অফিসে বইসা আছি, মাগার কোন কাম করতে ইচ্ছা করতেছে না। করে না অবশ্য প্রায় সময়ই। সকালে ঘুম থেকে ওঠা হয় ৯.৩০ টার দিকে। উঠেই কোনমতে কিছু মুখে দিয়ে বিড়ি একখান ধরাইয়া গাড়ি স্টার্ট দেই। বাসা থেকে অফিস কাছে হওয়ার এই এক সমস্যা। আগে অফিসে আসতাম ৯ টার মধ্যে। দিনে দিনে আইলসামি বাড়তাছে। বউ প্রায়ই কয়, তোমার চাকরি আছে তো? আমি হাসি।
বাসা থেকে আফিসে আসতে লাগে দশ মিনিট। পৌছাতে পৌছাতে ১০.৩০। আইসা এককাপ কফি নিয়া মেইল নয়া বসি। তারপরে আজকের পত্রিকা গোটা দুয়েক, ব্যাক্তিগত মেইল চেক, সিএনএনএর ওয়েবসাইট, দুই চাইরটা ব্লগ সাইট, শেষে সিসিবি সব শেষ কইরা ভিজুয়াল স্টুডিও খুইলা বসতে বসতে ১১টা পার। তখন ভাবি লাঞ্চ তো প্রায় হয়াই আসছে। আরেকটু আইলসামি কইরা ১২টা পর্যন্ত পার করলেই ১টা পর্যন্ত কোন কাম করা লাগে না। লাঞ্চ শেষে হেইলা দুইলা বিড়ি টাইনা কামে বসতে বসতে দেড়টা।
নাহ্, এমনে চললে চাকরি রাখা আসলেই মুস্কিল। আইলসামিত এই ঠেলায় গতমাসে দেকলাম আমার কোলেস্টেরল বাইরা গেছে। এতদিন তো যা ইচ্ছা খাইছি। ম্যাকডনাল্ডসের বিগ ম্যাক খায়া প্যাট ভরাইছি। অহন ঠেলা বুজতাছি। বউয়ের ঠেলায় পরতেকদিন ব্যায়াম করতে জিমে যাইতে হয়। আমার আইলসামি এইবার মনে লয় সত্যিই গেল। তয় গত দুই হপ্তা একটু আরামে ছিলাম। বউ গেছে বাপের বাড়ি। এই উইকেন্ডে আমিও যাচ্ছি ওখানে। আমেরিকায় সামনের সোমবার সরকারি ছুটি। তাই সামনের তিনদিন বন্ধ। সবাই আউটিংএ যাচ্ছে। যার ফলে আইজকা শুক্রবার অফিসে আইলসামির চূড়ান্ত। কেউ মনে লয় কাম কাজ ঠিকমত করতাছেনা। একটু আগে আমার ম্যানেজার রুমে আইসা কইল আইজকা বেশি কাম করার দরকার নাই। তাড়াতাড়ি বাসায় চইলা যাও। আমি তো মনে মনে হাসি, হালায় আমি তো সারা সকালে এমনিতেই কিছু করি নাই। অহন তো সোনায় সোহাগা।
তারওপরে এতদিন পরে সিয়াটলে সামারের দেখা পাওয়া গেছে। কি ওয়েদার বাইরে। কিসের কাম কিসের কি। ভাবতাছি একটু পরে বাইরে গিয়া আরো কয়েক্ষান বিড়ি টাইনা বাড়ী যামুগা। তারপরে কাইলকা সকালে হাওয়াই জাহাজে কইরা আটলান্টা। এক হপ্তা ছুটি নিছি অনেকদিন পর। সো নো কাম ডু আইলসামি (য্যান আমি আইলসামি করি না)। খিকয্।
😀
আইলসা পোস্ট-এ কর্মঠ হইয়া ফার্স্ট হইছি
ওয়ে ওয়ে
:awesome: :awesome:
ওয়ে ওয়ে ওয়া। মাহমুদ ফাস্ট হইছে... :awesome:
আপনার চাকরি কি আসলেই আছে......??? :-/ :-/ :-/
সবকিছুতে আলসেমি করলেও আমার মনে হয় সিসিবি তে আলসেমি টা হচ্ছে না, তাই আমরা ভাল ভাল আইডিয়ার কিছু লেখা পড়তে পারছি।
:khekz: :khekz: :khekz:
টিটকারি দিলা নাকি...দিলেও কিছু করার নাই... 😛
কি যে বলেন ভাইয়া, টিটকারি কেন দিব......??? আমাদের কি সেই যোগ্যতা আছে......??
লেখাটা আসলেই অসাধারন হয়েছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যায়, আমাদের দৈনন্দিন বিষয় গুলো এত সুন্দর করে মানুষ কিভাবে লিখে??? :salute: :salute:
:shy:
মিরতিজা ভি কি লিজ্জা পিলিন নিকি? :))
আমার নতুন আবিষ্কারঃ
😀 😀 😀 😀
আবিষ্কার আমারে বিপদের ফেলতে পারে তাই
:frontroll: :frontroll:
:khekz: :khekz:
এত্তো শান্তিও আছে এই দুনিয়ায় 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহারে আকাশদা থাক মন খারাপ করেন না দাদা,কমান্ডো ট্রেনিঙ্গের পর আপনিও সাত দিনের ছুটি পাবেন'খন। :)) :)) :))
কাটা ঘায়ে নুনের ছিটা দিতাছস মনে হয় x-( x-( x-(
কমান্ডো করছিলাম দেড় বছর আগে... আর কমান্ডোর পরে আমি ছুটিই পাই নাই 😡 😡
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইয়ে মানে এডভান্সড কমান্ডো করেন-কমান্ডো ইন্সট্রাক্টর আহসান ভাইরে কইয়া আপনের ছুটি ম্যানেজ কইরা দিমুনে-উনি আমারে বিশেষ ভালা পান কিনা :grr: :grr: :grr:
কমান্ডো ইন্সট্রাকটর আহসান স্যার/ভাই এবং তাহার সুযোগ্য সহকর্মিরা শোরুমেই(ব্যাসিক) যে লীলা প্রদর্শন করিয়াছেন তাহাই আমার জন্য যথেষ্ঠ... গোডাউনের (এডভান্স) ত্রিসীমানা দিয়া গমনেরও অভিপ্রায় আমার নাই :no: :no: :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হা হা হা হা হা হা হা হা............
আমি বিসিসি'র পর ২১ দিনের ছুটি পেয়েছিলাম.........
:awesome: :awesome: :awesome:
ও সরি, সিও ফোন করে পরে আরও ৯ দিন বাড়িয়েছিল। সর্বমোট ৩০ দিন...... ~x( ~x(
ভালু ভালু... :clap:
মানে আরো সামনের সপ্তাহে আপনি সিসিবিতে নাই? 🙁
ক্যাম্নে কী?
যাওয়ার আগে আরো দশটা পোস্ট দিয়া যান 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সিসিবিতে নাই তাতো কই নাই। আইবিএম থিংকপ্যাড লগেই থাকব।
:thumbup:
ইয়ে মানে মরতুজা ভাই, আমার বিয়ার সময় একটা আইবিএম থিংকপ্যাড গিফট করবেন ? ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাই আমারে একটা দিবেন না??
🙁 🙁
সারা জীবন আপনের কথা মনে রাখুম ভাই...
আপনার নামে আমার গ্রামে একটা স্মৃতি স্তম্ভ বানায়া দিমু...
দিবেন একটা গিফট ভাই?
আইবিএম থিংক প্যাড... ... নামই খালি শুনলাম জীবনে-- ছুঁইয়াও দেখতে পারলাম না 🙁 🙁
আহারে, আইচ্ছা নেক্সট দ্যাশে আইলে তুমারে ডাক দিমুনে, এট্টু ছুইয়া দেইখা যাইও 😀 ।
টেকি আঁতলামিঃ আইবিএম থিংকপ্যাড এর স্বত্ত লেনোভো এর কাছে বেইচা দিসে। তাই অহন আর আইবিএম থিংকপ্যাড নাই, স্রেফ থিঙ্কপ্যাড। তয় মাল অহনো মাল। অফিসে ৯৯% লোকের ল্যাপ্টপ থিঙ্কপ্যাড। জটীল পারফরমেন্স। 4GB Ram with 64Bit Win7, খালি দৌড়ায়।
আমিও আইবিএম থিঙ্কপ্যাড খাপো থুক্কু ইউজ করপো :(( :((
পাত্রি ঠিক নাকি? তোমার টার্ন আউট তাইলে শ্যাষ পর্যন্ত... 😀
আইবিএম থিংকপ্যাড পাইলে টার্ন-আউট এবং পাত্রী দুইটাই ঠিক কইরা ফেলামু ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জোর কইরা গিফট যৌতুকের সমান।
"যৌতুককে না বলুন"
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইগুলা কি কয় 😮
কাম্রুলকে তো চেনাই যায়না
আসলেই আইলস্যা মনে হইতাছে। :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এতক্ষনে কন কি? :awesome:
মরতুজার দুইটা পোষ্ট 😮 😮
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবই রিসেশনের ঠ্যালা বুজলেন... 😛
বস ......... খালি একটা কথা বলেন, আপনি যে এই এত বিড়ি খান, ভাবি পিডায় না আপ্নেরে ????? :-/ :-/ :-/
মইনুল ভাই কি পিডুনি খাইতে খাইতে বিড়ি ছাড়ছেন নাকি......?????
আগেই :frontroll: :frontroll: :frontroll: শুরু করে দিলাম...
হ ভা হ ......। :(( :(( :((
আহারে থাউক কান্দে না,আমার বাসায় আইসা লুকাই লুকাই বড়ি খাইয়েন-সেই সাথে বিপাশা ভাসুর "বিড়ি জ্বালাইরে-জিগারসে পিয়া..." গান আর চাকভুম চাকভুম নাচও দেখুম নে :)) :))
জন্যঃ বড়ি
পড়ুনঃ বিড়ি
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) =))
:chup: :chup:
আবার জিগ্স। 😛
মরতুজা ভাই তো রক করতেছে। দুইটা পোস্টই বেস্ট টার্ণ আউটে। বাপরে বাপ।
:just: অভিনন্দন...... :salute: :salute:
B-)
🙂 🙂 🙂
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মরতুজা ভাইয়ের পর পর দুইটা পোস্ট!!! পুরা টাশকি খেয়ে গেলাম!
খুব সুখে আছেন, না??
আমারো সুখে থাকতে মন চায়! 🙁 🙁
আইলসা Comment 🙂
মরতুজা ভাই সুখেই আছে ... 😀