আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…

তিন যুগ পেরিয়ে গেল, কেউ কথা রাখেনি।
আমার বাবার কথা কেউ মনে রাখেনি।
কেউ খুঁজে দেখেনি আমার হারানো ভাইয়ের লাশ।
কেউ মনে রাখেনি আমার বোনের সর্বনাশ।
তাই আজ আমি বিদ্রোহী…

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব,
আবার যুদ্ধ হলে আমি বন্দুক হাতে নেব,
তারপর… …
একটা একটা করে “বাংলার সোনার ছেলে” গুলি করে মারব।
আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব,
আবার যুদ্ধ হলে লাল-সবুজ পতাকাটা আমি টুকরো টুকরো করে খাব।
কারণ… …
গত তিন যুগেও ওরা আমার পিতৃহত্যার কোন প্রতিশোধ নেয়নি।
কোন মূল্য পায়নি আমার বোনের সর্বস্ব বিসর্জন,
ওরা ভুলে গেছে শত শত মায়ের গণধর্ষণ।
তাইতো আজ পতাকাটা পত পত করে ওড়ে গাড়িতে,
কুকুর ছানা রাজাকারগুলো সব শাসকের গদিতে।

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব,
তারপর…
যুদ্ধ শেষে গদি হবে আমার, লাল গালিচা আমার, পতাকাও আমার,
আমি হব শাসক রাজাকার।
তারপর?
কুকুর ছানাদের হাত থেকে কেড়ে নেব ঐ লাল-সবুজ “পতাকা”-
আমার বাবার রক্ত, বোনের লজ্জ্বায় হয়েছিলো যা আঁকা।
হায়, সেই পতাকায় আজ ছোপ ছোপ কালো দাগ !
পতাকার পানে চেয়ে আমার ভাইয়ের লাশ আজ নির্বাক !

আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…
সাবধান হ হারামজাদার দল,
তোদের আমি চিবিয়ে খাব।
হে ত্রিশ লাখ আত্মা, তোমাদের রক্ত ছুঁয়ে শপথ নিলাম,
আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব।

শুধু সেই দিনটির প্রতীক্ষা… কবে হবে সেই যুদ্ধ?
আমি যুদ্ধ চাই, শুধু আর একবার…
কবে হব আমি রাজাকার?

=========================================

[আজ সিসিবিতে ঘুরতে ঘুরতে কামরুল ভাইয়ের একটা পোস্ট দেখলাম এই একই নামে, সেখানে আবার এটাও লেখা যে এই নামে একটা কবিতাও লেখা হয়েছিল। আমার এই কবিতাটা প্রায় এক বছর আগে সামু ব্লগে পোস্ট করেছিলাম … … কিন্তু আজ কামরুল ভাইয়ের ঐ পোস্টটা দেখে আমিতো পুরা টাস্কি, আর তাই আজ সিসিবিতেও কবিতাটা পোস্ট করে দিলাম !!! একেই বোধ হয় বলে “কাকতালীয়” … … ]

১,৬৮৫ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব…”

  1. শাওন (৯৫-০১)

    মনে পড়ে কলেজ ম্যাগাজিনে এই নামে একটা কবিতা দেখছিলাম নাসির ভাইয়ের (সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯২ ইনটেক এর)...।সেইরকম ছিলো...কামরুল ভাইয়া বোধহয় ঐ কবিতার কথাটাই বলছে...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. তৌহিদ (৯৫-০১)

    কবিতা অদ্ভুত হইছে......তয় এর ভাব নিয়া আমি ইদানিং কনফিউসড আছি । ৫২,৭১,৭৫,০৯ এইসব এখন কেন যেন গুলায়া যায় । মনে হয় একি নাটক ভিন্ন ভিন্ন সময়ে স্টেজ হইতেছে...যাই হোক কবিতাটা ভাল ছিল। :clap: :clap: :clap:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।