ঢাকায় নাকি এখন ম্যালা গরম। তারওপর বিদ্যুৎ মামা নাকি সারাদিনই লুকোচুরি খেলেন। যানজটের ঠ্যালা নাকি বামে দিয়া চামে আর ডানে দিয়া বামে প্রতিনিয়ত জনগনের বারোটা বাজাইতেছে। নাকি বলিলাম কারন গত দেড় বছর দেশে যাই নাই। লোকমুখে শোনা কাহিনী। ভুক্তভোগি মনে লয় ব্লগের বৃহদাংশ জনগন।
তবে গরমের কথা মনে পড়লেই কলেজের গ্রীষ্মের টার্মটার কথা মনে পড়িয়া যায়। আমার তো শতভাগ ধারনা আফটারনুন প্রেপে কোন পোলা কুনুদিন কিছু পড়ছে কিনা। লাঞ্চের পর দেড় ঘন্টা যাইতে না যাইতেই প্রেপের ঘন্টা। শালারা কি মানুষ না কি! আমি আবার ভাত ঘুমের মানুষ। দুপুরে কিঞ্চিৎ গড়াগড়ি না দিলে শরীরটা ক্যামন জানি ম্যাজম্যাজ করে। কোনমতে বিছানা ছাড়িয়া চোখ রগরাইতে রগরাইতে মুখ ধোয়া, তারপর জেপির ফা*ন চো* ডাক শুনিয়া কোনমতে ছেঁড়া প্যান্টটা টানিয়া ধরিয়া দৌড় দিয়া হাউজের বাইরে। বাহির হইয়াই যেন হাবিয়া দোযখ। ইইহ্, এত গরম এই আল্লার দুনিয়ায় কই থিকা যে আহে। তারপর লাইনে দাড়াও আর ব্যাং পোড়া হও। অবশেষে মহান আফটারনুন প্রেপে গিয়া ডেস্কে মাথা দিয়া ঘুমানোর ব্যার্থ চেস্টা। ঘুমানোর কি উপায় আছে, হালায় স্যার গুলারো য্যান খায়া দায়া কোন কাম নাই। কেডা ঘুমায় হেই গুলারে কান ধইরা উঠানো।
আফটারনুন প্রেপের কথা মনে পড়তেই কিঞ্চিৎ অশ্লীল আর বিব্রতকর এক পিস্ ঘটনার কথা মনে পড়িয়া গেল। ভুল হইলে জনগন ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখিবেন। কোন এক আফটারনুন প্রেপের শেষ দিকে ঘন্টা দিয়াছে গেমসে্র। যথারীতি স্যারেরা আসিয়া তাগাদা দিতে লাগিলেন সব ঘুম আর আধঘুমে থাকা পোলাপাইনদের। ঘটনা ঘটিল এক নিরীহ ক্যাডেটের ডেস্কে গিয়া। বেচারা যথারীতি ডেস্কে মাথা দিয়া সুখনিদ্রায় ব্যাস্ত ছিল। তবে সেই সুখনিদ্রা মনে হয় একটু বেশিই সুখের ছিল। স্যার আসিয়া দেখিলেন বেচারা ঘুমের ঘোরে এক হাত ডেস্কে মাথার নীচে, আরেক হাত হাফ-প্যান্টের নীচে নিজেকে আলিঙ্গনে ব্যাস্ত। তবে চুড়ান্ত সুখের আগেই ব্যাটা বেরসিক স্যার আসিয়া হাজির।
সে যাই হোক, বলিতেছিলাম গরমের কথা। কি আর বলিব, গেমসে স্যান্ডো গেঞ্জি পড়িয়া প্যারেড স্টেটে দাড়ায়া থাকিতে থাকিতেই গায়ে বিদেশী ললনাদের সান ট্যানের মত অন্তর্বাসের স্থায়ি চিহ্ন বসিয়া যাইত। আর আল্লার অশেষ রহমতে ইডি খাইলে তো কথাই নাই। তবে হঠাৎ করিয়া আজ কেন গরমের কথা মনে পড়িল তার কোন বিশেষ কারন নাই। গত ছয় মাস ধরিয়া এই বিদেশ বিভুঁইয়ে সুর্যের তেমন দেখা পাই নাই। তাপমাত্রা খুব কম না হইলেও শুন্যের কাছাকাছিই ছিল। তাই এতদিন পরে যখন সুর্যের কিঞ্চিৎ দেখা পাইতেছি আর এই সামারে কোই কোই ঘুরিতে যাইব সেই প্ল্যান করিতেছি, তখন হঠাৎ করিয়া আফটারনুন প্রেপের কথা মনে পড়িয়া গেল। তাছাড়া অফিসে কিঞ্চিৎ কাম কম থাকাও একটা কারণ। আহা, আবার যদি আফটারনুন প্রেপ পাইতাম, তবে প্রাণ ভরিয়া ঘুমাইয়া লইতাম। ডেস্কে মাথা দিয়া সেই আধো ঘুমের আরাম আর যে কোথাও পাই না!
জটিল! এই বিরক্তিকর প্রেপ এর প্রচলক রে পাইলে...।
ঠিক ঠিক এই প্রেপের প্রচলককে পাইলে হইত x-(
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমরা আসার পুর্বে তখনকার AAG কর্ণেল ফরিদ স্যারের কারনে আফটারনুন প্রেপ বাতিল হয়ে যায়।
কিনতু ভাই আমরা আসার আগে আবার চালু হইছে :party: :party: :party: :party:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হু হা হা :)) :)) :)) ৯ থেইকা আফটারনুন প্রেপ পাইনাই, আবার যখন চালু করসে আমরা এইচ এস সি ক্যানডিডেট, তাই বেশিদিন জালায়তে পারে নাই.... 😀 😀
:dreamy: :dreamy: :dreamy:
কিন্তু ক্লাস ইলেভেনে থাকতে, আমাদের ততকালিন ভিপি, জনাব ফজলুল করিম (বর্তমানে মগকক এর প্রিন্সিপাল) দুপুরবেলা কম্পুলসারি হাউস প্রেপ দিতেন!!! 🙁 তখনও শালার ঘুমাইতে পারতাম না, কারন উনি নিজেই আবার চেকিংএ আসতেন 🙁 🙁 🙁
প্রেপ এর প্রচলক রে পাইলে… আজ়ীবনের জন্য প্রেপ এ লাগাইয়াআ দিতাম
মাইরি, জটিল বলেছেন দাদা... 😀
মুর্তজা ভাই, আছেন কেমন??
ভাবী???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হায় হায়, কনফিডেন্টলি বানান ভুল করছি দেখি... :bash:
মরতুজা ভাই, মাফ করি দিয়েন... :frontroll:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খারাপ নাই রে ভাই। চলেবল। ভাবীও ভাল। তোমার কি অবস্থা?
উপরওয়ালাকে ধন্যবাদ আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাবার জন্য...কাঁঠাল টাইপ কিছু বানালে এই গরমে অকালে পেকে যেতাম... :((
এছাড়া অন্যান্য সব দিক দিয়ে চলছে চলবে টাইপ... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুমি আবার কাঁচা আছিলা কবে 😉
আপনার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি... x-(
এবং ভাবীর হস্তক্ষেপ কামনা করছি... :grr: :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই একটা পাঁকা াল
চরম ভাগ্য যে, আমরা ছয় বছর আফটারনুন প্রেপ হাউসে করছি (মানে ঘুমাইসি আর কি) আমরা বের হবার পর নাকি ব্লকে করা শুরু হইছে।
রবিন,
তোরা তো তাইলে ক্যাডেট ই না।আফটারনুন প্রেপ হাউজে করলে এইটা কি হইল।আম্রা তো কোন কোন দিন প্যারেড গ্রাউন্ডে প্রেপ করতাম।
=))
প্রেপের সময় ঘুমটা যা মজার ছিল, তা আর বলতে 😀 😀
আমরা আসার কিছুদিন পুর্বে তখনকার AAG কর্ণেল ফরিদ স্যারের কারনে আফটারনুন প্রেপ বাতিল হয়ে যায়।উনি কলেজে এসে আমাদের সবার কাছ থেকে আফটারনুন প্রেপের সম্পর্কে মতামত নেন।প্রত্যেকে একবাক্যে না করার ফলে তিনি তখনকার AG সিনা ইবনে জামালী(মকক)
স্যারের কাছে রিপোর্ট করেন।পরের বার ছুটি হতে ফিরে দেখি সেই প্রেপ বাতিল।
ডিসগাস্টিং আফটারনুন প্রেপ... ক্লাস ইলেভেন-টুয়েল্ভ এ থাকতে আমরা আফটারনুন প্রেপ এ কেউ পড়তাম না (বিশেষ করে বি ফর্ম)। জুনিয়র অবস্থায় অবশ্য কোন খানা ছিল না, প্রেপ গার্ড ভাইরা ঘুম/পড়াশুনার গাফিলতি দেখলে চিকেন/হ্যান্ডসডাউন করায় রাখত নাইলে একাডেমিক ব্লকের সামনের লন-এ রগরা দিত পুরা প্রেপ টাইম ধরে (নিজেরা কতক্ষণ কি পড়ত যথেষ্ট ডাউট আছে, জুনিয়র নিয়া ব্যস্ত থাকলে পড়বে কি!)
ক্লাস টেন থেকে আফটার নুন প্রেপ গুলো পার করছি গেমস টাইমের ফুটবলের প্লানিং নিয়ে... আমাদের দুইটা পারমানেন্ট টিম ছিল... টিম মিটিং করে আফটার নুন প্রেপগুলো ভালই কাটত।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀