আর কত ?

আর কত দিন এভাবে চলা ?
পারিনা তবু হয়না বলা
সাত সমুদ্র পাড়ি দিয়ে
ভাবনার জগতে আসি ফিরে।
হিসাব মেলেনা ইট পাথরের
কিংবা শাড়ী গয়নার,
না পারি অংক না পারি বিজ্ঞান
তবু তাকে বলি বাস্তব জ্ঞান।
হে  মোর আধুনিক পাঠশালা
দেখি শুধু ছলাকলা।
গা ভাসিয়ে সাগরে জলে
ঢেউ গুনে গুনে
করি নিজের অবহেলা।

১,৪৮৭ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “আর কত ?”

  1. টিটো মোস্তাফিজ

    ব্লগে স্বাগতম মজিদ। তোমার মন্তব্যগুলো পড়েই বুঝেছিলাম লেখালেখির অভ্যাস আছে।
    :clap: :clap: :clap:
    সিসিবিতে প্রথম লেখা প্রকাশ হলে গোটা দশেক :frontroll: দিতে হয়। নিয়মিতদের মধ্যে আমিই বুড়ো। তাই বলছি স্টার্ট...


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ব্লগে স্বাগতম মজিদ।
    একই ব্যাচের বুড়োদের মধ্যে শবনম ও আমি ছাড়াও আরো একজনকে দেখে বিশাল আনন্দ হচ্ছে বলাই বাহুল্য।
    লেখালেখি চালিয়ে যাও। সময় করে ঢুঁ মেরে যেও।
    মোস্তাফিজ ভাই চান্স নিয়া :frontroll: লাগাইতে কইয়া দিলেন। না ইন্সাফি কাজ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।