই শুধু আমি আর আমি-
ফেরিওয়ালা, সেদিন আমার হবে তো তুমি?…”
বাহ দারুন।
কেমন একটা ঘুম ঘুম, স্বপ্ন স্বপ্ন আবহওয়া.....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ, ভাইয়া! 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
সুন্দর কবিতা। পংক্তিগুলোর মাঝে স্পেসটুকু তুলে দিলে ভালো হয়।
'মেঘবালিকা' নামে আমারও একটা কবিতা আছে, ২১ জুলাই ২০১৫ তারিখে এই ব্লগে প্রকাশিত। পড়ে দেখলে খুশী হবো।
ভাইয়া, স্পেস গুলো তুলে দিলে কনফিউশন তৈরি হবে না তো আবার? সাজেশন চাই। 😛
আর, আপনার 'মেঘবালিকা' পড়েছি, মন্তব্যও করেছি একটা। ভুল কিছু বলে ফেললাম কি না - সেই ভয়ে আছি এখন! 🙁
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
খুব ভাল লিখেছ। মেঘবালিকার একটা ছবি যত্ন করে রেখেছি প্রায় ২০ বছর যাবত।
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ ভাইয়া! আপনার মেঘবালিকাকে দেখার কৌতূহল হচ্ছে... 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
হাওয়াই মিঠাই মেশিন নিয়ে মেঘ বানাবো নানান রঙএ
আকাশটাকে ছড়িয়ে মাঠে জুড়বো সে সব নানান ঢঙএ
~ আকাশ আর মেঘ নিয়ে কিছু লিখলেই উড়ে বেড়াবার মতোন ফুরফুরা লাগে যেনো ।
:clap: :clap:
হাওয়াই মিঠাই রঙা মেঘ... ভাবতেই তো সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছি, ভাইয়া! 🙂 🙂 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]