বুজতাসি ঠেলা কারে কয়। সকালে নয়টায় অফিসে আইসি, হারাদিন রোজা, সন্ধায় ইফতারির সময় খাইসি এক কাপ কফি। এহনো গনক মহাশয়ের সামনে বতাম টিপি। রাইত সাড়ে দশটা বাজে। কহন যে বাড়ী যামু? লগে আইজকা আবার বিড়ির পাকিট খান আনি নাই। ভাবছিলাম বাসাইয় গিয়া ত টানমুই। অহন খিদার চে লাগছে বিড়ির নিশা।
৬ টি মন্তব্য : “ঠেলা”
মন্তব্য করুন
জীবন মানেই ঠেলা 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
দুনিয়াজুরা পচুর গিয়ানজাম...
বিড়ি খাইতে পারেন নাই এই জন্য বেশি দুঃখ পাইলাম... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস নেন একটা বিড়ি খান।
rozar din...mone raikhen
:clap: