অন্ধকার থেকে আলোর খোঁজে অন্ধকারের দিকে যাত্রা।
অতঃপর, আলেয়ার মায়ায় রচিত একটি দীর্ঘ রাতের গল্প-
কানাগলিতে হাতরে মরা পুরনো সেই স্বপ্ন,
দীর্ঘশ্বাসে পচনের স্মৃতি,
বিবর্ণ অস্তিত্বের আদিম নেশায় আবারো ছুটে চলা-
অ্যাকিলিসের রাগ টা ছিলো ‘মজ্জাগত’, পরাজয়ের অপমান সহ্য করতে না পেরে মেনেলাউসের প্রতিশোধ ‘প্রকৃতিগত’, আর, নারী-সৌন্দর্যে ‘আসক্ত’ হয়ে প্যারিসের একটু-আধটু এলোমেলো কাজ করে ফেলা – তা পুরোটাই ‘চরিত্রগত’। সব দোষ ওই হেলেনের। স্বপ্ন দেখতে পারার স্বপ্ন না হয় কেউ তোকে দেখালই, তাই বলে তুই ঘর থেকে বের হলি কী ভেবে? পরিণতি কী হোল?… শুধুই ‘ধ্বংস’ !!
যদিও…
‘স্বাভাবিকতা’য় পূর্ণ এই পৃথিবী। সমাজ যেখানে পুরুষ, God কে ‘He’ হিসেবে চিনতে শেখাটাই তাই ‘স্বাভাবিকতা’। নারীর উপর পুরুষের চিরকালের ‘স্বাভাবিক’ এই আধিপত্য কে ‘স্বাভাবিক’-ভাবে নিতে পারা এখানে কৃতিত্ব। ‘প্রথা’ ভেঙে এখানে যে বেরুতে চায় – প্রশ্নবিদ্ধ হয় সে, ‘প্রথা’ নয়। চলে আসা নিয়মগুলোকে ‘আদর্শ’ ধরে নিয়ে নিজেকে এবং অন্যকে বিচার করার আরামটুকু ভোগ করতে পারাতেই যেন সকল সুখ।
কিন্তু…
দীপাবলি-দের আজন্ম লড়াই চলতে থাকে কোথাও না কোথাও। পরিণতি জেনেও ‘সত্য’ কে’ সত্য’ হিসেবে বলতে শেখা, চিনতে শেখা টেস-রা খুঁজে ফেরে সত্য কোন এক জীবন কে। জয়িতা-দের বুকে আজও জন্ম নেয় কোন দুঃসাহসী স্বপ্ন, আর… সেই সাহস অস্তিত্বে ধারণ করেই হয়তোবা পরিচিত পুতুল-ঘরকে পেছনে ফেলে অন্ধকারের অনিশ্চয়তায় পা বাড়ায় নোরা-রা।’ঘটির জল’ না হতে পারা লাবন্য-দের পরিণতি হয়তোবা খুব একটা ‘সুখ’-কর হয়না; কখনো মেলে কিরণময়ী-র ‘চরিত্রহীন’ তকমা, তো কখনো লালরঙা বিশাল এক ‘A’।
তবুও…
থেমে থাকে না স্বপ্ন বোনা, কেউ বুঝবে না ধরে নিয়েই একাকী এই যাত্রা। বিজয়ের লোভে নয়, সমাজ বদলের বিশাল প্রত্যয় নিয়েও নয়, – এ পথ চলা শুধুই নিজের জন্য, একটি জীবনের জন্য, … আমার জন্য…
:boss: :boss:
অসাধারণ লাগলো আপু
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ, সামিউল! 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
\\ এ পথ চলা শুধুই নিজের জন্য, একটি জীবনের জন্য, … আমার জন্য…//
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ভাইয়া, আপনার দেয়া ৫ টা ' :thumbup: ' এর উত্তরে আনন্দে ৫ বার :frontroll: দিবো কি না, ভাবছি! :shy: :party: :tuski: :guitar: :awesome:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
শেষ তিনটে লাইন, ছুঁয়ে গেলো!
আহসান ভাই, অশেষ ধন্যবাদ আপনাকে! যে উপলব্ধি থেকে লিখি/লিখেছি, তা যদি পাঠক কে ছুঁয়ে যায়, তবে তার চাইতে বেশি আনন্দের আর কী থাকতে পারে? 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
দারুন :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ, ভাইয়া! 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
প্রথম দু'ব্লগেই স্বকীয়তা স্পষ্ট তিশা!
লেখালেখি চলতে থাকুক প্রাণ এবং হাত খুলে।
'স্বকীয়তা' এবং 'স্পষ্ট' - আমার কাছে ভীষণ মূল্যবান দুটি শব্দ, ভাইয়া! ধন্যবাদ আপনাকে... 🙂 🙂 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
নারীর প্রতিশব্দ যতগুলি রয়েছে তার প্রত্যেকটাই রেসিয়াল, অবমাননাকর।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ঠিক, ভাইয়া। মজার ব্যাপার হচ্ছে প্রায়শই এই দিক টা আমাদের চোখ এড়িয়ে যায়, আবার বেশি চেঁচামেচি করলে 'একঘরে' হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়। অগত্যাঃ মধ্যপন্থা অবলম্বন, যেখানে 'ন্যাচারালাইজড' করা হয় 'মানতে না পারা' অনেক নিয়মকে, জন্ম নেয় সোশ্যাল/কালচারাল 'মিথ'...!
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
আগেই তো জানো, এই লিখাটা কতটা পছন্দ করেছিলাম।
আজ মনে হচ্ছে সেটা বোধহয় অনেকটা ছিল এই পংক্তিটার জন্যই:
"এ পথ চলা শুধুই নিজের জন্য, একটি জীবনের জন্য, … আমার জন্য…"
কাউকে এতটা পজেটিভ দেখলে সত্যিই মন ভরে ওঠে।
জানো তো, আমি কিন্তু আবার শরতবাবুর সেই থিওরিতে আস্থাশীল:
"নারীর কলঙ্কে অবিশ্বাস করিয়া বরং ঠকাও ভাল কিন্তু বিশ্বাস করিয়া পাপী হইবার মত বিড়ম্বনা জগতে আর নাই"
:clap: :clap: :clap: (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
স্বপ্নগুলো অধরা থেকে যেতেই পারে। বোনা স্বপ্ন বুনো আঁচড়ে ছিন্নভিন্ন হয় প্রায়শই! স্বপ্ন দেখোনা, বরং লক্ষ্য স্থির করো, দ্রুত পৌঁছে যাবেই সেখানে। তোমার লেখায় আবেগটুকুই অনেক বড় অস্ত্র!
Pride kills a man...
বাহ, দারুণ বলেছেন তো, ভাইয়া! স্বপ্নভঙ্গের জ্বালা অনেক, এক সময় হয়ত মনটাই মরে যায়... কিন্তু, লক্ষ্য অর্জনে বারবার হোঁচট খেলেও, আত্মবিশ্বাস টাকে গড়ে নেয়ার সুযোগ থাকে।
ধন্যবাদ ভাইয়া, আমার লেখা পড়ার এবং মন্তব্য করার জন্য! 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]